বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্র অশেষ রহমতে সবাই ভালো আছেন।
আগেও এমন একটি টিউন দিয়ে ছিলাম। খুব ছোট সাইজের একটা সফটওয়্যার। সফটওয়্যারটির নাম "টক ইট"(Talk It)। টকইট সফটওয়্যারটির সাথে আমার পরিচয় ১৯৯৯ইং সালে। সুতারং কিছুটা ব্যকডেটেড। আজ দিচ্ছি অনলাইন থেকে কিভাবে লেখাকে কথায় পরিনত করা যায় তা নিয়ে। আশা করি শুধুমাত্র মজা করার উদ্দ্যেশ্যে না, মজার পাশাপাশি যারা ইংরেজি লিসেনিং ও স্পোকিংয়ে ভাল করার ইচ্ছা পোশন করে তাদের কাজে লাগবে।
মনে রাখবেন, যারা ইংরেজি লিসেনিং ভালো পারেন তারা স্পোকিং অবশ্যই ভালো পারবেন। আর যারা ইংরেজি রিডিং ভাল পারেন তারা অবশ্যই রাইটিং ভালো পারবেন।
এখানে আপনি যে কথাটি শুনতে চান লিখে দিন। নজরুলের একটি গান মনে পড়ে গেলো-
"যে কথার কলি সখি, আজো ফুঁটিলো না।
শরমে মরম পতে, ভুলে আন মোনা।।
যে কথাটি বলিতে সই, গালে পড়ে টোল।
বলো কানে কানে।।"
ব্যাস হয়ে গেলো এবার শুনুন। ইচ্ছে করলে রেকর্ডও করা যাবে।
যারা অফ-লাইনে লেখাকে কথায় রূপ দিতে চান তারা আমার এই টিউনটি দেখতে পারেন। সফট ওয়্যারটর সাইজ মাত্র ৪৫৯ কিলো বাইট। টিউনটি দেখতে এখানে ক্লিক করুন।
কষ্ট করে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।
আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মা ও বাংলা ভাষার কাঙ্গাল
একজন সেঞ্চুরিয়ান!!!