থ্রি-জি ফোর-জি এর রহস্য | সাগর

কেমন আছেন সবাই । অনেক দিন টিউন করি না । আজ একটা জব্বর টিউন করবো । হাই স্পিডে ইন্টারনেট ব্যাবহারের জন্য দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে । প্রশ্ন হচ্ছে হাই স্পিডের জন্য থ্রিজি নাকি ফোরজি প্রয়োজন? এটা ঠিক যে যত সংখ্যা বাড়বে তত স্পিড বাড়বে । কিন্তু খুব দুর্ভ্যাগ্যের কথা হচ্ছে । আমরা যখন থ্রিজি নিয়ে আলাপ আলোচনা করতে করতে কয়েক বছর পার করে ফেলেছি ততক্ষনে সেই প্রযুক্তিটি পুরনো হয়ে এখন ফোরজির পথে পথিবি পা বাড়িয়েছে । প্রথমেই জানি "জি" এর মানেটা কি? জি মানে জেনারেশন বা প্রজন্ন । মোবাইল প্রযুক্তির প্রজন্ন যা মোবাইল ফোন এর নেটওয়ার্কে ইনস্টল করা হয়ে থাকে । প্রতিটি নতুন জি এর জন্য নতুন একটি ফোন কিনতে হবে আর নেটওয়ার্কের ক্ষেত্রে প্রয়জোন হবে ব্যায়বহুল আপগ্রেড । প্রথম দুটির একটি ছিল এনালগ সেল ফোন এবং অপরটি ডিজিটাল ফোন এর জন্য । বাংলাদেশের মোবাইল ফোনের নেটওয়ার্ক এখন টুজি । বাংলাদেশ এখোনে থ্রিজিতেই পৈছাতে পাড়েনি আর ফোরজির কথা তো বাদ দিলাম । বর্তমান বাজারে থ্রিজি এবং ফোরজি ফোন এবং ট্যাবলেট ভরে যাচ্ছে । যদি এগুলো নিয়ে কিছুটা ধারনা না থাকে । তাহলে আমি বলব টাকাটাই লস । মার্কিন যুক্তরাষ্টে থ্রিজি চালু হয় ২০০৩ সালে । তখন কার স্পিড ছিল ১৪৪ কেবি । কিন্তু বর্তমানে থ্রিজি স্পিড হল ৪০০ কেবি থেকে এর চাইতে দশগুন বেশিও হতে পারে । মান নির্ধারন সংস্থা আন্তর্জাতিক টেলিযোগাযক ইউনিয়ন ফোরজি নামকরনের একটা মাপকাঠি তৈরি করে দেয়ার প্রচেষ্টা করেছে । কিন্তু বারবার ফোরজি থেকে পিছিয়ে আসছে । তারা বলেছে ফোরছি বলতে আসলে একক কোনোও প্রযুক্তি নেই । তিনটি উপায়ে এই ফোরজি বাস্তবায়ন । এইচএসপিএ+২১/৪২ ও ওয়াইম্যাক্স এবং এলটিই । ফোরজির মাধ্যমে ইন্টারনেট সাফিং ভিডিও কনফারেন্স গান ভিডিও ইত্যাদি ডাউনলোড করাসহ । ইন্টারনেটে বিভিন্ন কনটেম্লট দেখা সবকিছু আগের চেয়ে অনেক দ্রুতো গতিতে হবে । এটার মাধ্যমে হাই ডেফিনিশন মোবাইল টিভি দেখা যাবে । অনেকে হয়তো এই লেখা পড়ে একটু ভড়কে যাবে যে । আসলে আমাদের কোন পথে যাওয়া উচিত? উত্তর খুব সহজ । আমার অপারেটর আমাকে যে পথে নিয়ে যাবে আমাকে সে পথেই যেতে হবে । তারপরও কথা আছে । আমার আসলে প্রয়োজন কোনটি এবং কতটুকু তা আগে ঠিক করতে হবে । তারপর প্রয়োজন হলে ইচ্ছামত অপারেটর সুবিধা অনুযায়ী নিজের প্লান পরির্বতন করা যাবে । লেখাটি কেমন লাগলো যানাবেন । আমাকে ফেসবুকে পাবেন । http://facebook.com/md.sagor.35 আমার ব্লগথেকে । http://techtunes.wapsite.me কমেন্ট বন্ধ থাকতে পাড়ে আপনার ফেসবুকে ম্যাজেস দিতে পারেন ।

