টেকটিউনসের এডমিন , ভিজিটর এবং টিউনারদের দৃষ্টি আকর্ষন

টেকটিউনসে সবসময়ই ভাল পোস্টগুলো হুবহু কপি এবং পেষ্ট করা হয়ে থাকে । কিন্তু নিজেদের মধ্যে যারা আছেন মানে ভিজিটর এবং টিউনার তাদের উচিত যদিও কোন টিউন তার সাইটের রাখাতে ইচ্ছে হয় তাহলে টিউনরের অনুমতি নেয়া এবং আসল লিংক দিয়ে দেয়া । কিন্তু একজন টিউনরা বা ভিসিটরের সাইটে যা দেখতে পেলাম তাই আপনাদের চোখের সামনে তুলে ধরলাম । যেহেতু তিনি আমার মনে হয় নতুন ওয়েব সাইট খুলতেছেন তাই প্রথম থেকেই এই ব্যপারে সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন বলে আমি মনে করি ।

আমার করা টিউনের লিংক হচ্ছে এটি https://www.techtunes.io/internet/tune-id/14105/

আর ওই টিউনার বা ভিজিটরের কপি পেষ্ট টিউনের লিংখ এটি http://alaminwkc.blogspot.com/2009/11/blog-post.html

আমার করা টিউনের লিংক হচ্ছে এটি https://www.techtunes.io/internet/tune-id/14150/

আর ওই টিউনার বা ভিজিটরের কপি পেষ্ট টিউনের লিংখ এটি http://alaminwkc.blogspot.com/2009/11/fm.html

যদি এখন থেকেই ব্যবস্থা গ্রহন করা না হয় পরে হয়ত সকল ভাল ভাল টিউনগুলো নিজের বলে চালিয়ে দেয়া হবে । আশা করি এই সকল বিষয়ে কোন বিতর্ক করবেন না । টিউনটি একটি নির্দিষ্ট সময় পরে টেকটিউনস কতৃপক্ষ যেন পেন্ডিং না করে মুছে দেয় ।

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ব্যাপারগুলো আসলে কেউ বুঝতে পায় না কেন বুঝি না …….. আশা করি টিউনার তার সাইট থেকে কপি করা টিউনগুলো মুছে দিবেন …… অথবা রাখতে চাইলে মূল টাইনারের অনুমতি নিয়ে নিবেন।

ধন্যবাদ!

    ধন্যবাদ টিনটিন ভাই এত দ্রুত উত্তর দেওয়ার জন্য ।

    টিনটিন ভাই আমার একাউন্টে টিউন পাবলিশ করার অপশনটা হারিয়ে গেছে।আপনি একটু দয়া করে তাড়াতাড়ি দেখেন।তিনটা টিউন জমে আছে।

    হুম …… মামুন আমি দেখব

আসলে এগুলো কিছু করার নাই আমার কত টিউন আর আর সাইট যে কপি হইছে তার হিসাব নাই। এগূলো নিয়ে চিল্লাচির্লী করেও লাভ নাই তবে কষ্ট লাগে যে এরা টেকটিউনসে দিব্বী নিজেরা কপি কার্যক্রম চালাচ্ছে আর টেকটিউনস কতৃপক্ষ তাদের টিউন গুলো সরাচ্ছেও না বরং প্রশ্রয় দিচ্ছে। আর কোথাও না হোক অন্তত টেকটিউনস কতৃপক্ষ টিউনারদের মূল্যায়ন করে চোরদের দূর করলে আমরা অন্তত কিছুটা সান্তনা পাই।

    হ্যা শাকিল ভাই আপনার সাথে আমি পরিপূর্নভাবে একমত ।

    শাকিল ভাই ব্যাপারটা হচ্ছে যে কেউ যদি টেকটিউনসের বাইরে কোন কপি পেস্ট করে এতে টেকটিউনসের কিছুই করার নাই।মনে করলেন আমি আপনার সাইট কপি করে আরেকটা সাইট বানালাম ।এতে কি টেকটিউনসের কিছু করার আছে ।বাইরের ব্যাপারে টেকটিউনস কতটা মাথা ঘামাতে পারে??আসলে শাকিল ভাই মানুষের বিবেক জাগ্রত না হলে কিছুই করার নাই ।কপি পেস্ট চলতেই থাকবে আজীবন কারো কিছু করার নাই।এইটা অমোঘ সত্যি।

এইটা কি কোন ভাবেই ঠেকানো যায় না? তাহলে যে কেউ টেকটিউন এর কপি পেস্ট করতে পারে?

