আমার বাড়ি যশোর, আজ একটা ঘটনা যেটা একটু আগে ঘটে গেল, - অন্য একটা জেলা থেকে ৪ জন লোক এসেছে, তাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা চলছিল। সকাল ৯ টা থেকে শুরু করেছিলাম একটু আগে শেষ হল। বকাবকি করতে করতে ১২ টা বেজে গেছে আর আমারও বারটা বাজিয়ে দিয়ে গেল, ওরা বলে যে "ওরা একটা অ্যাপ্লিকেশান বানাবে যেটা দ্বারা adsense এর ads এ অটো ক্লিক করবে। আমার কাছে এসেছে কিছু সাজেশন নিতে! আমি বললাম, "একটা সময় আমিও করতাম তবে এখন করতে গেলে বিপদ হতে পারে।
ওরা মানতে নারাজ, কারন ওরা একটা ওয়েবমাস্টার ফোরাম এ এই জাতিও একটা পোস্ট পড়েছে এবং অনেকে নাকি রিপ্লাইতে বলেছে যে, এটা করা একটু কঠিন এবং রিস্ক হলেও, গুগল এর চোখ ফাকি দেওয়া সম্ভব। আমি বললাম, "তাহলে আপনারা ফোরাম এর লোক গুলোর সাথে যোগাযোগ করেন ও তাদের কাছ থেকে পরামর্শ নেন। তারা বলল "ওরা নাকি ওই পোস্ট এর author দের সাথে যোগাযোগ করেছে, তারপর ওরা যেভাবে বলছে সেভাবে নাকি করা সম্ভব না। আমি বললাম "তাহলে তো সম্ভবই না" তারা বলল, "একারণই নাকি আমার কাছে এসেছে"
[এবার আপনারাই বলুন যে এক্ষেত্রে ওই লোকগুলোকে কি বলা উচিৎ ছিল?]
যাহোক অনেক দূর থেকে এসেছে, এভাবে বলা উচিৎ হবে না এই ভেবে সংক্ষিপ্ত কিছু টিপস বলা শুরু করলামঃ
এটুকু বলার পর আমি থেমে গেলাম, এবং খেয়াল করলাম যে, ওই ৪ জনের মুখ যেন, abstract artist দের abstract art এর বস্তবিকতার এর মত হয়ে গেছে। তারা এক স্বরে ঘোষণা করল যে, " আমরা adsense এর ads এ অটো ক্লিক করব না, আমাদের অবৈধ ভাবে অর্থ উপার্জন করার দরকার নেয়। আমি বললাম যে, "এখনও শুরু করতে পারলাম না আর আপনারা পালিয়ে যাচ্ছেন!"
আমি Anisur Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 51 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Web Developer at NetBit LTD. i specialize in: SEO, Blogging, Affiliate Program, Hardware and Software, Front-end development, Video Editing. আমার ফেসবুক আই.ডি.: http://facebook.com/bdcmc স্কাইপি আই.ডি.: gsm_noman
😀 😀 😀 ব্যাপক মজা পাইলাম