বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামুআলাইকুম । সবাইকে আমার আন্তরিক প্রীতি, সম্মান, শুভেচ্ছা ও ভালবাসা জ্ঞাপন করছি। আশাকরি আল্লাহ্র অশেষ রহমতে সবাই ভালো আছেন।
আমি মনে প্রানে বিশ্বাস করি ভাল কোনো চেষ্টাই বৃথা যায় না। এমনকি পৃথিবীর কোনো ত্যাগই বৃথা যায় না। অনেকে টিউন করার সময় ভাবে আমি যা নিয়ে টিউন করবো তা হয়তো টেকটিউনস কমিউনিটির প্রায় সবাই জানে। নতুবা উক্ত বিষয়ে টিউন আগে হয়ে গেছে। আসলে এরকম ধ্যান ধারনা আমার মতে ভুল। টিউন হয়ে গেলে যাক। আমি তো আমার সৃষ্টিশিলতাকে কাজে লাগিয়ে সবাইকে দিতে চাচ্ছি। কারও টিউন তো ইচ্ছে করে কপি পেস্ট করছি না। আর এ বিষয়ে টিউন হয়ে থাকলে থাক। বাংলা ভাষায় “কবি” নামের তিনটি বই আছে লিখেছেন হুমায়ূন আহমেদ, হুমায়ূন আজাদ ও তারাশংকর বন্ধপাধ্যায়। তাতে কি কেউ ছোটো হয়ে গেছেন? তবে একই রকম টিউন হলে আমার টা মুছে দেবো।
শুনুন!!! পৃথিবীতে অনেক ভালো কাজের জন্ম হয়েছে ভুল থেকে। বিজ্ঞানী আলেকজান্ডার গ্রাহামবেল কানে শোনার যন্ত্র আবিস্কার করতে গিয়ে টেলিফোন আবিস্কার করে ফেলেছেন। ভাল মন নিয়ে কোনো উদ্দ্যোগ নিলে ঐ কাজটি না হলেও এর চেয়ে ভাল কোনো কিছু হতে পারে। নিজের উপর আত্মবিশ্বাস রাখুন। দেখবেন আপনার দ্বারা অনেক কিছু সম্ভব।
আজ যে টিউন করবো ই-মেইল একাউন্ট নিয়ে।
আমরা বেশীরভাগ ই-মেইল একাউন্টে দেখি @gmail.com, @hotmail.com, @yahoo.com, @ymail.com, @live.com
আমার মত অনেকেই আছে একটু ভিন্ন কিছু করতে ভালবাসে। আজ যে মেইল একাউন্টের সাথে পরিচয় করিয়ে দেবো তাতে @ এর আপনার পছন্দমত অনেক সুন্দর কিছু দিতে পারবেন।
তাহলে শুরু করুন। এই খানে ক্লিক করে সাইটটিতে যান।
এই ফরমটিতে আপনার নাম, জন্মতারিখ, পাসওয়ার্ড সহ অন্যান্য ঠিকভাবে পূরণ করুন।
Desired Email Address এর ঘরে আপনার নাম লিখুন।
@ এর পরে আপনার পছন্দসই নাম দিয়ে দিন।
Check Availability তে ক্লিক করে আপনার যাচাই করে নিন। আপনার ই-মেইল প্রোপোজটি খালি আছে কিনা ।
খালি থাকলে এরকম দেখাবে।
কোডটি ঠিকমত লিখে I accept. Create my account. এ ক্লিক করুন।
ব্যাস হয়ে গেল। এবার Go to mail.com Now এ ক্লিক করুন। আপনাদের শিখাতে গিয়ে আমার [email protected] নামে একটা ই-মেইল এড্রেস হয়ে গেল!!! যা হোক এ মেইলে আপনারা মেইল পাঠাতে পারেন।
লোডিং দেখাচ্ছে।
সফলতার সাথে জন্ম হল একটি নতুন ই-মেইল একাউন্টের।
আমি আপনাদের ভালবাসায় সিক্ত ও পরিতৃপ্ত। আপনাদের ব্যাপক সাড়া আমার নিত্যদিনের প্রেরণা।
আমি মোঃ আসিফ- উদ-দৌলাহ্। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 115 টি টিউন ও 1147 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
মা ও বাংলা ভাষার কাঙ্গাল
অন্যরকম আর অনেক মজার…. ধন্যবাদ আসিফ ভাইয়া 🙂