ওই হাসিব চালায় যাও চুরেরা চুরি করে করে করে অত:পর তাদের মাথা টাই নষ্ট হয়ে যায়।

হুম ভাই নতুন নতুন আইডি নিয়া প্যাচ লাগাইতে চান।পারলে অরজিনাল আইডি দিয়া মন্তব্য করেন।আর প্রমাণ সহ কথা বলবেন দয়া করে ।উড়ে এসে জুড়ে বসা কিছু……………………………………………………..

ও আরেকটা কথা বলতে ভুলে গেছি।তবে ভাই যদি কারও লেখা রাখতেই চান তাহলে তার অনুমতি নিয়ে নিলেই হয় একেবারে সহজ কাজ।আমার লেখা ৪ জন তাদের সাইটে দিয়েছে এবং আমার অনুমতি নিয়ে তাই আমার কোন মাথা ব্যাথা নাই।অবশ্য আমারা এমনি কোন মাথা ব্যাথা নাই কোন ছাগল পাগলে ্‌আমার লেখা কপি করল।

বিশ্বের অরিজিনাল কন্টেন্ট রাইটাররা সবাই এই সমস্যার সম্মুখিন হয়েছেন। এটা থামানো সম্ভব নয়। আজকাল চাইলে ব্লগ বানানো যায়, বিনামূল্যে, এবং একাধিক ব্লগ বানানো যায়। কোটি কোটি ইউজার হয়েছে। যারা কপি করবেন তারা কখনই আসল লেখকের লিঙ্ক দেবেন না। আর অনুমতি নিয়ে লেখা প্রকাশ করা? নাঃ, সেক্ষেত্রে তিনি আসল লেখককেই অনুরোধ করবেন যেন তার ব্লগে গেস্ট পোস্ট করা হয়। সেইসব এডমিন কপি করেন না। আমি অন্য অনেক ব্লগেই লিখি, সবখানে নিজের নামেও লিখিনা, ছদ্মনামে লিখতে হয় কারন প্রচুর অনুরোধ আসে আমার কাছে রোজ। যাই হোক, সেইসব ওয়েব এডমিনরা এসে আমাকে অনুরোধ করেছেন তাদের সাইটে লেখার জন্য। সেইসব মানুষ অন্যরকম। যারা কপি করেন তারা এইরকম না, তারা সোজা কপি/পেস্ট করায় বিশ্বাসী, তারা আসল লেখক কিম্বা লেখার লিঙ্ক দেবেন না, অনুমতিও নেবেন না।

টেকটিউন্সে যারা অরিজিনাল লেখা লেখেন তাদের উদ্দেশ্যে জানাচ্ছি, এইসব নিয়ে মাথা ঘামাবেন না। জ্ঞান হল বন্টন করার জিনিস, তাতেই আনন্দ আমাদের। সেই জ্ঞান নিয়ে কেউ ভাল কাজে লাগাবে, কেউ মন্দ কাজে লাগাবে, এটাই স্বাভাবিক। মন্দের জন্য ভেবে সময় নষ্ট করা কেন? টেকটিউন্সে ভালোদের সংখ্যা অনেক বেশি, তাদের জন্য ভাবুন আর লিখে যান। নামীদামী ওয়েবসাইটে আপনাদের লেখা কপি হলে এডমিনকে রিপোর্ট করুন, নিশ্চয় তারা সেটার বিহিত করবেন। মনে ক্ষোভ রাখবেন না, যারা কপি করেন তাদেরকে করুণা করে ভুলে যান। আমরা মানুষ তাই আমরা ভালোটা নিয়েই ভাববো এবং এগিয়ে যাবো।

    সহমত এবং এত কিছুর মাঝে হাসিবকে তো তার ১৫০ তম টিউনের জন্য অভিনন্দন জানাতে ভুলেই গেছি। অভিন্দন হাসিব এবং চমৎকার একটি দিনে ১৫০তম টিউন পূরন করলেন তাই আবারো অভিনন্দন।

    শাকিল ভাই হাসিব ভাই বোধ হয় নিজেও দেখে নি এটা উনার ১৫০ তম টিউন।

    শাকিল ভাই এটাতো কোন টিউন করি নাই । তাই এর পরেরটা আমার ১৫০ তম টিউন হিসেবে গন্য হবে । ধন্যবাদ………

হাসিব আমার আগে ডাবল সেঞ্চুরি টা করেই ফেলবে!