Level New

আমি Tj md sagor। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

যাক ভাই বাচা গেল কমেন্ট খোলা আছে ।

কিছু বুঝতে পারি নাই। আমি আবার তোন রহস্যের কুল কিনারা করতে পারি না।

    Level New

    @আলমগীর:

    আপনি যখন টিউনটা পড়ে বুঝতে পারেন নি । তো কিভাবে যে কমেন্টে বুঝবেন । যাই হোক । আমি এটা বুঝাতে চেয়েছি যে যতা জি আছে । মানে টুজি । থ্রিজি । ফোরজি । এটা সবই মিথ্যা ।

      Level 0

      @Tj md sagor: আপনি বললেন আর মিথ্যা হয়ে গেল? লুল

মূল থিম টাই বুঝতে পারলাম না।। আপনি আসলে কি বোঝাতে চাচ্ছেন???

    Level New

    @এম এম কৌশিক:

    আপনি যখন টিউনটা পড়ে বুঝতে পারেন নি । তো কিভাবে যে কমেন্টে বুঝবেন । যাই হোক । আমি এটা বুঝাতে চেয়েছি যে যতা জি আছে । মানে টুজি । থ্রিজি । ফোরজি । এটা সবই মিথ্যা ।

      Level 0

      @Tj md sagor: আপনি বললেন আর মিথ্যা হয়ে গেল? লুল. ত্রককাজ করেন, নিজে আরেকটা বানান, নাম দেন ৫জি 😛 😛 😛

Level 0

Agree to kaushik vi..

    Level New

    @mizan065:

    আপনি যখন টিউনটা পড়ে বুঝতে পারেন নি । তো কিভাবে যে কমেন্টে বুঝবেন । যাই হোক । আমি এটা বুঝাতে চেয়েছি যে যতা জি আছে । মানে টুজি । থ্রিজি । ফোরজি । এটা সবই মিথ্যা ।

      Level 0

      @Tj md sagor: আপনি বললেন আর মিথ্যা হয়ে গেল? লুল. ত্রককাজ করেন, নিজে আরেকটা বানান, নাম দেন ৫জি 😛 😛 😛 ব্যাফুক বিনুদুন পাইলাম আপনার লেখা পড়ে 😛 😛 😛

Level 0

KI kolen vai aitai to rohosso

    Level New

    @limon08:
    লিমন ভাইয়া এটাতো বাংলা ব্লগ । আপনি বাংলাই লিখেন । আপনার উত্তর পাবেন ।

      Level 0

      @Tj md sagor: কি কইলেন ভাই ত্রটাই তো রহস্য।
      বাংলায় কলাম, ত্রখন উত্তর দেন

হেডলাইন দেখে মনে মনে হল ওয়ারলেস নেটয়ার্কের গুষ্ঠি উদ্ধার হবে আজ।কাজের কাজ কিছুই হল না।এত কম জেনে টিউন করার কি দরকার?

    Level New

    @আশাহীন:
    ভাইয়া অপনার নামটা যেমন আশাহীন । তেমনি কোন কাজে আশা ভরসা রাখতে পারেন না । কিছু মনে করেন না । আমি একটু লেখাপড়া কম জানি তো তাই নিজের মাথা থেকে যতটুকু বেরহয় ততটুকু লিখি

      Level 0

      @Tj md sagor: ত্রইজন্য আপনার লেখা ঠিক না। কম বোঝেন তো, তাই নিজের মনে যা মওন চায় তাই লিখলেন। আজাইরা

Level New

জব্বার টিউন। আমি আসলেই আপনার লেখা পড়ে ভড়কে গেছি।
দুঃখিত ভাই, সত্যি বলি, কিছু বুঝি নাই। আমার মোবাইল নিয়ে আমেরিকা টার্গেটেড একটা ব্লগ আছে, বয়স ৩ বছর। আপনি যে কি লিখেছেন সেটার ভাবার্থ ধরতে পারতেছি না।
উপরের সবার কমেন্ট গুলা দেখেও আপনার কিছু একটা পাঠকদের উদ্দেশ্যে বলা উচিত।

    Level 0

    @সেতু: উনি ত্রকটু লেখা পড়া কম জানেন তো ত্রজন্য ত্ররকম লিখসেন। তবে উনার ভবিষ্যতে ৫জি খোলার ইচ্ছা আছে গোপন সুত্রে খবর পেয়েছি 😛

