Ramdisk ব্যবহার করে ফায়ারফক্সের স্পীড বাড়ান টেম্পোরারি ফাইল মুক্ত থাকুন

আজ আমরা দেখব কিভাবে ফায়ারফক্স কে  একটু অন্য ভাবে বাবহার করে কাজ করা যায় ।  এই পদ্ধতি হার্ডডিস্কের উপরও কিছু চাপ কমাতে সাহায্য করবে ।

১. প্রথমে এইখানে ক্লিক করে Ramdisk সফ্টওয়্যারটি ডাউনলোড করে নিন ।

২. এরপর Ramdisk জিপ ফাইলটি extract করে ramdisk.exe টিতে ক্লিক করুন ।

৩. Install ramdisk বাটন টিতে ক্লিক করুন। windows warning মেসেজ দিলে ভয় পাবার কোনও কারণ নেই কারণ সফ্টওয়্যার টি ভাইরাস মুক্ত ।

৪.  ডিস্ক সাইজ আপনার দরকার মত দিন যেহেতু Ram এর মধ্যেই ফায়ারফক্স এর সব cache জমা হবে তাই এটা বেশি সেট করাই ভাল হবে ।

৫. ড্রাইভ লেটার পছন্দ মত দিতে পারেন সাধারণত ডিফল্ট হিসাবে R: সেট করাই থাকে । [*এই R: না পেলে যে ড্রাইভ পান সেটি মনে রাখুন ]

৬ . Media Type হিসাবে Ram Drive (**রিস্টার্ট করার পর কিছু কিছু ক্ষেত্রে প্রোব্লেম দেখা গেছে তাই  তাদের ক্ষেত্রে Fixed Media optionটি  সিলেক্ট করতে হবে )সেট করে Apply বাটন টিতে ক্লিক করে ok করে বের হয়ে আসুন ।

৭ . এবার ফায়ারফক্স থেকে যেখানে আমরা ওয়েবসাইটের অ্যাড্রেস টাইপ করি সেখানে about:config লিখে enter দিন ।

৮. একটি warning মেসেজ দিবে "I'll be careful,I promise!" লেখা বাটন টিতে ক্লিক করুন ।

৯.এখন সার্চ বক্সে লিখুন  browser.cache.disk এটুকু লিখলেই কিছু ফাকা জায়গা  পাবেন সেখানে রাইট ক্লিক করে New>String> ক্লিক করুন।

১০. তাতে লিখুন browser.cache.disk.parent_directory বাটন এ ক্লিক করার পর ভ্যালু হিসাবে দিন R:\Cache\ এবার ok করুন । [*আপনি যদি Ramdisk এর configurationনে ড্রাইভ লেটার change করে থাকেন তাহলে যে ড্রাইভ সিলেক্ট করেছিলেন সেই ড্রাইভ এর লেটার দিতে হবে ]

এখন থেকে আপনার সব browsing cache গুলো ram এ জমা হবে যা উইনডোজ রিস্টার্ট করলে অটোম্যাটিক মুছে যাবে । সাধারণত আপনি যখন ইন্টারনেট থেকে browse করেন তখন ফায়ারফক্স তার cache এ ওয়েবসাইট এর কিছু ডাটা হার্ডডিস্কে সেইভ করে রাখে যেন পরবর্তীতে আপনি যখন সাইট টিতে ভিজিট করেন তখন সেগুলো দ্রুত হার্ডডিস্ক থেকে লোড করা যায়, এতে  browse করা দ্রুততর হয় । কিন্তু এভাবে cache জমা হতে থাকলে একসময় Browser কে হার্ডডিস্কে অনেক বেশি ফাইল খোজাখুজি করতে হয় যা browser কে ধীর করে দেয় । এছাড়াও কিছু নিরাপত্তাজনিত কারণে cache ডিলীট করে ফেলাই ভাল ।  উপরের পদ্ধতি ফলো করলে কিছু ভাল ফল পাবেন এতে ওয়েবসাইট ফাইল গুলো হার্ডডিস্কের পরিবর্তে  ram এ লোড হবে এতে  ফার্স্ট পেজ এর লোডিং Time সামান্য বাড়লেও পরবর্তী পেজ গুলো দ্রুত লোড হবে আশা করা যায় ।

#শুধু মাত্র techtunes এ প্রকাশিত ।

#এটি আমার প্রথম টিউন কোনও ভুল পেলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন । সবাইকে ধন্যবাদ।

Level 0

আমি ইশতিয়াক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 62 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

amar to fail dekhasse

    @poramon11: আপনার কোথায় এরর দিচ্ছে সেটা বলবেন কী? আপনি যদি এক্সপি অথবা উইনডোজ ৭ ব্যবহার করেন তাহলে প্রোব্লেম হবার কথা না । কোনো ram ইউটিলিটি ব্যবহার করে থাকলে সেটি বন্ধ করে দিন তাহলে আশা করা যায় কাজ করবে ।

    @poramon11: রিস্টার্ট করার পর কিছু কিছু ক্ষেত্রে প্রোব্লেম দেখা গেছে তাই তাদের ক্ষেত্রে Fixed Media optionটি সিলেক্ট করতে হবে। আশা করি আর সমস্যা হবে না । কমেন্টের জন্য ধন্যবাদ ।