আজ যশোরে গিয়েছিলাম একটা কাজে, সেখান থেকে ফেরার সময় রাজারহাট সংলগ্ন একটা চায়ের দোকানে ঢুকেছিলাম একটা চা খাবার উদ্দেশে। দোকানটাতে ১২-১৩ জন লোক ও একটা সুন্দরী মেয়ে বসে ছিল। তাদের মধ্য কিছু লোক মেয়েটার সাথে কথা বলছিল ও কিছু লোক তাদের কথাপকথন শুনছিল। আমি দোকানে প্রবেশ করেই একটা চা দিতে বললাম, তারপর একটা চেয়ারে বসে পড়লাম, ঠিক সেই মুহূর্তে আমার মোবাইল এ রিং আসল ও ফোনএ কথা বলতে লাগলাম, একটা মধ্য বয়সি লোক আমাকে উদ্দেশ্য করে বলল ভাই একটু আস্তে কথা বললে ভাল হত। তারপর আমি ফোন এ কথা শেষ করে তাদের কথা বোঝার চেষ্টা করলাম। তাদের কথা শুনে আশ্চর্য হয়ে গেলাম, একটা জিনিস মেয়েরা খাই না কিন্তু পুরুষেরা খাই ও সেই জিনিসটার মার্কেটিং করে বেড়াচ্ছে একটা মেয়ে। জিনিসটা কি? নিশ্চয় অনুমান করতে পেরেছেন এবং ঠিক ধরেছেন, সেটা হল "সিগারেট"। আমি মনে করি ওই ১২-১৩ জনের মধ্য ৮-৯ জনই ধূমপান করে থাকে, এবং ওই মেয়েটার মুখে নতুন ব্র্যান্ড এর সিগারেটের প্রসাংশা শুনে অন্তত ৬-৭ জনই এক বার ওই সিগারেট ধূমপান হিসাবে গ্রহন করবে, কিন্তু ওই মেয়েটার জায়গাই একটা ছেলে হলে ওই ১২-১৩ জনের মধ্য কইজন সেটা গ্রহন করত? বলার অপেক্ষা রাখে না কারন আপনারা নিশ্চয় অনুমান করতে পেরেছেন।
হ্যাঁ, এটা একটা মার্কেটিং সিস্টেম। পণ্যের প্রসারের জন্য গ্রাহক এর ভাল লাগা, ভাল না লাগা, গ্রাহক কি বা কাকে চাই, সে কার কথা বিশ্বাস করবে, সে কার দ্বারা নিয়ন্ত্রিত, আপনার পণ্যের প্রকারবেধ বাদে অন্য টাইপ এর, কোন পণ্য পছন্দ বা অপছন্দ করে সেটার উপর ধারনা না রেখেই তাকে আপনার পণ্যটাই গিলতে হবে, সেটা কক্ষনও সম্ভব না। পণ্য প্রসারের জন্য (সেটা যে প্রকারেরই হোক না কেন) যাকে নির্বচন করবেন সেটা যেন তার কাছে গারভেজ না হয় সেটার দিকে সবসময় খেয়াল রাখতে হবে। আপনার পণ্য প্রসারের জন্য ফুতপাতে দাড়িয়ে ১০,০০০ জনকে দাওয়াত দেবার চেয়ে মাত্র ১০০ জনকে দাওয়াত দেয়া অনেক ভাল যদি এই ১০০ জনই টার্গেটেড হয়ে থাকে। সবসময় মনে রাখা উচিৎঃ Your Product will be benefited when you Identify your targeted traffic.
আমি Anisur Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 51 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Web Developer at NetBit LTD. i specialize in: SEO, Blogging, Affiliate Program, Hardware and Software, Front-end development, Video Editing. আমার ফেসবুক আই.ডি.: http://facebook.com/bdcmc স্কাইপি আই.ডি.: gsm_noman
Thanks.Upnar basha kothay?