আপনার লেখা এবার কথা বলবে। দেখুন না ট্রাই করে!!!

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্‌র অশেষ রহমতে সবাই ভালো আছেন।

আগেও এমন একটি টিউন দিয়ে ছিলাম। খুব ছোট সাইজের একটা সফটওয়্যার। সফটওয়্যারটির নাম "টক ইট"(Talk It)। টকইট সফটওয়্যারটির  সাথে আমার পরিচয় ১৯৯৯ইং সালে। সুতারং কিছুটা ব্যকডেটেড। আজ দিচ্ছি অনলাইন থেকে কিভাবে লেখাকে কথায় পরিনত করা যায় তা নিয়ে। আশা করি শুধুমাত্র মজা করার উদ্দ্যেশ্যে না, মজার পাশাপাশি যারা ইংরেজি লিসেনিং ও স্পোকিংয়ে ভাল করার ইচ্ছা পোশন করে তাদের কাজে লাগবে।

মনে রাখবেন, যারা ইংরেজি লিসেনিং  ভালো পারেন তারা স্পোকিং অবশ্যই ভালো পারবেন। আর যারা ইংরেজি রিডিং ভাল পারেন তারা অবশ্যই রাইটিং ভালো পারবেন।

লেখাকে কথায় কনভার্ট করতে এখানে ক্লিককরুন

এখানে আপনি যে কথাটি শুনতে চান লিখে দিন। নজরুলের একটি গান মনে পড়ে গেলো-

"যে কথার কলি সখি, আজো ফুঁটিলো না।

শরমে মরম পতে, ভুলে আন মোনা।।

যে কথাটি বলিতে সই, গালে পড়ে টোল।

বলো কানে কানে।।"

ব্যাস হয়ে গেলো এবার শুনুন। ইচ্ছে করলে রেকর্ডও করা যাবে।

যারা অফ-লাইনে লেখাকে কথায় রূপ দিতে চান তারা আমার এই টিউনটি দেখতে পারেন। সফট ওয়্যারটর সাইজ মাত্র ৪৫৯ কিলো বাইট। টিউনটি দেখতে এখানে ক্লিক করুন।

কষ্ট করে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।

Level 2

আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

মা ও বাংলা ভাষার কাঙ্গাল


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

একজন সেঞ্চুরিয়ান!!!

Level 0

atate to bangla ney ata amader ki ki opucare aste pare bolen

    @লিপি আপু: বাংলা নেই বাংলিশ আছে। বাংলা ইউনিকোড আজও অবহেলিত। এর একটি কারণ বাংলা ভাষার বানান রীতি। টিউনের ভূমিকাটি দয়া করে আর একবার পড়লেই আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। ধন্যবাদ!!!

Level New

ভাই আপনি সব অভ্র দিয়ে লিখলে ভাল হতো আমি সব পড়তে পারি না তাই বুঝতে ও পারি না 🙁

    @SUMONSOPNO: আমি অভ্র দিয়েই লিখি। আমার মনে হয় আপনার ফন্টে সমস্যা আছে। কিছু ফন্ট যুক্ত করে দেখতে পারেন। ধন্যবাদ!!!

Khub e kajer site asif vaia…tomar ai tune ta dakte gia tomar oflyn er lakha transfer korar soft er tune ta daklam…Tomar oi tune er ১৯৯৯ইং সাল। আব্বু একটা কম্পিউটার গিফট করলেন। নতুন এক জগৎ<<<<<<ai line ta khub e vlolagece…pain er kotha r ki ba bolbo akta pc er jonno kotoi na bolci baba k…bt kisutai kisu hoyni 🙁

    @অন্তহীন ভালোবাসা: বাবার উপর রাগ করবেন না। ওনাকে বোঝান কম্পিউটার অনেক কাজের জিনিস। আর পিসি কিনলে খুব বেশী বাজেটের কিনবেন না। আমি একটি ল্যাপটপ আছাড় দিয়ে ভেঙে ছিলাম তারপর আর একটা এখন আর একটা ল্যাপটপ চালাই। রাগের মাথায় কিছু করা ভালো না। ধন্যবাদ!!!