Targeted বেশ কিছু auto approved comment সাইট এর লিস্ট লাগবে, আপনারও কি লাগবে?

নতুন একটা প্রোডাক্ট এর জন্য----targeted বেশ কিছু auto approved comment সাইট এর লিস্ট লাগবে----
সবকিছু মিলিয়ে আমার কাছে কয়েক বিলিয়ন এর লিস্ট আছে, আমি মোট লিস্ট থেকে single ডোমেইনগুলো আলাদা করে ফেললাম। এখন single ডোমেইন এর সংখ্যা দাড়াল প্রায় ৮৯ মিলিয়ন এর মত। তারপর প্রতিটি single url বেঁচে আছে কিনা সেটাও বের করলাম, বিশুম খাবার মত অবস্থা হল, কারন বেঁচে থাকার লড়াইয়ে প্রায় অর্ধেকরও মত সাইট ইতিমধ্য পটল তুলেছে, সুতরাং বাকি থাকলঃ প্রায় - ৬৩ মিলিয়ন। এবার আর একটা মুশকিলে পড়লাম, কারন এই ৬৩ মিলিয়ন এর মধ্য সবগুলো বট বৃক্ষ আবার জ্যান্ত নেই। এর মধ্য কিছু পরের দখলে চলে গেছে (সাইট অন্য প্ল্যাটফরম এ নিয়ে ট্র্যান্সফার করেছে)
অর্থাৎ আমাকে এখন যেটা করতে হবে সেটা হল, গাছের তলায় মাটি আছে কি পাথর আছে সেটা আলাদা করা। (WordPress, Blogengine, Custom Footprint, Movable) পৃথক করা। এখন মোট লিঙ্ক এর সংখ্যা দাড়াল প্রায়ঃ ৫১ মিলিয়ন। এগুলো করতে করতে বেশ কষ্ট হয়ে গেল, কিন্তু বেশ খুশিই লাগছিল এবং এই সংবাদটা গুরুকে জানাব বলে মনস্থির করলাম তাঁর সাথে দেখা করলাম।

আমিঃ - গুরু, আমার কাছে ৫১ মিলিয়ন auto approved কমেন্ট সাইট এর লিস্ট রয়েছে যেটার মধ্য সবগুলোই single এবং live, এবং কমেন্টিং প্ল্যাটফরম ফিল্টারিং করা।

গুরুঃ - তুই - ত এখনও নাবালক রয়েছিস।

আমিঃ - গুরু! কারনটা কি?

গুরুঃ - সাইটগুলো Google Page Rank অনুসারে সাজিয়ে ফেল।

আমিঃ - ঠিক আছে। কিন্তু এই একটা Step বাকি রয়েছে বলে আমাকে নাবালক বললে?

গুরুঃ - আগে এইটা শেষ কর, তারপর পরের গুলো বলব।

[যাথারীতি আমি P/R অনুসারে লিস্ট একটার পর একটা সাজালাম, এবং আবার গুরুর কাছে ফিরে আসলাম। ]

আমিঃ - গুরু, কাম খতম।

গুরুঃ - খতম না কেবল শুরু।

আমিঃ - আচ্ছা, পরেরটা বলো।

গুরুঃ - alexa রাঙ্ককিং অনুসারে লিস্টটা সাজা।

আমিঃ - ঠিক আছে। 🙁

[আমি লিস্টটা alexa popularity এর উপর ভিত্তি করে url অনুসারে একটার পর আর একটা পর্যায়ক্রমে সাজালাম।]

আমিঃ - গুরু হয়ে গেছে।

গুরুঃ - এবার সাইটগুলোতে কমেন্টিং স্পাম ধরার জন্য, কোন দারোয়ান আছে কিনা দ্যাখ।

[আমি গুরুর কথামত, ওই সাইটগুলোতে স্পাম প্রোটেকশন এর script (যেমনঃ WordPress এর ক্ষেত্রে akismet......) আছে কিনা, এবং থাকলে সেটা বাদ দিলাম। তারপর গুরুর কাছে যেয়ে...]

আমিঃ - এখন আমার কাছে ১৩ মিলিয়ন এর মত লিস্ট আছে।

গুরুঃ সাইট এর ক্যাটাগরির উপর ফিল্টারিং করে অপ্রয়োজনীয় লিঙ্ক রিমুভ কর।

আমিঃ ওটা করে এসেছি। 🙂

গুরুঃ এবার ওই সাইট গুলোর স্পীড টেস্ট কর।

[তারপর আমি সর্বশেষ লিস্ট এর প্রতিটি লিঙ্ক যে সার্ভার এ হোস্ট করা সেটার উপর এবং কনটেন্ট এর weight এর উপর ভিত্তি করে লিস্টটা পুনরায় পরিমার্জন করলাম।]

[গুরু আমাকে বিমর্ষ অবস্থায় দেখে হাসতে হাসতে বললঃ ]

গুরুঃ - আবার আমি তোর ওই একটা প্রোডাক্ট এর সাথে আমার নিজের আরও কিছু প্রোডাক্ট যোগ করতে চায়।

আমিঃ - ঠিক আছে, তাই হবে।

গুরুঃ - তোর ওই একটা প্রোডাক্ট এ কতটা সাইট আছে?

আমিঃ - ১৩০টা।

গুরুঃ - আমার ৮ টা প্রোডাক্ট এ ১৮০০ এর মত আছে। তাহলে তোর ১৩০টা আর আমার ১৮০০ মোট ১৯৩০ টা সাইট এর লিঙ্ক ওই ১৩ মিলিয়ন সাইট এ দিতে কত ঘন্টা লাগবে?

[আমি হিসাব নিকাশ করে বললাম...]

আমিঃ মোট ৬ জন লাগবে, এবং ৩ টা শিফট এ ২ জন করে মোট ৬ মাস যদিও ১ দিনের মধ্য সম্ভব কিন্তু ছোট গুরু (Google) সেটা মেনে নেবে না।

গুরু ধমক দিয়ে বলে উঠল...

গুরুঃ বড্ড পেকে যাচ্ছিস, আমার সামনে অত এক্সটেকশন দিতে হবে না। কবে থেকে শুরু করবি?

আমিঃ তোমার মর্জি...

Level 0

আমি Anisur Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 51 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Web Developer at NetBit LTD. i specialize in: SEO, Blogging, Affiliate Program, Hardware and Software, Front-end development, Video Editing. আমার ফেসবুক আই.ডি.: http://facebook.com/bdcmc স্কাইপি আই.ডি.: gsm_noman


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level New

গল্পটা ভালই হয়েছে…. কিন্ত টিউনটা আমার বোধগম্য হয়নি ভাই…

লিস্টগুলো দিলে মনে হয় ভালো হতো।

valoe laglo prio te rakhlam…

Over smart tune……………