    টিনটিন ভাই এই টিউনের কাজ আমার মনে হয় শেষ কেননা আমি এই টিউনের মাধ্যমে আপনার এবং এডমিন প্যানেলের দৃষ্টি আকর্ষন করতে চেয়েছিলাম । তাই কষ্ট করে যদি এটি ডিলেট করে দিতেন তাহলে খুব ভাল হত কেননা পেন্ডিং করা টিউন ভাল লাগে না । আর আপনি কেন যেন টিউন করা থেকে একটু ধীরগতির হয়ে গেছেন । ধন্যবাদ টিনটিন ভাই

আচ্ছা আমরা কত মুক্ত মুক্ত করি। ফ্রি দেয়না কেন এজন্যে মোস্তাফা কাগুর উপরে রেগে যাই। কেউ লেখা নকল করলে রাগেন কেন তাহলে? আপনার লেখা গুলা ফ্রি টু ডিস্ট্রিবিউটিং করে দিলেই ল্যাঠা চুকে যায়………..

আসলে আমি এক্ষেত্রে বলতে পারি যে কিছু লেখা চুরি হবেই……ঠেকানো অসম্ভব কিন্তু সেক্ষেত্রে কারা কিভাবে অনুমতি নিবে সেটা টিঊনের নিচে লিখে দেওয়া i think better

Level 0

হা হাসিব ভাই আমি আপনার টিউন কপি করেছি কিন্তু সেটার একটা কারন আছে জানি এখন বললে বিশ্বাস করবেন না,, এরপরেও বলি
আমার ছোট ভাইয়ের বয়স ১৪ বছর সে আমাকে বলেছিল কিভাবে ব্লগে পোষ্টিং এবং সম্পাদনা করতে হয়, তাই আমি ওকে একটু দেখিয়েছিলাম. কিভাবে এটা করা যায়
হাসিব ভাই আমি এ কাজের জন্য সত্যিই লজ্জিত, আশা করি ক্ষমার দৃষ্টিতে দেখবেন

    ধন্যবাদ pc নিজের ভুলটা বুঝতে পারার জন্য । তবে কখনও যদি রাখতে ইচ্ছে হয় তাহলে অবশ্যই মূল লিংকটি দিয়ে দেবে । কারন তাতে কিছুটা হলেও ভীজিটর বাড়বে এবং সবাই বুঝতে পারবে যে কে এর আসল লেখক ।

    Level 0

    হাসিব ভাই PC ভাইয়ের মতামত এর উপর ভিত্তি করে একটি কথা বলি আর তা হল আপনাকে যদি খারাপ মন্তব্য উদ্দেশ্য থাকত তাহলে PC ভাইকে আপনার করা টিউনটি দেখিয়ে দিতাম না।
    আপনাকে আবারও ধন্যবাদ সেই সাথে PC ভাইকেও

    আমি একটা কথা বলি সেটা হল আপনার কমেন্ট করার ভাষাটা কিন্তু অন্যরকম ছিল । আর আপনিও জানেন যে প্রত্যেকের উপস্থাপন , দৃষ্টিভংগি সবসময়ই আলাদা । তাই কারও সাথে কখনই তুলনা না করাটাই উত্তম । নিজে যতটুকু শিখেছি নিজের চেষ্টায় শিখেছি । আজ পর্যন্তু কোন বন্ধু বান্ধবের সাহায্য পাই নি । তাই যতটুকু সম্ভাব আমার আমি ভাল লিখতে চেষ্টা করি । আর একজনের সকল টিউনই যে হিট হবে সেইরকম কথা না কেননা আমি শাকিল ভাইয়ের সব টিউন পড়েছি । আপনিও পড়েন দেখেন অনেক টিউন আছে যেগুলো ২০০ বারও পড়া হয় নি । আশা করি বুঝতে পেরেছেন ব্যপারটা

    Level 0

    হাসিব ভাইজান আপনার আমার এত সুন্দর সুন্দর মন্তব্যগুলো কোথায় গেল। কষ্ট করে একটু জানবেন কি ?
    আপনাকেও ধন্যবাদ আপনার মতামত এর জন্য।
    Next time I will be careful before giving any comment.