হাহাহাহাহাহ, উনি একলাই সব বুঝে আমরা বুঝি না। A+, A, A-,B, এইগুলো বলতে কিছু নেই, শুধু আছে নাম্বার, উনার যুক্তি ই এমন।
আরে ভাই, নাম্বার বেশী কম এর বিন্যাসই হচ্ছে গ্রেড, তেমন নেটওয়ার্ক এর প্রজন্ম হারে বিভক্তিকে বলতে পারি জি। ২জি, ২.৫জি ৩জি, ৪জি, ৪.৫জি, ৫জি
দুনিয়াতে মানুষ বলতে কিছু নেই। আমরা এক প্রজাতির সভ্য জীব, এমন হাজারো যুক্তি দেওয়া যাবে কিন্তি সবকিছুর একটা আলাদা নাম থাকা চাই এই কথা ভুলে গেলে চলবে না।

Level 0

LOL!LOL!@আশাহীন:D:D:D:D:D

মোডারেটর রা কি এগুলা দেখছে না নাকি?????? আমার মনে হয় পোস্ট টা ডিলিট করে দেয়া উচিৎ, টিউনার ভাই যখন সব জি কেই এক করে দিয়েছে তখন আর আমাদের বুঝতে আর বাকি নেই।। আমার মনে হই টিউনার নিজেই টিউন টা বুঝতে পারেন নি তাহলে আমরা বুঝব কিভাবে????

Level 0

@tech_no..jobbor koisen vai..TT ekon binudon site..!!

Lol রে Lol ! এটা কি টেকি ব্লগ না বিনুদন ব্লগ ! হাহাহাহা রাত দুইটার সময় কঠিন মজা পাইলাম ! 😀 😀

ভাই , আপ্নার টিউন পরে আমি অনেক কিছু জানলাম, আমাদের সাথে ফোন কোম্পানি গুলো প্রতারণা করতে চাইছিল . এগুলো যে মিথ্যা তা জানাইয়ো উপকৃত করলেন , অনেক ধন্যবাদ , কিন্তু ভাই আপনি এটা কই থেকে জানলেন ? ঊইকি লিখস ? 😆 😆 😆

আচ্ছা ভাই , প্রজন্ন কি জিনিস ? অভিধানে নাই 😥

আপনি তো অন্নেক কিছু জানেন দেখা যাচ্ছে।আচ্ছা ভাইয়া এই কনফিডেনশিয়াল তথ্য কই পেলেন বলবেন?সাবধান রাস্তায় বলবেন না কিন্তু পাগলা গারোদে দিয়ে দিতে পারে।আমার কিছু কথা কি একটু দেখবেন পিলিজঃ

১.একটা নেটওয়ার্ক কে ৩জি হতে হলে একটা মিনিমাম স্পিড এর অধিকারী হতে হয় এবং তা হচ্ছে ২০০ কেবি।আপনার টিউনে বলা ১৪৪ কেবির ৩জি কি আপনার নিজস্ব কোন প্রযুক্তি???
২.প্রথম ৩জি মার্কিন যুক্তরাষ্টে চালু হয় ২০০১ এ।এটাকে ২০০৩ বলে অপপ্রচার চালানোর মানে কি?
৩.সাফিং টা কি জিনিস ভাই?সার্ফিং শব্দটা শুনেছি সাফিং কি আপনার মোবাইল সাফ(পরিস্কার)করাকে বলে?
৪.”ফোরজির মাধ্যমে ইন্টারনেট সাফিং ভিডিও কনফারেন্স গান ভিডিও ইত্যাদি ডাউনলোড করাসহ । ইন্টারনেটে বিভিন্ন কনটেম্লট দেখা সবকিছু আগের চেয়ে অনেক দ্রুতো গতিতে হবে ।”- আচ্ছা ভাই ভিডিও কনফারেন্স দ্রুত হবার জিনিসটা কেমন?ধরেন আমি চা খাচ্ছি আর ঐ পাশে কি চায়ের কাপ খালি দেখাবে? 😛

একটা কিছু মনে হল আর লিখে টিউন করে দিলেন বিষয়টা মনে হয় এতটা এমন না।মাথা বা চোখে সমস্যা থাকলে ডাক্তার দেখাতে পারেন আর এই জাতীয় গাঁজাখুরি লিখা ফেবুতে লিখেন এইটা আপনার লুলামির জায়গা না।

@Ochena Balok
চরম বলছেন ভাই।