ছবি ধরে রাখে আমাদের হাজার স্মৃতি। এই ছবি গুলোই কেবল পারে কালের গর্ভে হারিয়ে যাওয়া সেই সব সুখের স্মৃতি গুলোকে মনে করিয়ে দিতে। এই সব ছবি আমরা সংরক্ষণের জন্য বিভিন্ন সাইটে আপলোড করে থাকি। হার্ডডিস্কের জায়গা বাঁচাতে বা ছবিকে বেশি সুরক্ষার জন্য অনেক সাইটে ইমেজ আপলোড করা যায়। কিন্তু আমরা অনেকেই ইমেজ হোস্টিং-এর ভাল ওয়েব সাইটের ঠিকানা জানি না। আপনারা ইন্টারনেটে অনেক ইমেজ হোস্টিং সাইট পাবেন। আমি আজকে এই রকম সেরা ১৯টি ওয়েব সাইটের সাথে পরিচয় করিয়ে দেব।
বেশির ভাগ এইসব ইমেজ হোস্টিং সাইট ফ্রি এবং পেইড উভয় সার্ভিসই প্রদান করে থাকে। কিন্তু আমি আজকে আপনাদের সামনে সবই ফ্রি ইমেজ হোস্টিং সাইটের সাথে পরিচয় করিয়ে দিব যেখানে আপনারা ইমেজ আপলোড এবং শেয়ার করতে পারবেন। এই সাইট গুলৌ ব্যবহার করার জন্য আপনার একটি একাউন্ট থাকতে হবে। Bayimg, Fotki, ImageShack and TinyPic এই সাইট গুলোতে আপনি ছবি আপলোড এবং শেয়ার করতে পারবেন কোন প্রকার রেজিস্ট্রেশন বা একাউন্ট ছাড়াই। কিন্তু রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনি বেশি ফিচার ব্যবহার করতে পারবেন। এখানে একটি সাইটের সাথে অন্য সাইটের বিভিন্ন পার্থক্য আছে। যেমন- Photobucket এ ৫০০ এমবি, Flickr এ প্রতি মাসে ১০০ এমবি পর্যন্ত ইমেজ স্টোর করা যাবে ইত্যাদি। আবার কোন কোন সাইট আনলিমিটেড ফটো আপলোড এবং শেয়ারের অফারও দিয়ে থাকে। এর মধ্যে কিছু কিছু সাইটে আপনি ভিডিও আপলোডও করতে পারেন। চলুন আর কথা না বাড়িয়ে দেখি আসি সাইট গুলো।
Bayimg একটি আনছেনছরড্ ইমেজ হোস্টিং ওয়েবসাইট। এখঅনে আপনি সম্পূর্ণ ফ্রিতে আপনার ছবি, ইমেজ আপলোড এবং শেয়ার করতে পারবেন আপনার বন্ধু এবং অন্যদের সাথে। এখানে ১৪০টি বিভিন্ন ইমেজ ফরমেটের সাথে ১০০ এমবি পর্যন্ত ইমেজ স্টোর করতে পারবেন। এখানে খুব সহজেই ইমেজ আপলোড করা যায়।
dotPhoto একটি ফটো শেয়ারিং সাইট তবে তাদের মতে এখানে তাদের মেম্বাররা ইমেজ প্রিন্ট, গিফট তৈরি, শেয়ার, ফটো ওয়েব সাইট তৈরি, ছবি ক্রয়-বিক্রয়, ছবি হোস্ট, ভিডিও সংরক্ষণ সহ আরোও অনেক কিছু করতে পারবেন। এই সাইটে আপনি ফ্রি এবং পেইড উভয় মেম্বারশিপই পেতে পারেন। ফ্রি মেম্বার হলে আপনি ফটো গিফট, কাস্টম, পার্সোনাল ফটো ওয়েব সাইট, ফটো শেয়ারিং ইত্যাদি সুযোগ-সুবিধা পাবেন। প্রিন্ট শুধু মাত্র পেইড মেম্বারদের জন্য।
