ফ্রি ইন্টারনেট ( Only GrameenPhone Postpaid User ) !!!

সম্মানিত পাঠক ও তথ্যপ্রযুক্তিপ্রেমীদেরকে প্রথমেই আমার শুভেচ্ছা । কেমন আছেন সবাই ?  আশা করি ভাল । আমি অনেক দিন থেকে টেকটিউনস এর সাথে জরিত । আমি এর আগে কখনো টেকটিউনস এ টিউন করি নাই । শুধু টিউন পরি । আমি আজ গ্রামীনফোন এর ফ্রিতে ইন্টারনেট চলানোর একটি পদ্ধতি খুজে পেলাম । সেটা সকলের সাথে শেয়ার না করে পারলাম না । এই টিউনটা আগে করা হলে আমি দুঃখিত । তবে এই পদ্ধতিতে ইন্টারনেট চালাতে গেলে ঝামেলা করতে হবে । এই পদ্ধতি টা শুধু মাত্র গ্রামীনফোন এর পোস্টপেইড সিম এ কাজ করবে । ফ্রি ইন্টারনেট চালানোর জন্য আপনাকে একটি 295 টাকা Due হওয়া গ্রামীনফোন পোস্টপেইড সিম লাগবে । আপনারা হয়ত সবাই জানেন যে গ্রামীনফোন এর পোস্টপেইড সিম এ ইন্টারনেট প্যাকেজ P2 & P3 এর বিল রাত ১২.০০ – ২.০০ এর মধ্যে কেটে নেয় । মাঝে মাঝে সিস্টেম এর সমস্য হলে দেরিতে বিল কাটে । আপনাকে ফ্রি ইন্টারনেট চালাতে যা করতে হবে তা হচ্ছে সকাল ৭.০০/৮.০০ এর দিকে ১২১ এ কল দিয়ে অথবা অন্য পদ্ধতিতে ইন্টারনেট প্যাকেজ P2 অ্যাকটিভ করতে হবে । ইন্টারনেট অ্যাকটিভ হওয়ার পর ইচ্ছে মত ব্রাউস ও ডাউনলোড করুন । এরপর আপনার কাজ হল রাত ১০.০০ – ১১.০০ এর মধ্যে, যেই সিম দিয়ে ইন্টারনেট অ্যাকটিভ করেছেন সেটা দিয়ে কল করে বা অন্য ভাবে ক্রেডিট লিমিট অতিক্রম করে ফেলুন । মানে বিল ৩০০ টাকা এর উপর এ নিয়ে আসুন । মনে রাখবেন আপনার যদি ২৯৯.৯৫ টাকাও Due থাকে তাহলে কিন্ত ইন্টারনেট প্যাকেজ P2 এর বিল ৩৩ টাকা এর মত কাটবে । অতএব আপনাকে ৩০১ বা এর উপর বিল নিয়ে যেতে হবে । তাহলে আপনার সিম এর আউটগোয়িং বন্ধ হয়ে যাবে । এতে আর বিল কাটবে না । এর পরের দিন সকালে ২০ টাকা এর ক্রাচ কার্ড বা ৫০ টাকা এর উপরে ফ্লেক্সিলোড করুন এবং একই পদ্ধতি অনুসরন করুন । এই পদ্ধতি শুধু মাত্র যাদের ৩০০ টাকা ক্রেডিট লিমিট তাদের জন্য । যাদের ৫০০ টাকা ক্রেডিট লিমিট তারা ৪৯৫ টাকা Due রেখে এই পদ্ধতি অবল্বন করবেন । ২০ টাকা এর ক্রাচ কার্ড রিচার্চ করার জন্য ১২১ এ কল দিন এবং কল রিসিভ হলে ১১২ চাপ দিন । তারপর আপনার ক্রাচ কার্ড এর গোপন নং লিখে কিছু সময় পর কল কেটে দিন । আমার বাংলা লেখার অভ্যাস নেই । লেখাটা লিখতে অনেক সময় লেগেছে । বনান ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন । এই টিউনটা আপনাদের কাজে লাগলে আমার পরিছ্রম সাথর্ক হবে । সবাই ভাল থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন ।

Level 0

আমি পার্থ বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 5 টি টিউন ও 33 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ।

Level 0

Nice tune.

Level 0

ফাও ফাও ইন্টারনেট ব্যবহার করার মজাই আলাদা

Level 0

Try it @www.deshlink.blogspot.com

Level 0

দিনাজপুর এর পার্থ সাহেব নাকি বাঁশ দেন জিপি কে

Level 0

ধন্যবাদ। apnake

Level 0

আল-আমিন সাহেব জিপি কে বাঁশ দেওয়ার আরেকটা টিপসঃ মেসেজ এ গিয়ে লিখ igenp10 046 এবং পাঠিয়ে দাও 9999 এ । তারপর দেখ ম্যাজিক……

    Level 2

    @Partha:তাহলে কি হবে ভাই? জানাবেন কি?

পুরা ফালতু পোস্ট। জিপির পোস্টপেইডে P2 ও P3 নেট চালু করলে রাত ১২ টার পর নেট এক্টিভ হয়। আপনি যদি P2 ও চালু করেন সেটাও রাত ১২ টার পর এক্টিভ হবে। জিপি টাকা কাটা নিয়ে ভুল করে না। আর ক্রেডিট লিমিট শেষ হলেও যখন টাকা রিচার্জ করবেন তখন টাকা কেটে নেবে। আমার পরিক্ষিত।

Level 0

@ SHAIKH NOOR-E-ALAM ভাই আপনি কি জিপি এর পোস্টপেইড সিম ব্যবহার করেন ???? করলে এই কথা বলতেন না । ১২১ এ ফোন দিয়ে P2 প্যাকেজ অ্যাক্টিভ করলে সাথে সাথে প্যাকেজ অ্যাক্টিভ হয় । আর P2 ও P3 এর বিল ১২-২ টার মধ্যে কাটে । আপনি মনে হয় মেসেজ দিয়ে নেট অ্যাক্টিভ করেন । আপনার তাই এ সমস্যা ।

Level 0

পি২/পি৩ম্যাসেজ পাঠানোর সাথে সাথেই অ্যাকটিভ হবে আর ক্যানসেল করতে চাইলে তা হবে ১২টার পর(সাধারনত ১২:০৩ মিনিটে হয় এখন)।আর বিল কাটে ৩-৩:৩০ এ।আমি এই দুই প্যাকেজ বিগত ৭/৮মাস যাবত ব্যবহার করে আসছি।

Level 0

জিপি এর নতুন কোনো প্রক্সি/ফ্রী ইন্টারনেট ব্যবহারের কোনো তরিকা কেউ পেয়েছেন কি?জানান ভাই

১২১ এ ভাই কলই ধরে না। করব কি। আমি মেসেজ দিয়ে নেট active করি। এজন্য মনে হয় সমস্যা হয়।

Level 0

তাহলে আপনি এরপর চ্যাট করে ইন্টারনেট অ্যাকটিভ করবেন ।চ্যাটেও সাথে সাথে প্যাকেজ অ্যাক্টিভ হয় । http://www.grameenphone.com/customer-service/online-customer-service . @ SHAIKH NOOR-E-ALAM Bro…….

Level 0

.

Level 0

ম্যাসেজ দিয়া তো আমিও একটিভ করি,কই আমার তো সমস্যা হয়না।৩টা ম্যাসেজ আসবে লাস্ট ম্যাসেজ টা এরকম যে আপনার ইন্টারনেট প্যাকেজ পরবর্তী ৩ঘন্টার মধ্যে একটিভ হবে।আসলে এটা ততক্ষনে একটিভ হয়ে গেছে,ফোন রিস্টার্ট করে ইন্টারন্টে ব্যবহার করে দেখুন