Google Adsense নিয়ে আলোচনার শেষের দিকেঃ এখনও শুরু করতে পারলাম না আর আপনারা পালিয়ে যাচ্ছেন!

আমার বাড়ি যশোর, আজ একটা ঘটনা যেটা একটু আগে ঘটে গেল, - অন্য একটা জেলা থেকে ৪ জন লোক এসেছে, তাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা চলছিল। সকাল ৯ টা থেকে শুরু করেছিলাম একটু আগে শেষ হল। বকাবকি করতে করতে ১২ টা বেজে গেছে আর আমারও বারটা বাজিয়ে দিয়ে গেল, ওরা বলে যে "ওরা একটা অ্যাপ্লিকেশান বানাবে যেটা দ্বারা adsense এর ads এ অটো ক্লিক করবে। আমার কাছে এসেছে কিছু সাজেশন নিতে! আমি বললাম, "একটা সময় আমিও করতাম তবে এখন করতে গেলে বিপদ হতে পারে।
ওরা মানতে নারাজ, কারন ওরা একটা ওয়েবমাস্টার ফোরাম এ এই জাতিও একটা পোস্ট পড়েছে এবং অনেকে নাকি রিপ্লাইতে বলেছে যে, এটা করা একটু কঠিন এবং রিস্ক হলেও, গুগল এর চোখ ফাকি দেওয়া সম্ভব। আমি বললাম, "তাহলে আপনারা ফোরাম এর লোক গুলোর সাথে যোগাযোগ করেন ও তাদের কাছ থেকে পরামর্শ নেন। তারা বলল "ওরা নাকি ওই পোস্ট এর author দের সাথে যোগাযোগ করেছে, তারপর ওরা যেভাবে বলছে সেভাবে নাকি করা সম্ভব না। আমি বললাম "তাহলে তো সম্ভবই না" তারা বলল, "একারণই নাকি আমার কাছে এসেছে"

[এবার আপনারাই বলুন যে এক্ষেত্রে ওই লোকগুলোকে কি বলা উচিৎ ছিল?]

যাহোক অনেক দূর থেকে এসেছে, এভাবে বলা উচিৎ হবে না এই ভেবে সংক্ষিপ্ত কিছু টিপস বলা শুরু করলামঃ

  • ০১) এমন script/application বানাতে হবে, যেটা সার্ভার এ lunch করার সময় হোস্টেড সার্ভার কে notify না করে।
  • ০২) Proxy IP গুলো অবশ্যই Socks5 authentication এর মাধ্যমে arbitrary IP কে access করতে হবে।
  • ০৩) IP এর সকেটগুলো ওপেন করার কমপক্ষে ৬/১২ ঘন্টা আগে পিং অথবা যেকনো উপায়ে IP গুলো ট্র্যাকিং করাতে হবে।
  • ০৪) যে ISP গুলো ব্যাবহার করতে হবে সেই ISP এর বর্তমানে running IP এর shocket অনুসারে অবশ্যই randomize হবে।
  • ০৫) User Agent , Browser, Browser Version, Browser Major Version, Browser Minor Version, Browser Engine, Browser Engine Version, Motherboard  Version & ID, Processor ID, Running Port, Remote Port, OS, Os Version, Language, Encoder, Charsets, Screen Resolution, OS Total Colors, Screen Resolution, Browser Resolution, Window Size, Type of Java script, Colors Depth, PC/Mac user name, PC User Id, Browser Certificate etc... IP লোকেশন অনুযায়ী সাজাতে হবে।
  • ০৬) একই adsense এর ID তে একই আউটপুট হিট দিনে ২/৫ বার এর মত করতে হবে।
  • ০৭) প্রতি ১০০০ ট্রাফিক আউটপুট ৩০০০ page impression এর উপর নির্ভর করে ৫/৮ টা adsense এর ads এ ক্লিক হবে।
  • ০৮) যে user agent থেকে ads ভিউ হয়েছে ওই user agent এর একটা cookies directory করে ওই directory থেকে ট্রাফিককে হিট করাতে হবে।
  • ০৯) IP country এর time zoner সাথে সামঞ্জস্য রেখে ads view করাতে হবে।