Flickr একটি জনপ্রিয় ইমেজ এবং ভিডিও হোস্টিং ওয়েব সাইট। এখানে অন লাইনে খুব দারুন ভাবে ফটো ব্যবস্থাপনা এবং শেয়ারিং অ্যাপ্লিকেশন রয়েছে। পার্সোনাল ফটোগ্রাফ শেয়ারের জন্য এটি খুবই জনপ্রিয়। আপনি আপনার ডেস্কটপ, ইমেইলের মাধ্যমেও ইমেজ আপলোড করতে পারবেন। এখানে আপনি ইমেজ এডিটও করতে পারবেন যেমন- ফটো ক্রপ করা করা, বিভিন্ন ফন্ট এবং ইফেক্ট দেওয়া ইত্যাদি। আপনি বিভিন্ন গ্রুপ তৈরি করতে পারেন প্রাইভেসির জন্য যে কারা কারা কোন ছবি দেখতে পারবে। এখানে বেসিক একাউন্ট ফ্রি।
Fotki একটি ডিজিটাল ফটো শেয়ারিং এবং মিডিয়া সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েব সাইট। এখানেও আপনি ফ্রি এবং প্রিমিয়াম মেম্বারশিপ উভয়ই পেতে পারেন। ফ্রি একাউন্টে আপনি ৫০ এমবি পর্যন্ত জায়গা পাবেন। এখানে jpg, gif, png, jpeg, bmp, tif, psd, pcx এই সব ফরমেটে ইমেজ পাবেন। লগ ইন করার পর একটি গঠনে ইমেজ সাজাতে পারবেন। বিভিন্ন গ্রুপে অ্যালবাম বিভিন্ন ফোল্ডার, সাব ফোল্ডারে সাজাতে পারবেন।
Fotolog একটি ফটো শেয়ারিং সাইট। এখানে ডাচ্, ইংলিশ, ফ্রেঞ্চ, ইতালিয়ান, সুইডিশ, জার্মান সহ প্রায় ১০টি ভাষা রয়েছে। আপনি আপনার ছবি অন লাইনে শেয়ার করতে পারবেন। এখানেও আপনি ফ্রি এবং সাবক্রিপশন উভয় একাউন্টই পাবেন। ফ্রি একাউন্টের মাধ্যমে আপনি প্রতিদিন একটি করে ছবে আপলোড করতে পারবেন এভং সর্বোচ্চ ২০টি মন্তব্য করা যাবে। আপনি আপনার পেজ কাস্টমাইজ করতে পারবেন। অপর দিকে পেইড মেম্বারশিপে আপনি প্রতিদিন ছয়টি ইমেজ আপলোড করতে পারবেন এভং প্রতিটি ছবিতে ২০০টি মন্তব্য করা যাবে। এছাড়াও আরোও অনেক সুবিধা তো আছেই।
ImageShack একটি জনপ্রিয় ইমেজ হোস্টিং ওয়েব সাইট। একটি একাউন্ট তৈরি করে আপনি ফ্রিতে ফটো, ভিডিও, ফ্ল্যাশ আপলোড করতে পারবেন। যে ইমেজ আপলোড করবেন তা অবশ্যই ১.৫ এমবি এর নিচে হতে হবে, তা না হলে আপনার ইমেজ ইন্টারনেট অপটিমাইজে ব্যবহৃত হবে। ফ্ল্যাশ ফাইলও ১.৫ এমবির নিচে এবং ভিডিও ৫০ এমবির নিচে হতে হবে। এই সাইটে আপনি আপনার ইমেজ বিভিন্ন সাইজে রিসাইজ করতে পারবেন। এখানে ইমেজের মাধ্যমে আপনি স্লাইড শোও করতে পারবেন।
Jalbum.net একটি ফটো শেয়ারিং সাইট যেখানে আপনি Jalbum সফট ডাউনলোড করতে পারবেন। এছাড়াও ইমেজ অ্যালবাম তৈরি করতে পারবেন ড্রপ এবং ড্রাগের মাধ্যমে। আপনার অ্যালবাম বিভিন্ন সাইটেও পাবলিস করতে পারবেন। ফ্রি ইউজাররা ৩০ এমবি পর্যন্ত স্পেস পাবেন তাদের ফটো স্টোর করার জন্য। আপনি আরো স্পেসের জন্য প্রিমিয়াম সার্ভিস ব্যবহার করতে পারেন। আপনি আপনার ফটো অ্যালবাম আপনার বন্ধু, জালবাম কমিউনিটি, অথবা অন্যান্য জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং সাইট যেমন- ফেসবুক, মাইস্পেস ইত্যাদিতেও শেয়ার করতে পারবেন।
