অনলাইনে আয় করুন (পর্ব-১) – Hotfile এ ফাইল আপলোড করে

অনেক দিন হল টেক টিউন এর সাথে আছি। এই সময়ের মধ্যে অনলাইনে আয় করার অনেক পোস্ট ই দেখেছি। আজকের আমার পোস্টটাও অনেকটা সে রকম। আজ আমি আপনাদের জানাব কিভাবে Hotfile এ ফাইল আপলোড করে আয় করা যায়। Hotfile হল একটি ফাইল শেয়ারিং সাইট । তারা আপনার আপলোড করা ফাইলগুলোর ডাউনলোড এর অন্য আপনাকে টাকা দেবে। অর্থাৎ তাদের সাইট থেকে কেউ যদি আপনার আপলোডকৃত ফাইল ডাউনলোড করে তাহলে আপনাকে তারা টাকা দিবে । আসুন সম্পূর্ণ প্রসেসটা দেখা যাক -

১।প্রথমে Hotfile.com সাইন আপ করে নিন।
২।একাউন্ট রেজিস্টার করার পর সাইন ইন করুন।
৩।নিচের মত উইন্ডো এলে তাতে Remote Upload এ ক্লিক করুন।

আপনি চাইলে Select file to upload এ ক্লিক করে আপনার কম্পিউটার থেকে ফাইল আপলোড করতে পারেন। এখানে আমরা remote upload এ ক্লিক করব কারন আমরা এখানে Media fire এর লিঙ্ক দেবো।আর সব সময় জনপ্রিয় ফাইল আপলোড করার চেষ্টা করবেন যেমন মুভি, সফটওয়্যার ইত্যাদি।
৪। এবারে http://www.filestube.com এ যান। তাহলে নিচের মত আসবে।

৫।এবারে সার্চ করার বক্সে আপনার ফাইল এর নাম লিখুন এবং All লেখা ড্রপ দাউন মেন্যু থেকে ফাইল টাইপ নির্বাচন করে দিন অথবা all এই রাখুন । তারপর Search এ ক্লিক করুন।
৬।এবারে স্ক্রিন এর বামের দিকে খেয়াল করলে দেখতে পাবেন যে অনেকগুলো ফাইল শেয়ারিং সাইট এর নাম দেয়া আছে সেখান থেকে Mediafire সিলেক্ট করে দিন।

৭।।এবারে আপনার সার্চ করা ফাইল এর লিস্ট আসবে আর মধ্যে থেকে পছন্দেরটাতে ক্লিক করুন।তাহলে নিচের মত আসবে।

৮।লিংকটি কপি করে নতুন ট্যাব খুলে টাতে পেস্ট করে এন্টার চাপুন।তাহলে নিচের মত আসবে এবং এখান থেকে Download এর উপর রাইট ক্লিক করে Copy link location এ ক্লিক করুন

৯।এবারে ৩ য় ধাপে Remote upload এ ক্লিক করার পর নিচের মু উইন্ডো আসলে খালি বক্সে রাইট ক্লিক করে পেস্ট এ ক্লিক করুন তাঁর পর Upload এ ক্লিক করুন।

১০।আপলোড হতে একটু সময় লাগবে।আপলোড হয়ে গেলে নিচের মত আসবে যেখানে আপনার ফাইল এর ডাউনলোড পেজ এর লিঙ্ক থাকবে।লিঙ্কটা মনে করে কপি করে রাখবেন।

১১.আপনার কাজ শেষ এবারে আপনাকে শুধু ফাইলটি বিভিন্ন ব্লগ, ফোরাম ইত্তাদিতে শেয়ার করে দিতে হবে।আপনার যদি দ্রুতগতির ইন্টারনেট থাকে তাহলে সবচেয়ে ভাল হয় Remote upload না করে আপনার কম্পিউটার থেকে ফাইল আপলোড করা।
১২।এবারে দেখা যাক আপনি কি হিসেবে টাকা পাবেন।এটি হবে সম্পূর্ণ নিচের ছবির হিসেবে

এবারে একটা পেমেন্ট প্রুফ

আগামী পর্বে আমি জানাব কিভাবে এই Hotfile আর্নিং ডাবল করা যায় । সে পর্যন্ত আল্লাহ হাফেয।

Level 0

আমি এস.এম.তাসরিক আনাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন সাধারন মানুষ।অন্যকে সাহায্য করতে মজা লাগে তাই আসলাম and I'm a freak.........


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কিসের মাধ্যমে টাকা হাতে পাবো ।

wow. nice

Level New

akane o gold silver 🙁

ভাই Remote upload তো করা যায় না।

    @Kh ফয়সাল: আমার টাতে কোন প্রবলেম হচ্ছে না।ডিরেক্ট ফাইল আপলোড করে দেখতে পারেন

ভাল টিউন।।

Level 0

থ্যাংকস ভাই অনেক ভাল লাগল ।🙂 🙂 🙂 🙂

সবকিছু ঠিক কিন্তু আমার ফাইল কতদিন ওরা রাখবে তারপর ডিলিট করে দিবে ।

টেকটিউনস নীতিমালা অনুসারে কোন প্রকারের রেফারেল লিংক ব্যবহার করা যাবে না টিউনে। রেফারেল লিংক আপডেট করে দেওয়া হয়েছিল কিন্তু আপনি পুনরায় লিংক ব্যবহার করেছেন। নীতিমালা ভঙ্গ করার জন্য সাময়িক ভাবে টিউন স্থগিত করা হতে পারে।

বাংলাদেশ থেকে এটা খুব একটা কাজের উপায় না । আপনি মনে হয় জানেন না , এই ডাউনলোড কাউন্ট হবে শুধুমাত্র কয়েকটা টার্গেটেড দেশ থেকে ।

Level 0

http://technohomebd.blogspot.com/2012/10/filedwon.html
আমি ফাইল আপলোড করে আয় করছি আপনিওে করতে পারেন উপরের লিংকে বিস্তারিত।

Tutorial House: bdblog24.wordpress.com