বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্র অশেষ রহমতে সবাই ভালো আছেন।
পিটিসি (PTC=Paid to click) নামটার সাথে আমরা পরিচিত হচ্ছি দিন দিন। পিটিসি এর মূল কাজ হল নির্দিষ্ট একটি আর্থিক কন্টাকটের মাধ্যমে কোনো ওয়েব সাইটের ভিজিটর বাড়িয়ে দেয়া এবং বিজ্ঞাপনে ক্লিক করা। কিছু লোকজন নিয়মিত ভাবে লিংকে ক্লিক করবে। এটা বিশ্বে কতখানী জায়েজ সে প্রসংগ আমি এড়িয়ে যেতে চাচ্ছি। বর্তমানে আমাদের দেশে এধরনের সেবা দিয়ে থাকে শতাধিক প্রতিষ্ঠান। তাদের কর্মকান্ড আমাদের অজানা নয়। নিয়মিত লেখালেখি হচ্ছে এ নিয়ে।
আমরা আসলে হুজুগী একটা জাত। যেদিকে জনগণ বেশী সেদিকে ঝাপিয়ে পড়ি। চিন্তাভাবনা করি না। আর যখন চিন্তা করার সময় হয় তখন দেখা যায় অনেক ক্ষতি হয়ে গেছে।
ঘরে বসে সহজে ইনকামের একটি বিশ্বাসযোগ্য মাধ্যম হল আউটসোর্সিং যা বিশ্বব্যাপী স্বীকৃত। বাংলাদেশ আউটসোসিং এর বিপুল সম্ভাবনার দেশ তা এখন আর স্বপ্নের মধ্যে সীমাবদ্ধ নেই। একদম বাস্তব কথা। আমার গর্বে বুক ভরে ওঠে যখন দেখেছি আউটসোসিং নগরী হিসেবে ঢাকা এখন বিশ্বের তৃতীয়।
জনপ্রিয় আউটসোসিং মার্কেটপ্লেস ওডেস্কে সমষ্টি গত ভাবে বাংলাদেশের ফ্রিল্যান্সারগণ দ্বিতীয় অবস্থানে। আবার ওডেস্কে ব্যাক্তিগত রাকিং এ ব্যাক্তিগতভাবে প্রথম ২০ জনের মধ্যে বাংলাদেশের ফ্রিল্যাঞ্চারদের অবস্থান।
এই ভালো খবরের আনন্দও অনেকক্ষেত্রে ম্লান হয়ে গেছে বাংলাদেশের বিশাল এক জনগোষ্টির প্রতারিত হওয়ায়। এক হাতে তালি বাজেনা যেমন সত্য তেমনি সত্য এই লাইনে কম ধারনা থাকায় এই প্রতারনা ঘটে থাকতে পারে। তারপরও আমি আশাবাদি আমরা আগে খারাপটা পেয়েছি এখন ভালো বুঝতে পারবো। এটা সবার বোঝা উচিৎ লক্ষ কোটি লিংক ক্লিক করা আর যাই হোক ফ্রিল্যাঞ্চারিং না। তাই বলছি আমাদের পিটিসি সাইটগুলো সম্বন্ধে ব্যাপক সচেতন হতে হবে। যা হোক আমি এ ব্যাপারে আর বেশী বলতে চাচ্ছি না। কিছুদিন আগে এমএলএম এর অংক নামে একটি লেখায় আমি কিছু ইঙ্গিত ব্যবহার করেছিলাম। সেই প্রকৃত বুদ্ধিমান যে ইশারায় বোঝে। অনুপ জোলেটার একটা লাইভ কনসার্টে একটা গজলে তিনি বলে ছিলেন।
=? জল সে পাতলা কোন হে?
উত্তর :পানি
=? কোন চিঙ্গারীসে (আগুন) জাদা তেজ হে?
উত্তর : ক্রোধ
=? কোন ভুমি সে ভারি?
উত্তর: পাপ
=? কোন কাজলসে কালী?
উত্তর: কলঙ্ক
আউটসোর্সিং এ ভাল করতে যে ওয়েবসাইট গুলো সহায়ক হতে পারে:
http://www.freelancefolder.com
http://www.freelancermagazine.com
http://www.odesk.com/community
http://www.allfreelance.com/freelancing_blog
কয়েকটি ভুয়া/সন্দেহজনক সাইটের তালিকা:
http://www.intadfoundation.com
এখন আমাদের এমন একজন হ্যামিলনের বঁশীওয়ালা দরকার যিনি তার বাঁশির সুরে এই প্রতারকদের বেড় করে আমাদের সামনে তুলে নিয়ে আসবে। আর সে বাঁশিওয়ালা হতে পারি আমরা টেকটিউনস কমিউনিটির সবাই। হ্যামিলনে যদি একজনের বাঁশির সুরে এত ইঁদুর বিলুপ্ত হতে পারলে। টেকটিউনস কমিউনিটির এতো এতো বাঁশি দিয়ে আমরা কি পরবো না বলেন, ঐ কলঙ্কের তিলক মুছু দিতে?
কষ্টকরে আমার এই টিউনটি দেখার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।
আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মা ও বাংলা ভাষার কাঙ্গাল
ভাই তো দেখি তুফানি গতিতে Tune শুরু করলেন!!!! 😉
সাবাশ!!!
Go Ahead!!!
😛 😛 😛