MyPhotoAlbum একটি ফটো শেয়ারিং এবং ফটো অ্যালবাম সাইট। এখানে স্ট্যান্ডার্ড মেম্বারশিপের জন্য কোন চার্জ কাটা হয় না। এখানে বিভিন্ন ডিসকাউন্টের ব্যবস্থা রয়েছে। স্ট্যান্ডার্ড মেম্বারশিপের মাধ্যমে ৫০০টি ইমেজ এবং ১০ ভিডিও আপলোড করতে পারবেন। এখানে ইমেজ এবং ভিডিও জন্য jpg, .jpeg, .jpe, .gif, .png, .wmv, .mov, .avi, .mpg, .mpeg, .mp4 এবং.flv এই ফরমেট গুলো রয়েছে।
Panoramio গুগলের একটি ফটো শেয়ারিং ওয়েব সাইট। এখানে আপনি ফ্রি প্রায় ২জিবি পর্যন্ত ফটো স্টোর করতে পারবেন। এখানে আপনি আপনার বন্ধুদের সাথে ফটো শেয়ার করতে পারবেন।
Photobucket অন্যতম জনপ্রিয় ফটো এবং ভিডিও হোস্টিং সাইট। এখানে আপনি ফটো শেয়ারিং, আপলোড, লিঙ্ক এবং ফটো, ভিডিও, গ্রাফিক্স খুঁজতে পারবেন। ফ্রি একাউন্টের মাধ্যমে আপনি প্রায় ৫০০ এমবি জায়গা পাবেন ফটো এবং ভিডিও স্টোরের জন্য। আপনি আপনার ইমেজ এবং ভিডিও ব্লগে এখান থেকে টিউন করতে পারবেন।
Photoshop.com একটি অনলাইন ফটো এডিট এবং ফটো শেয়ারিং সাইট যার ওনার এডোব সিস্টেম। এখঅনে আপনি ফটো এডট, স্টোরিং করতে পারবেন সাথে সাথে টিউটোরিয়ালও ব্যবহার করতে পারবেন। ফ্রি মেম্বারশিপের মাধ্যমে ২জিবি পর্যন্ত স্টোরেজ স্পেস পাবেন।
PhotoWorks একটি অনলাইন পার্সোনাল পাবলিসিং সাইট এবং ফটোগ্রাফি কমিউনিটি যেখানে ইউজাররা ফটো শেয়ার, স্টোর করে ফটোবুক, গ্রিটিং কার্ড, ক্যালেন্ডার, টি-শার্ট, প্যাজেল, প্যাড ইত্যাদি আরোও অনেক কিছু তৈরি করতে পারবেন এবং এখানে আন লিমিটেড ফটো স্টোরেজ করতে পারবেন। আপনি বিভিন্ন ফরমেটে ফটো আপলোড করতে পারবেন।
Picasa Web Albums একটি জনপ্রিয় অনলাইন ফটো হোস্টিং সাইট। আপনি আপনার ছবি আপনার বন্ধু এবং পরিবারের জন্য ফ্রি আপলোড এবং শেয়ার করতে পারবেন। এখানে আপনি ১জিবি ফ্রি স্পেস পাবেন এর মধ্যে প্রায় ১০০০ ইমেজ আপলোড করতে পারবেন। এখানে আপনি ইমেজ খুব সহজেই এডিট করতে পারবেন। ইমেজ ক্রপ, কলোজেস, স্লাইড শো ইত্যাদি সহ আরোও অনেক কিছু করতে পারবেন।
