Webwares – Some best of Web 2.0 Services (Part – 4) [FINAL PART]

Well folks.. this is the last part of my article titled “Webwares – Some best of Web 2.0 Services”. এর মধ্যে আমি PC’র Office আর Multimedia application গুলির webware alternative গুলিকে present করেছি ( ১ম২য় ভাগে ), আর present করেছি Online Payment Service এবং Online Q&A Service গুলিকে (গত ভাগে - ৩য় ভাগে ), I’ll try now to focus on some web centric webware now.

Online Multi-messenger :

PC এর জন্য কিছু Multi-messenger Trilian, Digsby এসব আমরা অনেকেই ব্যবহার করেছি, Now in this “Digital Time” we should know about something new.. এবার আমি আপনাদেরকে কিছু Webware এর সাথে পরিচিত করবো যারা PC এর জন্য কিছু Multi-messenger মতই facility দেয়।

meebo.com

আমার নিজের এদের মধ্যে Meebo সবচেয়ে ভালো লাগে। এর cool user interface, Microsoft Live, Yahoo!, Google, AOL, ICQ, Jabber এদের Chat তো বটেই Facebook আর Myspace এর Chat ও ব্যবহার করার সুবিধা আসলেই ভালো… সবচেয়ে বড় কথা you’ll get all these at once in a single Meebo session যা অন্য অনেক Online Multi-messenger এ নাই অথবা থাকলেও তা খুব ভালো কাজ করে না। বিভিন্ন Online Multi-messenger এর সাথে পরিচিত হবার জন্য আপনারা দেখতে পারেন নিচের এই সব links :

Meebo - http://www.meebo.com

iloveim - http://www.iloveim.com

ebuddy - http://www.ebuddy.com

Online Bookmark Management Service :

আপনি হয়তো আপনার এই Browser এ গাদা গাদা Bookmark করে রেখেছেন… But if your PC “dies completely” how will you recover all those if you haven’t manually save them in Pendrive/CD/DVD? চিন্তায় ফেলে দিলাম তাই না?? Of course কিছু regular “জ্ঞানপাপী” Firefox এর ভক্তরা (ঠিক আমারই মতো যারা) তারা হয়তো Xmarks এর কথা জানেন… যারা জানেন না তারা জানুন… Use it and you’ll know how to raise the dead!!!

Xmarks

আচ্ছা একটা নতুন খবর দেই এই এটা এখন শুধু Firefox, Internet Explorer আর Apple Safari ই না Google Chrome এ ও কাজ করে।Want something more? Even অনেক “জ্ঞানপাপী”রাও হয়তো Yahoo! Bookmarks, Google Bookmarks আর Microsoft Thumbtack এর কথা জানেন না। Yahoo! Bookmarks আমি শুধু Xmarks কেন even Foxmarks এর জন্মেরও আগে use করেছি, Google Bookmarks এর বেশ কিছুদিন হল। Microsoft Thumbtack টা একদমই নতুন।বিভিন্ন Online Bookmark Management Service এর সাথে পরিচিত হবার জন্য আপনারা দেখতে পারেন নিচের এই সব links :

Xmarks - http://www.xmarks.com

Delicious - http://delicious.com

Yahoo! Bookmarks - http://bookmarks.yahoo.com

Google Bookmarks - http://www.google.com/bookmarks

Microsoft Thumbtack - http://thumbtack.livelabs.com

[[[END OF ARTICLE]]]

[<< GO BACK TO PREVIOUS PART]

Level 0

আমি ToufiqKM। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I just completed my Ms in MIS from Daffodil International University. উড়াল দেয়ার ধান্দাসহ ভাল কিছু করার ইছা আছে... a camera shy person.. n have only a limited number of friends coz. I have little or no enemy.. ;) I love technology and I love good tunes.. mostly English songs,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস