অবশেষে দ্রুতগতির তারবিহীন ইন্টারনেট সুবিধা ওয়াইম্যাক্সের কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালু করেছে বাংলালায়ন কমিউনিকেশন্স লিমিটেড

banglalionঅবশেষে দ্রুতগতির তারবিহীন ইন্টারনেট সুবিধা ওয়াইম্যাক্সের কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালু করেছে বাংলালায়ন কমিউনিকেশন্স লিমিটেড। 

বৃহস্পতিবার দ্বিতীয় অপারেটর হিসেবে বেসরকারি কোম্পানিটি এ কার্যক্রম চালু করে। 

এর আগে গত ২১ অক্টোবর 'অজের ওয়ারলেস ব্রডব্যান্ড বাংলাদেশ লিমিটেড' রাজধানীতে 'কিউবি' নামে প্রথমবারের মতো এই বহুল প্রতীক্ষিত সেবা চালু করে। 

বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক টেলিকনফারেন্সের মাধ্যমে গুলশানের একটি বাড়িতে এ কার্যক্রমের উদ্ভোধন করেন বাংলালায়নের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর আব্দুল মান্নান। 

অনুষ্ঠানে বাংলালায়ন কর্তৃপক্ষ জানায়, কিছুদিনের মধ্যে রাজধানীর গ্রাহকদের অপেক্ষাকৃত কম খরচে এ সেবা দিতে পারবেন। 

বাংলালায়ন তারবিহীন ইন্টারনেট সেবা চালুর জন্যে ২০০৮ সালের ২৪ আগস্ট টেলি যোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে লাইসেন্স নেয়। নিলামে সর্বোচ্চ ২১৫ কোটি টাকা দর দেয় তারা। 

শর্ত অনুযায়ী লাইসেন্স নেওয়ার ছয় মাসের মধ্যে বাজারে আসার কথা থাকলেও বহু জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রতিষ্ঠানটি ১৪ মাস পরে কার্যক্রম শুরু করলো। 

তাদের প্রদত্ত কার্যক্রম গুলো হলো:

1. Home user = 600 tk per month (128 kbps)

2. SME (5-10 users)

3. Corporate (10 users)

4. Day user

5. Night package (11pm - 8am)

Registration এর জন্য http://banglalion.com.bd/reg.php লিংক এ Click করুন।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন:

 BanglaLion Communications Ltd 
              Silver Tower,16th floor
52 Gulshan Avenue Circle-1, Dhaka-1212 
Phone: +880-2-8817576, 8816656, 8816639
   E-mail: [email protected] 
     Web:http://www.banglalion.com.bd
টিউনটি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম থেকে নেওয়া।

Level 0

আমি শামীম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Malware warning when i visit this web in Google Chrome browser. What u say?

Internet Explorer 8 এবং Opera কোন সমস্যা করে না।কিন্তু Firefox 3.5, ।Chrome এবং Safari site টি কে Malware হিসেবে রিপোর্ট করে।
Site টি suspicious । এ Site visit করলে আপনার computer এর সমস্যা হতে পারে।
Part of this site was listed for suspicious activity 3 time(s) over the past 90 days.
আপনারা ইচ্ছা করলে Warning টি Ignore করতে পারেন।

Level 0

হ্যা তাদের সাইট দেখেই বোঝা যাচ্ছে তাদের সেবা কেমন হবে।

মাফ করে দেয়া যায় না আমাদের।

লাইসেন্স নেয়ার ৬ মাসের মধ্যে আসার কথা এখনো আসেনি সারভিস কেমন হবে আল্লাহ জানে

Level 0

এদের দাম শুনেই আমি ১০০ হাত দূরে রয়েছি…

Level 0

Home user = 600 tk per month (128 kbps) আনলিমিটেড হলে চিন্তা করা যায়

    আমি আপনার সাথে এক মত

Level New

বড় লোকদের সব বড় লোকি কারবার এই আর কি…………………………

Level 0

আরে ভাই Banglalion এর মালিক আব্দুল মান্নান এর তো মাথা খারাপ।
আজাইরা কামে ২১৫কোটি টাকা বিড করসে।
ওনার কারনেই এত টাকা উঠসে।
২১৫ কোটি দিতেই তো ওনার মাথা খারাপ।
বিনিয়োগ করবে কি?
এতোদিনে হয়তো কিছু কিছু করতেসে।

বাবল আপ চিনেন না সবাই?
এটাও আব্দুল মান্নান এর কোম্পানি।
সুপার ফ্লপ!!
আরো আসে…
যাই হোক এই পাগলের কোম্পানি নিয়ে হতাশ বা আশাবাদি
হওয়ার কিছু নাই।
দেখা যাক কি হয়।