টেকটিউনসে সবসময়ই ভাল পোস্টগুলো হুবহু কপি এবং পেষ্ট করা হয়ে থাকে । কিন্তু নিজেদের মধ্যে যারা আছেন মানে ভিজিটর এবং টিউনার তাদের উচিত যদিও কোন টিউন তার সাইটের রাখাতে ইচ্ছে হয় তাহলে টিউনরের অনুমতি নেয়া এবং আসল লিংক দিয়ে দেয়া । কিন্তু একজন টিউনরা বা ভিসিটরের সাইটে যা দেখতে পেলাম তাই আপনাদের চোখের সামনে তুলে ধরলাম । যেহেতু তিনি আমার মনে হয় নতুন ওয়েব সাইট খুলতেছেন তাই প্রথম থেকেই এই ব্যপারে সজাগ দৃষ্টি রাখা প্রয়োজন বলে আমি মনে করি ।
আমার করা টিউনের লিংক হচ্ছে এটি https://www.techtunes.io/internet/tune-id/14105/
আর ওই টিউনার বা ভিজিটরের কপি পেষ্ট টিউনের লিংখ এটি http://alaminwkc.blogspot.com/2009/11/blog-post.html
আমার করা টিউনের লিংক হচ্ছে এটি https://www.techtunes.io/internet/tune-id/14150/
আর ওই টিউনার বা ভিজিটরের কপি পেষ্ট টিউনের লিংখ এটি http://alaminwkc.blogspot.com/2009/11/fm.html
যদি এখন থেকেই ব্যবস্থা গ্রহন করা না হয় পরে হয়ত সকল ভাল ভাল টিউনগুলো নিজের বলে চালিয়ে দেয়া হবে । আশা করি এই সকল বিষয়ে কোন বিতর্ক করবেন না । টিউনটি একটি নির্দিষ্ট সময় পরে টেকটিউনস কতৃপক্ষ যেন পেন্ডিং না করে মুছে দেয় ।
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
ব্যাপারগুলো আসলে কেউ বুঝতে পায় না কেন বুঝি না …….. আশা করি টিউনার তার সাইট থেকে কপি করা টিউনগুলো মুছে দিবেন …… অথবা রাখতে চাইলে মূল টাইনারের অনুমতি নিয়ে নিবেন।
ধন্যবাদ!