এটুকু বলার পর আমি থেমে গেলাম, এবং খেয়াল করলাম যে, ওই ৪ জনের মুখ যেন, abstract artist দের abstract art এর বস্তবিকতার এর মত হয়ে গেছে। তারা এক স্বরে ঘোষণা করল যে, " আমরা adsense এর ads এ অটো ক্লিক করব না, আমাদের অবৈধ ভাবে অর্থ উপার্জন করার দরকার নেয়। আমি বললাম যে, "এখনও শুরু করতে পারলাম না আর আপনারা পালিয়ে যাচ্ছেন!"

Level 0

আমি Anisur Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 51 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Web Developer at NetBit LTD. i specialize in: SEO, Blogging, Affiliate Program, Hardware and Software, Front-end development, Video Editing. আমার ফেসবুক আই.ডি.: http://facebook.com/bdcmc স্কাইপি আই.ডি.: gsm_noman


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

😀 😀 😀 ব্যাপক মজা পাইলাম

Level New

ভাইয়া এই লিং টা একটু দেখেন পড়ে প্লিজ কমেন্ট করবেন
https://www.techtunes.io/how-to/tune-id/138624

Level New

swordfish ভাইয়া আপনি এ এই লিং টা একটু দেখেন

Level 0

Sotti Hassokor Bapar.

আপনার বাড়ি যশোর শুনে ভালো লাগলো । আমার বাসা ঝিকরগাছা । তবে পড়ে ব্যাপক মজা পাইলাম। যত্তসব ফালতু চিন্তা ভাবনা। কষ্ট না করে কোনদিন বড় হওয়া যাই না ।

PTC এর ধান্ধায় অ্যাডসেন্সেও PTC স্টাইল ফলাইতে চায় :p
গুগল কি জিনিষ তা তো টের পায় নাই। ওদের চিন্তাভাবনা বিবেচনা করে গুগল আজ থেকে 10 বছর আগেই সমাধান রেখে দিয়েছে 😛 … অ্যাকাউন্ট সাসপেন্ড হইতে দেরী দেখতেছি না!!

    @নেট মাস্টার: ঠিক বলেছেন, কিন্তু AdSense শুরু হয়েছিল আজ থেকে ৮ বছর ২ মাস ২৮ দিন আগে।

    Oingo Inc. ১৯৯৮ সালে “WordNet” নামে একটা Search Engine বানিয়েছিল, পরবর্তীতে ২০০১ সালে “Applied Semantics” নামে নামকরন করা হয়। পরে ২০০৩ সালে Google ১০২ মিলিয়ন ডলারে কিনে নেয় এবং নতুন নামকরন করে “Google AdSense “

Level 0

গুগল অ্যাডসেন্স এ huge income ar jono amra (banladeshi) ki bangldeshi sob blog ar adsene

adds a click korta pari . তা হলে bangladesh adsense thaka onak $ asta para.

bangla likta kosto hocha tiar jono sorry

onak din thaka ami bangladeshi adsense vidar blog ar adsense adds a click kori .

Via apnar kacha amar prosno Ata korla ki amader (adsense user) kono Problem hobe

Problem na hola somvabona aro onek (bangldesh)

Techtunes ar Sob pathokder moda jode ata korta para ta hola .,………………….

Forum for adsense user Only bangladesh jon and discuss Problem

https://groups.google.com/forum/#!forum/bangladesh-adsense-group-bag

My fist two blog site in blogger.com

http://androidphoneapp24.blogspot.com/

http://esotheliomalawfirms.blogspot.com/

Only for you……….

Be honest for you country people and society
Help you won Country (bangladesh )

Learn More Secret Tips About Google Adsense… http://e-aiman.blogspot.com