    আমি ডিলেট করে দিয়েছি কেননা এতে করে অন্য কেউ আবার পরিবেশ নষ্ট করতে পারে তাই । কেন আমি তো ডিলেট করার ১০ মিনিট আগেই আপনাকে বলেছিলাম যে কমেন্টগুলো ডিলেট করা দেব । কেননা এই রকম কমেন্ট টিউনে রেখে কমেন্টের সংখ্যা বাড়াতে চাই না ।

Level 0

আসলে টিউনটি আমার এই সাইটের কোন উদ্দেশ্য নিয়ে কপি করেনি আপনি তো নিজেই দেখেছেন সাইটি মাএ দুই-তিনটা লেখা। কপি পেষ্ট করার ইচ্ছা নিয়ে নেটে আসলে টেকের সব কপি কইরা ফালাইতাম

    হুম তোমার সাইট দেখেই বুঝা যায় ।তুমি কোন উদ্দেশ্যে করনি।তবে এইরকম টিউন যদি রাখতেই চাও তাহলে মুল লেখার লিংক দিয়ে দিলেই হবে।আর অনুমতি নিলে আরোও ভাল হয়।

    Level 0

    আপনার advice এর জন্য অনেক ধন্যবাদ মামুন ভাই

pc ভাই, টিউন দুইটি আপনি কপি করছেন ভাল কথা। কিন্তু যখন নিজের সাইটে হুবহু পোষ্ট দিবেন বা দেয়ার ইচ্ছা পোষন করবেন, তখন আসল লিংাকটা দিলে ক্সতি নাই তাই না। ভাই আমার কতায় মাইন্ড কইরেন না। কারন এভাবে অন্যের লিখা কপি করে হুবহু নিজের সাইটে দেয়াটা বাল দেখায় না। এতে আপনার অভিজ্ঞতা এবঙ দক্ষতা দুটিরই হানি হবে। আমা করি খেয়ার রাখবেন। ……………………. আর পারলে নিজেই টিউন করেন নিজের সাইটে ……. এমদাদ ভাই আমাকে একটা কথা বলছিলেন যে, নিজে কিছু তৈরী করে প্রকা করার মধ্যে অনেক আনন্দ পাোয়া যায়………………. খেয়াল রাইখেন ভায়া …………………………… !!!!!!!!!!!!!!!!!!!!!

আচ্ছা ভায়েরা আপনারা এমন করেন কেন? চুরি করুক না, করতে দেন। আমাদের কি দুই টাকা লস হচ্ছে। অবশ্যই যে চুরি করছে তার লস হচ্ছে। আপনাদের কথা শুনলে মাঝে মাঝে মনে হয় কেউ আপনাদের ঘরে সিঁদ কাটছে আর আপনার চিল্লাচ্ছেন। অথবা মনে হচ্ছে যেন এটম বোমার ডায়াগ্রাম চুরি হচ্ছে।

আমার হাতো গোনা কয়েকটা টিউন আছে। সঅঅঅঅঅঅঅবগুলা চোরদের উদ্দেশ্যে উতসর্গ করলাম। ভাই চোরেরা যতখুশি আমার টিউনগুলা চুরি করেন এবং ভবিষ্যতে যদি কোন টিউন করি তাহলে সাথে সাথে প্লিজ চুরি করে ফেলবেন। আপনাদের নিজের নাম লাগায়া যত্তো খুশি সাইটে প্রচার করেন। আমার কোন প্রকার বিন্দুমাত্র আপত্তি নাই। তবুও একাধিক সাইটে থাকলে একাধিক ব্যক্তির চোখে পড়বে আর জ্ঞানের বিস্তার তত দ্রুতই ঘটবে।