বর্তমান প্রেক্ষাপটে এখন বাসায় ব্রডব্রান্ড ইন্টারনেট ব্যবহারের কথা শুনলেই গায়ে এ্যালার্জি আসে। এর নানান বিরক্তিকর ঝামেলা- ভুক্তভুগি মাত্রই জানেন! তাই অফিসের বাইরে বাসায় একমাত্র ভরসা ‘মডেম’।
প্রথমদিকে ব্যবহার করতাম মহান(?!) জিপির নেট! এটা নিয়ে কি আর বলব। একান্ত দায়ে না-পড়ে এটা কেউ ব্যবহার করে বলে মনে হয় না!
তারপর নিলাম বাংলালায়ন। এটা বেশ ভালই চলছিল। কিন্তু সব জায়গায় নেট না-থাকার কারণে বিরক্ত হয়ে এটাও বাদ দিলাম। এটার মূল জায়গাতেই সমস্যা!
এবার কি করি! ভাবনা-চিন্তা করে ব্যবহার শুরু করলাম বাংলালিংকের নেট। খুব একটা মন্দ না-হলেও(!?) হঠাৎ করে সিগনাল উঠা-নামার কারণে এটাও বাদ দিতে হল।
অত:পর জুম আল্ট্রা। এটা নিয়ে নতুন করে কি আর বলব! কচ্ছপের গতিও এর চাইতে অনেক বেশি ভাল। এই মডেমটা দিয়ে নেটে কাজ করতে বসলে মাঝে-মধ্যে মাথায় তুলে আছাড় মারতে ইচ্ছে করে! প্রায় সময় করিও তাই!! আর ভাবি- ‘সত্যিই তাই, এমন অত্যাচার হবে, যা কেউ ভাবে নি আগে !!!’
তবে মজার ব্যাপার হল- পরশুদিন রাত তিনটার পর হঠাৎ করে, প্রায় ৫০০ এমবির একটা সফট ডাউনলোড দিতে গিয়ে অনেকটা বিস্মিত হই! ভাবলাম সিটিসেলের মাথা-টাথা খারাপ হয়ে গেল নাকি! যেখানে ১০০ এমবির একটা ফাইল নামাতে গেলে কম করে হলেও ২ঘন্টা লাগে, স্পিড গড়ে ২০/২১ কেবি/সেকেন্ড এর উপর উঠে না, সেখানে ৫০০ এমবির ফাইলটা নামালাম মাত্র ১ঘন্টারও কম সময়ে!!! neutralডাউনলোড স্পিড গড়ে- ১৩০ কেবি!!! ভাবা যায় !! neutral roll
এই সুযোগে একটা মুভিও নামিয়ে নিলাম আর কি! lol
আমি Pantho Shrabon। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 56 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি আজ রাতে 90 KB পেয়েছি । যদি সিটিসেল এই অফারটা 24 ঘন্টাই আজীব এর জন্য রেখে দিত, তাহলে সবাই সিটিসেলই ব্যবহার করতো। আসুন আমরা সিটিসেল অফিসে একটি করে রিকোয়েষ্ট পাঠাই।
eita ki likhlen aga matha kichui bujhlam na.