জেনে নিন গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর (কম্পিউটার)

সালাম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন।
আজ আমি কিছু প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব ।
এগুলো কম্পিউটার বিষয়ক প্রশ্ন ।
চলুন তবে শুরু করা যাকঃ

প্রথম মাইক্রো কম্পিউটার কে ডিজাইন করেন ? উঃ H. Edward Roberts
অপারেটিং সিষ্টেম কি ? উঃ কম্পিউটার পরিচালনা পদ্ধতি।
সিষ্টেম সফট্ওয়্যার কি ? উঃ কম্পিউটার পরিচালনার জন্য ব্যবহৃত মূখ্য সফট্ওয়্যার ।
Database Management কি ? উঃ তথ্যের যথাযথ সমাবেশ ঘটানো ।
প্রথম ইন্টারনেট ব্রাউজারের নাম কি ? উঃ মোজাইক ।
Adobe Photoshop কোন ধরণের সফট্ওয়্যার ? উঃ গ্রাফিক্স ডিজাইন ।
BIOS কি ? উঃ Basic Input output System.
BUET কত সালে কম্পিউটার বিভাগ চালু করে ? উঃ ১৯২৪ সলে ।
Honywell 200 কি ? উঃ ২য় প্রজম্মের কম্পিউটার ।
মাইক্রো প্রসেসর ভিত্তিক কম্পিউটার কি ? উঃ Altair-880
সবচেয়ে Standerd Input Device কি ? উঃ কী -বোর্ড ।
DIMM র‌্যাম এর পিন সংখ্যা কতটি ? উঃ ১৬৪ টি ।
হিউম্যানওয়্যার কি ? উঃ কম্পিউটার ব্যাবহারকারী ।
VLSI প্রজন্মের কম্পি উটার এর প্রধান বৈশিষ্ঠ কি ? উঃ কৃত্তিম বুদ্ধিমত্তা (রোবট)
IC কোন প্রজন্মের আবিষ্কার ? উঃ তুতীয় প্রজন্মের ।
IBM কি ? উঃ International Business Metchin.
অ্যানালিটিক্যাল ইঞ্জিন কি ? উঃ একটি যান্ত্রিক কম্পিউটার ।
সর্বপ্রথম সফট্ওয়্যার প্রোগ্রামার কে ? উঃ এডা অগাষ্টা বাইরন ।
ডিফরেন্স ইঞ্জিনের নকশা কত সালে কে করেন ? উঃ ১৮২২ সালে চার্লস ব্যাভেজ ।
Windows 95 কত সালে বাজারে আসে ? উঃ ১৯৯৫ সালে ।
চার্লস ব্যাভেজ এর জন্ম কত সালে ? উঃ ১৭৯১ সালে ।
কম্পিউটারের প্রজন্মকে কয় ভাগে ভাগ করা হয়েছে ? উঃ ৫ ভাগে ।
লগারিদমের উদ্ভাবক কে ? উঃ জন নেপিয়ার ।
বাংলাদেশের প্রথম কম্পিউটার কোনটি ? উঃ IBM-1620
IBM কত সালে প্রতিষ্ঠিত হয় ? উঃ ১৯২৪ সালে ।
Word Parfect কোন ধরণেরে সফট্ওয়্যার ? উঃ ওয়ার্ড প্রসেসিং সফট্ওয়্যার ।
UNIX কোন ধরণের সফট্ওয়্যার ? উঃ কম্পিউটার অপারেটিং সিষ্টেম ।
VDU কোন কি কাজে ব্যবহার করা হয় ? উঃ ডিসপ্লে দেখার জন্য ।
Internet কি ? উঃ বিশ্ব স্যাটেলাইট নেটওয়াকিং ।
PDA এর ব্যবহার কি ? উঃ Parsonal Digital Assistant ( উইন্ডোজ ভিত্তিক মোবাইল )
ইন্টারনেট বা ইন্ট্রানেট নেটওয়ার্কের জন্ম কত সালেঃ ১৯৮৯
ইন্টারনেট বা ইন্ট্রানেট নেটওয়ার্কের আবিস্কারক কেঃ Tim Berners-Lee

SAFE COMPUTER
আশা করি প্রশ্নগুলোর মাধ্যমে অনেক অজানা তথ্য জানতে পারবেন ।
অনেকেই হয়ত জানেন ।

Level 0

আমি জিহাদুর রহমান নয়ন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 72 টি টিউন ও 313 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

http://www.noyon786.blogspot.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

প্রশ্নগুলোর মাধ্যমে অনেক কিছু জানা যায় ।

ধন্যবাদ । আগে কিছু জানতাম , এখন আরো কিছু জানলাম । এরকম টিউন আরো চাই ।

@জ্ঞান-অন্বেষী: Amar tune er porei dekhun Jiesal Vai ekta tune koreche. Se thekeo onek kichu jante parben.

ধন্যবাদ

Valo likhcen vai………….tnks…

Level 2

thanks

ধন্যবাদ

অনেক অনেক ধন্যবাদ।