সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি । আশা করি সকলে ভালো আছেন । আমার আজকের টিউনের বিষয় হল ক্রয়-বিক্রয় । আজ আমি আপনাদের এমন একটি সাইটের সাথে পরিচয় করিয়ে দেব যেখানে আপনি নতুন-পুরাতন যেকোন পন্য ক্রয়-বিক্রয় করতে পারবেন । এখানে আপনি মোবাইল, কম্পিউটার, কম্পিউটার এর বিভিন্ন পার্স, ক্যামেরা, CD, বই , পোষা পাখি, খরগোস ইত্যাদি যেকোন কিছু ক্রয়-বিক্রয় করতে পারবেন । প্রত্যেক পন্যের সাথে বিক্রতা পন্যটির দাম লিখবে, তাই পন্য পচ্ছন্দ করতে ক্রেতাদের সুবিধা হবে । এছাড়া পন্যের দাম আপনার বেশি মনে হলে অথবা সেই পন্য অপনি কম দামে বিক্রয় করতে পারলে কমেন্ট এ জানাতে পারবেন । আপনার যে পন্যটি পচ্ছন্দ হবে সেটি ক্রয় করতে চাইলে নিচে বিক্রতার সাথে যোগাযোগের অপশন আছে, সেখানে যোগাযোগ করবেন । এতহ্মণ ক্রয় করার কথা বললাম । এবার বলতেছি কিভাবে পন্য বিক্রয় করবেন । বুঝতেই পারছেন এজন্য প্রথমে আপনাকে রেজিস্টার করতে হবে (free) । এরপর MarketPlace এ সিলেক্ট করুন তারপর Add New Listing সিলেক্ট করুন । এবার আপনি কি বিক্রয় করবেন তার উপর ভিত্তি করে ক্যাটাগরি সিলেক্ট করুন । এরপর পন্যের নাম ও পরে পন্য সমন্ধে কিছু লিখুন । ধরুন আপনি Grameen Phone এর Modem বিক্রয় করবেন তাহলে মডেটি কেমন আছে , কতমাস ব্যবহার করেছেন বা নতুন আছে কিনা তা লিখতে পারেন । এছাড়া আপনার মোবাইল নাম্বারও লিখতে পারেন । এতে ক্রেতা আপনার সাথে সরাসরি কথা বলতে পারবে । এরপর Price এ এসে BD.tk সিলেক্ট করুন এবং পন্যটি কত টাকায় বিক্রয় করবেন তা লিখুন । এরপর Location এ বাংলাদেশ সিলেক্ট করুন । এবার submit এ সিলেক্ট করুন । এরপর আপনার একটি পিকচার আপলোড করতে বলবে, পিকচার আপলোড করতে না চাইলে Home এ ক্লিক করে বেরিয়ে আসুন । আপনার কাজ হয়ে গেছে । দুঃখিত সাইটির লিংক দিতে ভুলে গিয়েছি । সাইটটি দেখতে এখানে ভিজিট করুন । [বিঃদ্রঃ কিছু-কিছু মোবাইল ব্যবহারকারী রেজিস্টার না করে পন্য দেখতে পাবে না] কোন কিছু ভুল লিখলে হ্মমা করবেন । টিউনটি কেমন লাগল জানাতে ভুলবেন না ।
আমি Pain-Killer। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 24 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ক্রয়-বিক্রয় করার জন্য আর ও একটি ভাল সাইট http://www.shopingmol.com