খুব কম খরচে কথা বলুন পৃথিবীর বিভিন্ন দেশে।পর্ব-(১)

আসসালামু আলাইকুম

টেকটিউনের সকল সদস্যকে

আমার প্রানঢালা শুভেচ্ছা।

আশারাখি সকল টিউনার বন্ধুরা ভাল আছেন।

আমি আমার টিউনার বন্ধুদের সাথে যে বিষয়টি শেয়ার করতে চাই

সেটা হল কিভাবে কম খরচে পৃথিবীর বিভিন্ন দেশে কথা বলা যায়

‌এই বিষয়টা নিয়ে আমরা অনেকেই ভেবে থাকি।

কিন্ত কার্যকর তেমন কোন সাইট পাইনা আদতে যেটা আমাদের খুব কম রেটে কথা বলার সুযোগ দেয়।আমি প্রায় চার বছর এই সাইট এর মাধ্যমে আমার দেশের বাহিরের বন্ধুদের সাথে যোগাগোগ করে আসছি।এই সাইট টা আসলেই খুবই কম খরচে বিদেশে কথা বলার সুযোগ দেয়।সাইট টার নাম হল NYMGO

এই সাইটের মোবাইল এবং পিসি এই দুই ভার্সনের ই সফটওয়্যার আছে।

তাই আপনি এটাকে সহজ এবং স্বাচ্ছন্দ্য মনে ব্যাবহার করতে পারেন।

এই সাইটের কল রেট সম্ণদ্ধে জানতে হলে

এই লিংক এ যান এবং এখন ই দেখে আসুন

http://www.nymgo.com/prices/rates.php

আর যে কোন রকমের সাহায্যের জন্য আমার সাথে যোগযোগ করুন

[email protected]

Level 0

আমি পথ হারা পথিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 27 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ok


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এই টার মাধ্যমে ইন্ডিয়াতে কথা বলা যাবে ১ টাকার ও কম মুল্যে

Boss protom tune a sagotom.Thanks for share.Kintu eta to bolen kevabe nymgo er account recharge korbo.

Level New

vai, acc ki recharge kore diben.

Level 0

Bhai NYMGO ar Mobile card kothay pabo……………………

Level 2

কত টাকা লাগবে তা বলেন নাই

Level 0

vai, account kivabe recharge kora jabe bolenni. bistarito janale khusi hobo.

যার যার লাগবে আওয়াজ দিয়েন আমি ব্যাবস্থা করে দিব

    টিউনার ভাই জান এতক্ষন পরে লাইনে আসছে। আসলে টিউনটি হল ওনার ব্যবসায়ের বিজ্ঞাপন। ব্যবসা করবেন ভাল কথা। ব্যবসা কোন খারাপ জিনিস না। দয়াকরে বিস্তারিত তথ্য দিয়ে টিউন করবেন। যেমনঃ 5/10/15/20/50 ডলারের ক্রেডিট কিনতে কত টাকা লাগবে। টাকা কিভাবে পরিশোধ করতে হবে। আপনার কাছথেকে ক্রেডিট কিনার পর একাউন্ট বন্ধ হবে কিনা বা বন্ধ হলে আপনাকে খুজে পাওয়া যাবে কী না। (কারন আমি একজনের কাছ থেকে ৫০ ডলার ক্রেডিট কিনেছিলাম। ৭ ডলার ব্যবহার করার পর একাউন্ট বন্ধ হয়েছে। আজও উনার থেকে কোন টাকা ফেরত পাইনি। আমিও ভূলে আছি। ইনশাল্লাহ্‌ দেখা হবে একদিন তার সাথে।) যদিও কেউই স্বীকার করবেনা যে টাকা মার যাবার সম্ভবনা আছে। যাই হোক আশাকরি বিস্তারিত তথ্য দিয়ে টিউনটি আপডেট করবেন। ধন্যবাদ আপনাকে।

Level 0

ভাই মাসুদুর রহমান ভাইয়ের মত আমিও টিউনটির আপডেড চাচ্ছি, ধন্যবাদ.

Level 0

আমি callingamerica.com (currently Grobber) ব্যবহার করেছি অনেকদিন, USA তে বিনামূল্যে কল করা যায়। ভয়েস কোয়ালটিও ভাল।

    @BlogBD: ধন্যবাদ ভাইয়া…এই মাত্র Grobber দিয়েেআমেরিকায় কল করলাম। দারুন বস!! শুভ কামনা রইলো।

আসসালামু আলাইকুম
টেকটিউনের সকল সদস্যকে
আমার প্রানঢালা শুভেচ্ছা।
আশারাখি সকল টিউনার বন্ধুরা ভাল আছেন।
আমি আমার টিউনার বন্ধুদের সাথে যে বিষয়টি শেয়ার করতে চাই
সেটা হল কিভাবে কম খরচে পৃথিবীর বিভিন্ন দেশে কথা বলা যায়
‌এই বিষয়টা নিয়ে আমরা অনেকেই ভেবে থাকি।
কিন্ত কার্যকর তেমন কোন সাইট পাইনা আদতে যেটা আমাদের খুব কম রেটে কথা বলার সুযোগ দেয়।আমি প্রায় চার বছর এই সাইট এর মাধ্যমে আমার দেশের বাহিরের বন্ধুদের সাথে যোগাগোগ করে আসছি।এই সাইট টা আসলেই খুবই কম খরচে বিদেশে কথা বলার সুযোগ দেয়।সাইট টার নাম হল NYMGO
এই সাইটের মোবাইল এবং পিসি এই দুই ভার্সনের ই সফটওয়্যার আছে।
তাই আপনি এটাকে সহজ এবং স্বাচ্ছন্দ্য মনে ব্যাবহার করতে পারেন।
এই সাইটের কল রেট সম্ণদ্ধে জানতে হলে

এই লিংক এ যান এবং এখন ই দেখে আসুন
খুব কম খরচে কথা বলুন পৃথিবীর বিভিন্ন দেশে।

সকল টিউনার ভাই কে ধন্যবাদ জানাচ্ছি তাদের মূল্যবান পরামর্শ শেয়ার করার জন্য
আসলে এ খানে এক টিউনার ভাইয়া আমাকে বলেছেন যে আমি ব্যাবসার উদ্দেশ্যে এই টিউন টি করেছি
তার ধারনাটা একেবারে ভুল নয়
আমি আসলে টিউন টা করেছিলাম
এই আমার মত আর কত কাঙ্গাল আছে যারা নিজের পকেটের টাকা খরচ করে বিদেশে কথা বলতে আগ্রহী তাদের নিকট জনের সাথে।
কারন আমাদের দেশের বাইরে যারা থাকেন তারা সাধারনত ৩-৫ টাকার মধ্যে বাংলাদেশে কথা বলতে পারেন নেটের মাধ্যমে
তার পরও যদি তাদের থেকে কিছু কমে তার সাথে যোগাযোগ করে তার কিছু টাকা বাচানো যায় এই ভাবনায় আমারা এমন একটাসাইট খুজছি ।হয়তবা সবাই আমার মত এমন ভাবছেনা।
তবু ভালটা ভাবা ভাল।আমি যেমন টা ভাবি
যা হোক আমি যখন টিউন টা করি তখন এ ভাবিনি।
এবার আসল কথা টা বলি

আমি তো এটা ব্যাবহার করছি অনেক দিন যাবত
প্রথম যখন ব্যাবহার করছি তখন ইন্ডিয়াতে কল করলে ভ্যাট সহ বিডিটি .৭৯ টাকা রেট ছিল।তখন ডলার ছিল ৭২ টাকা আর এখন কত সম্ভবত ৮২-৮৪ টাকা।

তো ভায়েরা এই Nymgo তে আপনার ক্রেডিট কার্ডের মাধ্যমে ডলার পার্সেস করতে পারেন অথবা আমার কাছ থেকে নিতে পারেন।
কিন্ত আমার কাছে এত ডলার নাই যে আপনাদের কাছে বিক্রি করব
আর আমার নিজের ও ক্রেডিট কার্ড নাই যে আপনাদের সেখান থেকে রিচার্জ করে দেব।
আর এক ভাই বলছিলেন তিনি নাকি কার কাছ থেকে ৫০ ডলার ক্রেডিট কিনেছিলেন ।কিন্তু কিসের ডলার সেটা বলেন নি ……….
আর এখানে আমি তো আপনাকে নিজে আইডি করে দিবনা
আমি আইডি করবেন
ডলার যদি দরকার হয় শুধু আমাকে আপনার আইডি টি জানাবেন
তাহলে আপনার আইডিতে আমি ডলার সেন্ড করব
আমি তো আপনার কাছে আপনার আইডি সহ পাসওয়ার্ডচাইবনা
যে পরে আমি আপনার আইডিতে অনুপ্রবেশ করে আপনার সব ডলার আমার একাউন্টে ব্যাক করে নেব।
যতপক্ষন আপনি আপনার পাসওয়ার্ড টা সুরক্ষিত রাখবেন আশাকরি কেউ আপনার কোন আইডি নষ্ট করতে বা ক্ষতি করতে পারবেনা
এট যে শুধু Nymgo আইডির কথা বলছি তা নয়
সকল-ইয়াহু,স্কাইপি,জিমেইল ইত্যাদির
আর ভাইয়ারা যারা ক্রেডিট নিয়ে ভাবছেন তারা আমার সাথে
যোগাযোগ করুন
তবে ভাইয়া আপাতত সামান্য ডলার ক্রেডিট করে যাচাই করে পরে
না প্রয়োজন অনুযায়ী আপনাদের বিশ্বস্থ কারো কাছ থেকে ক্রেডিট কার্ড দিয়ে বেশি বেশি ডলার ক্রেডিট করবেন।

আর ভাইয়ারা আমার উত্তরের জন্য দয়া করে রাত্র ১০ টা পযর্ন্ত অপেক্ষা করবেন সর্বোচ্চ
কারন আমি ব্যাবসা শেষ করে বাসায় আমি রাত্র ৮ টার পর

vai nymgo er akta somossa ase taholo majhe majhe balance 00 hoye jay
amar 2ta idte hoyese, tarpor theke ami r bebohar kori na.tai jara noton bebohar korben akto bojhe sone kinben.

@পথ হারা পথিক: vai,bestareto bolar jonno onik thanks.Please amar mail address a upnar phone number ta send koren: [email protected]

obayet ullah
ভাইয়া আপনার কোথাও ভুল হচ্ছে।
কারন আমি এই Nymgo টির সাভির্স ৪ বছর প্রায় নিয়মিত নিচ্ছি।কিন্তু আপনার মত এমন অদ্ভুদ সসস্যা দেখিনি
সাথে কারো কাছ থেকে জানতে পাইনি।

ভাল হইছে.

Level 0

bro,pls aapnar num ta aamake email koren([email protected]

পথ হারা পথিক ভাই আপনি কোথায়?
আপনাকে তো আর দেখা যায়না।