সবাইকে আমার সালাম ও আন্তিরক শুভেচ্ছা রইল। অনেকে আছে windows এ সমস্যা আছে তার পরও নতুন করে windows setup দিতে চায় না Firefox এর Backup নষ্ট হবার ভয়ে। আজ আমি দেখাব সবচেয়ে সহজ পদ্ধতিতে Firefox এর Backup রাখা।
১. প্রথমে Firefox এর Help এ যান
২. এরপর Troubleshooting Information open করুন
৩. Show folder ওপেন করুন এবং minimize করুন
৪. Firefox close করুন এবং Show folder এর ভিতর সব ফাইল গুল কপি করূন এটাই আপনার Backup
এবার কিভাবে Backup রিকভারি করব তা দেখুন
১. প্রথমে Firefox এর Help এ যান
২. এরপর Troubleshooting Information open করুন
৩. Show folder ওপেন করুন এবং কপি করা file গুলো এথানে Past করুন
এবার দেখন আপনার Firefox এ আগের মতই সব কিছু আছে।
আমার আগের টিউন
😀 দেশি চাকরি ও বাংলা/ইংরেজী পত্র-পত্রিকা, সবকারী ছুটির তালিকা এবং আন্যান্য
সাইটিটেত একবার ঘুরে আসুন banglanews1.com (ভাল লাগলে Likeদিয়েন)
সাইটটির মান উণ্নয়ের জন্য আমি অভিজ্ঞদের মতামাত কামনা করছি। আপনাদের অনুপ্রেরনা আমার কাজের আগ্রহ বাড়বে।
টিউনে কোন ভুল হয়ে থাকলে ক্ষমা করবেন।
আমি Shafiul Alam। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 83 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
good and nice tune. i find it . thank you 4 share !