কেমন আছেন সবাই । অনেক দিন টিউন করি না । আজ একটা জব্বর টিউন করবো । হাই স্পিডে ইন্টারনেট ব্যাবহারের জন্য দেশের মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করছে । প্রশ্ন হচ্ছে হাই স্পিডের জন্য থ্রিজি নাকি ফোরজি প্রয়োজন? এটা ঠিক যে যত সংখ্যা বাড়বে তত স্পিড বাড়বে । কিন্তু খুব দুর্ভ্যাগ্যের কথা হচ্ছে । আমরা যখন থ্রিজি নিয়ে আলাপ আলোচনা করতে করতে কয়েক বছর পার করে ফেলেছি ততক্ষনে সেই প্রযুক্তিটি পুরনো হয়ে এখন ফোরজির পথে পথিবি পা বাড়িয়েছে । প্রথমেই জানি "জি" এর মানেটা কি? জি মানে জেনারেশন বা প্রজন্ন । মোবাইল প্রযুক্তির প্রজন্ন যা মোবাইল ফোন এর নেটওয়ার্কে ইনস্টল করা হয়ে থাকে । প্রতিটি নতুন জি এর জন্য নতুন একটি ফোন কিনতে হবে আর নেটওয়ার্কের ক্ষেত্রে প্রয়জোন হবে ব্যায়বহুল আপগ্রেড । প্রথম দুটির একটি ছিল এনালগ সেল ফোন এবং অপরটি ডিজিটাল ফোন এর জন্য । বাংলাদেশের মোবাইল ফোনের নেটওয়ার্ক এখন টুজি । বাংলাদেশ এখোনে থ্রিজিতেই পৈছাতে পাড়েনি আর ফোরজির কথা তো বাদ দিলাম । বর্তমান বাজারে থ্রিজি এবং ফোরজি ফোন এবং ট্যাবলেট ভরে যাচ্ছে । যদি এগুলো নিয়ে কিছুটা ধারনা না থাকে । তাহলে আমি বলব টাকাটাই লস । মার্কিন যুক্তরাষ্টে থ্রিজি চালু হয় ২০০৩ সালে । তখন কার স্পিড ছিল ১৪৪ কেবি । কিন্তু বর্তমানে থ্রিজি স্পিড হল ৪০০ কেবি থেকে এর চাইতে দশগুন বেশিও হতে পারে । মান নির্ধারন সংস্থা আন্তর্জাতিক টেলিযোগাযক ইউনিয়ন ফোরজি নামকরনের একটা মাপকাঠি তৈরি করে দেয়ার প্রচেষ্টা করেছে । কিন্তু বারবার ফোরজি থেকে পিছিয়ে আসছে । তারা বলেছে ফোরছি বলতে আসলে একক কোনোও প্রযুক্তি নেই । তিনটি উপায়ে এই ফোরজি বাস্তবায়ন । এইচএসপিএ+২১/৪২ ও ওয়াইম্যাক্স এবং এলটিই । ফোরজির মাধ্যমে ইন্টারনেট সাফিং ভিডিও কনফারেন্স গান ভিডিও ইত্যাদি ডাউনলোড করাসহ । ইন্টারনেটে বিভিন্ন কনটেম্লট দেখা সবকিছু আগের চেয়ে অনেক দ্রুতো গতিতে হবে । এটার মাধ্যমে হাই ডেফিনিশন মোবাইল টিভি দেখা যাবে । অনেকে হয়তো এই লেখা পড়ে একটু ভড়কে যাবে যে । আসলে আমাদের কোন পথে যাওয়া উচিত? উত্তর খুব সহজ । আমার অপারেটর আমাকে যে পথে নিয়ে যাবে আমাকে সে পথেই যেতে হবে । তারপরও কথা আছে । আমার আসলে প্রয়োজন কোনটি এবং কতটুকু তা আগে ঠিক করতে হবে । তারপর প্রয়োজন হলে ইচ্ছামত অপারেটর সুবিধা অনুযায়ী নিজের প্লান পরির্বতন করা যাবে । লেখাটি কেমন লাগলো যানাবেন । আমাকে ফেসবুকে পাবেন । http://facebook.com/md.sagor.35 আমার ব্লগথেকে । http://techtunes.wapsite.me কমেন্ট বন্ধ থাকতে পাড়ে আপনার ফেসবুকে ম্যাজেস দিতে পারেন ।
আমি Tj md sagor। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 9 টি টিউন ও 82 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
যাক ভাই বাচা গেল কমেন্ট খোলা আছে ।