সম্মানিত পাঠক ও তথ্যপ্রযুক্তিপ্রেমীদেরকে প্রথমেই আমার শুভেচ্ছা । কেমন আছেন সবাই ? আশা করি ভাল । আমি অনেক দিন থেকে টেকটিউনস এর সাথে জরিত । আমি এর আগে কখনো টেকটিউনস এ টিউন করি নাই । শুধু টিউন পরি । আমি আজ গ্রামীনফোন এর ফ্রিতে ইন্টারনেট চলানোর একটি পদ্ধতি খুজে পেলাম । সেটা সকলের সাথে শেয়ার না করে পারলাম না । এই টিউনটা আগে করা হলে আমি দুঃখিত । তবে এই পদ্ধতিতে ইন্টারনেট চালাতে গেলে ঝামেলা করতে হবে । এই পদ্ধতি টা শুধু মাত্র গ্রামীনফোন এর পোস্টপেইড সিম এ কাজ করবে । ফ্রি ইন্টারনেট চালানোর জন্য আপনাকে একটি 295 টাকা Due হওয়া গ্রামীনফোন পোস্টপেইড সিম লাগবে । আপনারা হয়ত সবাই জানেন যে গ্রামীনফোন এর পোস্টপেইড সিম এ ইন্টারনেট প্যাকেজ P2 & P3 এর বিল রাত ১২.০০ – ২.০০ এর মধ্যে কেটে নেয় । মাঝে মাঝে সিস্টেম এর সমস্য হলে দেরিতে বিল কাটে । আপনাকে ফ্রি ইন্টারনেট চালাতে যা করতে হবে তা হচ্ছে সকাল ৭.০০/৮.০০ এর দিকে ১২১ এ কল দিয়ে অথবা অন্য পদ্ধতিতে ইন্টারনেট প্যাকেজ P2 অ্যাকটিভ করতে হবে । ইন্টারনেট অ্যাকটিভ হওয়ার পর ইচ্ছে মত ব্রাউস ও ডাউনলোড করুন । এরপর আপনার কাজ হল রাত ১০.০০ – ১১.০০ এর মধ্যে, যেই সিম দিয়ে ইন্টারনেট অ্যাকটিভ করেছেন সেটা দিয়ে কল করে বা অন্য ভাবে ক্রেডিট লিমিট অতিক্রম করে ফেলুন । মানে বিল ৩০০ টাকা এর উপর এ নিয়ে আসুন । মনে রাখবেন আপনার যদি ২৯৯.৯৫ টাকাও Due থাকে তাহলে কিন্ত ইন্টারনেট প্যাকেজ P2 এর বিল ৩৩ টাকা এর মত কাটবে । অতএব আপনাকে ৩০১ বা এর উপর বিল নিয়ে যেতে হবে । তাহলে আপনার সিম এর আউটগোয়িং বন্ধ হয়ে যাবে । এতে আর বিল কাটবে না । এর পরের দিন সকালে ২০ টাকা এর ক্রাচ কার্ড বা ৫০ টাকা এর উপরে ফ্লেক্সিলোড করুন এবং একই পদ্ধতি অনুসরন করুন । এই পদ্ধতি শুধু মাত্র যাদের ৩০০ টাকা ক্রেডিট লিমিট তাদের জন্য । যাদের ৫০০ টাকা ক্রেডিট লিমিট তারা ৪৯৫ টাকা Due রেখে এই পদ্ধতি অবল্বন করবেন । ২০ টাকা এর ক্রাচ কার্ড রিচার্চ করার জন্য ১২১ এ কল দিন এবং কল রিসিভ হলে ১১২ চাপ দিন । তারপর আপনার ক্রাচ কার্ড এর গোপন নং লিখে কিছু সময় পর কল কেটে দিন । আমার বাংলা লেখার অভ্যাস নেই । লেখাটা লিখতে অনেক সময় লেগেছে । বনান ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন । এই টিউনটা আপনাদের কাজে লাগলে আমার পরিছ্রম সাথর্ক হবে । সবাই ভাল থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন ।
আমি পার্থ বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ধন্যবাদ।