Webwares – Some best of Web 2.0 Services (Part – 1)

আপনারা বিভিন্ন পত্রিকা, TV Station, Website এর জন্য আশাকরি ইতিমধ্যেই Web 2.0 কথাটির সাথে পরিচিত হয়েছেন। Web 2.0 কথাটি দিয়ে আসলে বোঝানো হয় এমন কিছু Web ভিত্তিক Applications (Webwares) যা গুনগত মানের দিক থেকে Desktop applications এর Equivalent/Near equivalent applications. আমি আমার ব্যক্তিগত Special interest, excitement এর কারনে Webwares নিয়ে কিছুটা Internet ঘাটাঘাটি করেছি এবং আমার মনে হয়েছে কিছু Webwares এর কথা আমার Real world আর Virtual world এর Companion দের Share করা উচিত তাইতো আমি আমার এই naïve and simplistic লেখা লিখেছি খুব জটিল একটি Subject এর উপর। I have decided to publish this article in multiple parts. এটা আসলে আমার last লেখার পরপরই লেখার কথা but I’m writing it now coz I was too busy with my applications for some prospective jobs. তো যাই হোক দেখা যাক কি কি Gem of the net, as I tell them, আপনাদের জন্য Available online -

Online Office Suite

প্রথমেই আপনাদেরকে পরিচয় করিয়ে দেই কিছু Online Office Suite এর সাথে, Google Docs & Spreadsheets আর Microsoft Office Live এর সাথে আশাকরি পরিচিত এদের huge media coverage এর জন্য।

zoho

তবে Zoho নামের Online office suite টি আমাদের অনেকের কাছেই অপরিচিত, but আমি as well as thousands of it’s followers মনে করি এটাই Best.  এটি Microsoft Office বা Openoffice এর near outstanding equivalent applications এর সব service দেবার পরেও আরও অনেক excellent web applications (যেমন CRM, Chat, Invoice, Mail, Database ইত্যাদি) service দেয়। বিভিন্ন Online Office Suite এর সাথে পরিচিত হবার জন্য আপনারা দেখতে পারেন নিচের এই সব links :

Zoho Office Suite - http://www.zoho.com

Thinkfree Online Office Suite - http://www.thinkfree.com

Google Docs & Spreadsheets - http://docs.google.com

Microsoft Office Live - http://workspace.office.live.com

Solodox - http://www.solodox.com

Online File Storage Service

ইদানিং Web 2.0 কথাটির পাশাপাশি Cloud Computing কথাটাও বেশ জোরোসোরে শোনা যাচ্ছে, Cloud Computing concept হচ্ছে এমন একটি ধারনা যা বলে যে Webwares ছাড়াও পুরো PC Desktop Environment ই Storage সহ Internet এ থাকবে, Soon to be released Google Chrome OS is indicating that this may be the very nature of future computing. বিভিন্ন Online File Storage Service গুলি তাই এত জনপ্রিয়তা পেয়েছে।Megaupload, Rapidshare এইসব regular Internet user দের খুব পরিচিত, But like many others my top favorites are Mediafire and Dropbox. Mediafire নিয়ে আমি ইতিমধ্যেই একটি  tune করেছি, it is simply the number one free storage service. Mediafire নিয়ে বিস্তারিত জানতে  এটি দেখতে পারেন।

dropbox

Dropbox নিয়ে একটু বলি- যদিও এটা মাত্র 2 GB storage দেয় তাও এর easy user interface এবং fast file synchronization service খুবই ভালো। খুবই ছোট একটি application আপনার Windows বা Mac বা Linux বা iPhone system এ আপনি dropbox.com থেকে আপনার/আপনার বন্ধুর একটি system এ download করে সবসময় file synchronization service চালু রাখতে পারেন যাতে আপনার/আপনার বন্ধুর একটি system এর Dropbox folder’s contents সবসময় আপনার/আপনার বন্ধুর আরেকটি system এর Dropbox folder’s contents একদম bit to bit same থাকে regardless if both are running different systems.

আরো কিছু ভালো Online File Storage Service এর সাথে পরিচিত হবার জন্য আপনারা দেখতে পারেন নিচের এই সব links, এদের মধ্যে Box.net, Mobango আর Umnet আপনার GPRS/EDGE/CDMA Internet enabled mobile এর জন্য বেশ useful আর এদের মধ্যে সবচেয়ে storage space বেশী দেয় Mediafire (Unlimited), JumboFiles (500GB) আর Gigasize (60GB) :

Mediafire - http://www.mediafire.com

Dropbox - https://www.dropbox.com

Box.net - http://www.box.net

Mobango -http://www.mobango.com

Umnet - http://www.umnet.com

Gigasize - http://www.gigasize.com

Jumbofiles - http://www.jumbofiles.com

Megaupload - http://www.megaupload.com

Rapidshare http://www.rapidshare.com

Skydrive - http://skydrive.live.com

এইগুলি ছাড়াও আরো অনেক Online File Storage Service আছে, এদের সংখ্যা এত বেশী যে google এ খুজে বের করতে করতে আপনি ক্লান্ত হয়ে যাবেন, এছাড়াও Universal Share Downloader’s Plug-ins list থেকেও (যা নিয়ে আগে  লিখেছি ) এদের কিছু নাম জানতে পারবেন।

(END OF PART ONE)

[GO TO NEXT PART >>]

Level 0

আমি ToufiqKM। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 11 টি টিউন ও 31 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I just completed my Ms in MIS from Daffodil International University. উড়াল দেয়ার ধান্দাসহ ভাল কিছু করার ইছা আছে... a camera shy person.. n have only a limited number of friends coz. I have little or no enemy.. ;) I love technology and I love good tunes.. mostly English songs,...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস