বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্র অশেষ রহমতে সবাই ভালো আছেন।
"আকাশে আজ ছড়িয়ে দিলাম প্রিয়
আমার কথার সুর গো, আমার গানের মালা গো
কুড়িয়ে তুমি নিয়ো।"
(নজরুল গীতি)
ইন্সট্রুমেন্ট যদি না থাকতো তাহল গানের দশা কেমন হতো? আজকাল ছোট্ট বয়স থেকেই হারমোনিয়াম শেখার ধুম পড়েছে। সবই সময়ের প্রয়োজন। কিন্ডার গার্টেনে মিউজিক সাবজেক্ট যোগ হয়েছে। তারপরও আমি বলছি গান ও সুর এক ঐশ্বরীক জিনিস। সবাই তানসেন, এ.আর. রহমান, নজরুল, রবীন্দ্র, লালোন, হাসন কিংবা এলপিস প্রেসলি না। একটু তাল লয় শেখার চেষ্টা করলে দোষ কি।
আমার এই টিউনটি উৎসর্গ করছি অকাল প্রয়াত শীল্পি "হ্যাপি আকন্দ" কে। যার "আজ কেনো মন উদাসী হয়ে................ গানটি মাত্র দুই কর্ডের, যা যে কোনো নতুন ভোকাল ও কিবোর্ড বাদকের জন্য বেশ সহজ।
ওয়েবসাইটে পিয়ানো টি দেখা যাচ্ছে। মাউস ক্লিক করুন।
ব্যস A,S,D,F,G,H,J,K,R,T,Y,U কী গুলো দিয়ে কিবোর্ডে সুরের ঝংকার শুনতে পারবেন।
কষ্ট করে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।
আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মা ও বাংলা ভাষার কাঙ্গাল
ভাই চমৎকার, ডাউনলোড লিঙ্ক দিলে ভাল হত। ধন্যবাদ।