ফায়ারফক্সে ফেসবুকে বাংলা দেখার চির সমাধান !

কষ্ট করে আর বাংলায় ফেসবুকের পোস্ট পড়তে হবে নাহ। আপনারা সবাই ফেসবুকে বাংলায় পোস্ট পড়তে গিয়ে অনেকেই নানা ঝামেলার শিকার হন।
আমরা এখন ডিজিটাল জাতি, কম বেশি সবাই অভ্র ইউজ করি । আর মাঝে মাঝেই শখের বসে বাংলায় কবিতা, লিরিক্স ফেসবুকের স্টেটাসে আপলোড দেই । কিন্তু যারা উইন্ডোজ এক্সপি ইউজ করেন তারা এই বাংলা লেখা দেখতে পারেন নাহ। আবার আপনাদের অনেকের কম্পিউটারেই বাংলা লেখা [][][][][][]  এরকম দেখায়। এখন আসলে কিভাবে এই ঝামেলা থেকে মুক্তি পাবেন ?  উত্তর আমি "George Aldrin Ghosh" আপনাদের দিব।  আজকে যারা উইন্ডোজ এক্সপি/ উইন্ডোজ সেভেন -এ ফায়ার ফক্স ব্যবহার করেন শুধু মাত্র তাদের সমাধান দিব। অন্যদের জন্য অন্য আরেক দিন। ২ দিন আগে আমাকে এক টেকটিউনার ভাই কল করে এই সমস্যার সমাধানের জন্য মহা জ্বালাতন করেছেন । আবার এছাড়াও আমার আর এক ফেসবুক বন্ধু এই একই সমস্যার শিকার হয়েছেন @ Syed Ahnaf Mahmood. তাহলে আসুন জানি কিভাবে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় ঃ

  • ১>> মজিলা ফায়ারফক্স যদি আপনার পিসিতে ইন্সটল করা না থাকে তাহলে একটু কষ্ট করে ইন্সটল করে নিন, ফায়ার ফক্স এর বেটা ১২/ ১৩ বের হয়েছে । কিন্তু সেই গুলো ইন্সটল করলে উইন্ডজ সেভেনে ফন্ট গত জটিলতা দেখা দেয় । যেমন মনে করেন একটা বাংলা লেখা "আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি" এইটা যদি বেটা ১৩ ইন্সটল করেন তাহলে এরকম ভাবে দেখাবে " আমার স ো নার বাংলা আ ম ি  ত ো মায় ভাল ো বা স ি "  তাই আমি আপনাদের কে মজিলা ফায়ার ফক্স ৪.০.১১ বেটা ভার্সন ডাউলোড করে ইন্সটল করতে বলবো । নতুবা আপনাদের কম্পিউটারে ভাঙ্গা ভাঙ্গা বাংলা ফন্ট দেখাবে এবং আপনারা কেউই এর অর্থ বুঝতে পারবেন নাহ ।
  • ২>> ফায়ারফক্স এর কোন ভার্সন ডাউনলোড করবেন তার জটিলতা তো গেলো। এবার ডেক্সটপের মজিলা ফায়ারফক্স আইকনে ক্লিক করুন । মজিলা ফায়ার ফক্স ওপেন হবে এবং আপনার ডিফল্ট হোমপেজে নিয়ে যাবে।
  • ৩>> এবার কি করবেন ?  দেখুন, আপনার ফায়ারফক্সের বামদিকের ঠিক উপরের কোনায় Firefox লেখা আছে সেটা কমলা রঙের। ওখানে একটা ড্রপ ডাউন এ্যারো আছে । এ্যারোতে ক্লিক করুন।
  • ৪>> এবার Options  এ ক্লিক করুন ।
  • ৫>> এবার সেখান থেকে Content এ ক্লিক করুন।
  • ৬>> এবার Font & Color এর ভেতরে Default Font এর পাশে দেখুন Advanced.. আছে সেখানে ক্লিক করুন।
  • ৭>> Fonts For: Bengali সিলেক্ট করুন।
  • ৮>> ছবির মত ফন্টের মান সিলেক্ট করুন ।
  • ৯>> আপনাদের কে অবশ্যই ভালো মানের বাংলা লেখা দেখতে ছবির দেয়া নামের ফন্ট পিসিতে ইন্সটল করতে হবে । নতুবা বাংলা ফন্ট আবার ভেঙ্গে যাবে ।
  • ১০>> যদি বুঝতে পারেন আমারে একটা ধন্যবাদ দেন । প্রতিদিন অনেক মাথা খাটায়া পোস্ট দেই । নকল করলে তো কামই হইতো !

Level 0

আমি জর্জ অলড্রিন ঘোষ (তুষার)। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 52 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক কাজের, Thank you

thanks