অনলাইনেই ইংরেজী শেখা আর আমাদের ইংরেজী জ্ঞানকে আরো নিখুত এবং ধারালো করার দারুন এক সুযোগ তৈরী করে দিল বিবিসি। তাদের নতুন সাইট বিবিসি জানালা দিচ্ছে চমৎকার এই সুযোগ। "আনন্দ নিয়ে সহজে ইংরেজি শিখুন" শ্লোগানের এই সাইটে কি কি পাওয়া যাবে আসুন এক নজের দেখে নেইঃ
আমার কিন্তু সাইটটি চমৎকার লেগেছে তাই সবার শাথে শেয়ার করলাম আপনারাও দেখুন সাইটটি কেমন।
আমরা অনেকেই co.cc বা tk সহ আরো বিভিন্ন ফ্রি ডোমেইন কিংবা সাব-ডোমেইন ব্যাবহার করে থাকি। কিন্তু নতুন একটা খুশির খবর যে আমাদের দেশেই আসছে ফ্রি সাব-ডোমেইন দেয়ার সাইট। সাইটটি প্রথমে চার ধরনের ফ্রি সাব-ডোমেইন দেবে এবং তাদের মূল ডোমেইন নামটি থাকবে spot এবং এর পরে এক্সটেনশন যুক্ত হবে। তাই কেউ এদের ফ্রি ডোমেইন নিলে তা হবে yourdomain.spot.name বা yourdomain.spot.me এরকম। সাইটটির মালিকের থেকে আপাতত এটুকুই জানা গেল।
ও আরো একটা খবর আছে দেশে এখন একমিনিটে এডসেন্স চেক ক্যাশ করা যাচ্ছে আর চেক জমা দিয়ে মাসের পর মাস বসে থাকতে হবে না। তবে এটি কোন দেশী ব্যাংক নয় একটি বিদেশী ব্যাংকের এজেন্ট এর মাধ্যমে এটা করা যাচ্ছে আর মজার ব্যাপার হল তারা কোন সার্ভিস ফিও নিচ্ছে না।
আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
“দেশে এখন একমিনিটে এডসেন্স চেক ক্যাশ করা যাচ্ছে”———- কিভাবে? বিস্তারিত জানালে খুব উপকৃত হব