PictureTrail একটি সোশ্যাল ফটো নেটওয়ার্কিং সাইট যার মাধ্যমে আপনি ফটো শেয়ার, ফটো স্লাইড শো এবং ইমেজ হোস্টিং করতে পারবেন। রেজিস্ট্রেশনের পর লগইন করলেই আপনি ইমেজ আপলোড করতে পারবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন। এখানে আপনি ইমেজ বিভিন্ন ভাবে কাস্টমাইজ করতে পারবেন।
Shutterfly একটি জনপ্রিয় ইন্টারনেট বেইসড পার্সোনাল পাবলিসিং সার্ভিস যার মাধ্যমে ইউজার ফটো আপলোড, এডিট, শেয়ার, সংরক্ষণ, ইত্যাদি করতে পারবেন। এখানে আপনি ফ্রি একাউন্ট খুলতে পারবেন। এই সাইটে আন লিমিটেড ছবি স্টোর করতে পারবেন।
Snapfish এইচপির একটি ফটো প্রিন্টিং সার্ভিস। এখানে আপনি ফ্রি মেম্বারশিপের মাধ্যমে আন লিমিটেড ফটো স্টোর করতে পারবেন। এখানে ফটো আপলোড করার পর ফটো অ্যালবাম তৈরি করতে পারবেন। একজন মেম্বার হিসেবে আপনি ইউআরএল, ইমেইল ইত্যাদির মাধ্যমে বিবিন্ন সার্ভিস যেমন- ফেসবুক, ব্লগ, মাইস্পেস, ইত্যাদি ফটো শেয়ারিং করতে পারবেন।
TinyPic খুবই জনপ্রিয় ফটো এবং ভিডিও শেয়ারিং সার্ভিস। এখানে আপনার ইমেজ আপলোড, লিঙ্ক, শেয়ার করতে পারবেন এবং ভিডিও মাইস্পেস, অরকুট, ব্লগ সহ অন্যান্য জায়গায শেয়ার করতে পারবেন। এখানে আপনি চাইলে রেজিস্ট্রেশন ছাড়াও ইমেজ আপলোড করতে পারবেন। এখঅনে ইমেজের জন্য বিবিন্ন ফরমেট রয়েছে, যেমন- jpg, png, gif এবং tiff ইত্যাদি।
Webshots ও একটি জনপ্রিয় ফটো শেয়ারিং সাইট। এখানে ফ্রি এবং প্রিমিয়াম উভয় মেম্বারশিপই পেতে পারেন। প্রিমিয়াম মেম্বাররা বার্ষিক মূল্য পরিশোধ করে এবং সাথে সাথে তারা কোন প্রকার অ্যাড ছাড়াই সাইট ভিজিট করতে পারবে। এর সাথে তো আরো সুবিধা থাকছেই। একজন ফ্রি মেম্বার ১০০০টি ইমেজ আপলোড করতে পারবে। এছাড়াও হোম পেজ কাস্টমাইজ করতে পারবেন।
Zooomr এটি ডিজিটাল ফটো শেয়ারিং ওয়েব সাইট। এখানে ফটো আপলোড বা স্টোরেজের জন্য কোন লিমিটেশন নেই। অন্যান্য ইউজাররা কে কি শেষ দিন, সপ্তাহ, মাসে ইমেজ আপলোড করেছে তাও দেখতে পারবেন সার্চের মাধ্যমে।
তো এখনই শুরু করে দিন অন লাইনে ফটো আপলোডিং আর শেয়ারিং। আমার মনে হয় টিউনটি সবারই কম-বেশি কাজে আসবে। আর কেই যদি এই রকম আরো কিছু সার্ভিসের নাম জানেন তাহলে আমাদের সাথে শেয়ার করুন।
আমি ইয়াসিন আরাফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 134 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এই তো শুরু পথ চলা.. চলছি আমি একলা.. অনেক কিছু আমার মাঝে.. সুযোগ পেলেই করে খেলা..
ভাই imageshack এর মত কোন সাইট থাকলে বলেন। খুব দরকার।