অ্যাডভান্সড সার্চ এর জন্য কিছু গুগল হ্যাক

অনেক দিন হল টিউন করিনা।তাই আজ একটা ছোট খাট প্রয়োজনীয় টিউন নিয়ে এলাম আপনাদের কাছে।নিজে শিখুন এবং অন্যকে শিখতে সাহায্য করুন। আপনারা জানেন গুগলকে ইন্টারনেট জগতের "Big Daddy" হিসেবে মানা হয়।অনেক ইন্টারনেট ব্যাবহারকারী গুগলকে অন্যান্য সার্চ ইঞ্জিন যেমন ইয়াহু,আস্ক,বিং ইত্যাদি থেকে বেশী প্রাধান্য দিয়ে থাকেন।কিন্তু অনেক সময় দেখা যায় আপনি গুগল থেকে আপনার কাঙ্ক্ষিত তথ্য পাচ্ছেন না।তখন মনে হয় একটা ২০ ফুট দেয়াল এর সামনে আপনাকে দার করিয়ে দেয়া হয়েছে কোন সিঁড়ি ছাড়া আর বলা হয়েছে দেয়ালটা পার হতে না হলে সাক্ষাত মৃত্যু এবং এমন হলে আমরা সহজেই আশা হারিয়ে ফেলি।একটু ধৈর্য ধরেন আর আশা হারিয়েন না।কেননা এই পোস্ট এর ট্রিক গুলর মাধ্যমে আপনারা সহজেই আপনার কাঙ্ক্ষিত তথ্য খুব সহজেই খুজতে পারবেন।আসুন এই ট্রিক গুলো দেখা যাকঃ

গুগল সার্চে নিচের লাইন গুলো লিখে সার্চ দিন

link:url
এইটাতে url লেখা জায়গায় আপনার কাঙ্খিত url টি দিয়ে সার্চ দিন যার মাধ্যমে আপনি সার্চ রেসাল্টে আপনি ঐ সমস্ত সাইট পাবেন যার সাথে আপনার দেয়া url এর লিঙ্ক বা সংযুক্তি আছে। i.e- url:www.mediafire.com
এর রেসাল্টে আপনি ঐ সমস্ত সাইট পাবেন যার সাথে Mediafire এর লিঙ্ক আছে।

related:url
এইটাতেও url এর স্থানে আপনার কাঙ্খিত url দিয়ে সার্চ দিন আর এর রেসাল্টে আপনি ঐ সমস্ত সাইট পাবেন যা আপনার দেয়া url এর সাথে রিলেটেড।

site:domain
এইটার রেসাল্টে আপনি domain এর জায়গায় দেয়া ডোমেইন এর সব গুলো পেজ পাবেন।

allinurl:search term
এইটার কাজ হল সেইসব url আপনাকে রেসাল্ট হিসেবে দেয়া যাতে search term এর জায়গায় দেয়া লেখা হুবহু মিলে যায়।

Inurl:search term
এইটা অনেকটা আগেরটার মত।তবে এখানে রেসাল্ট হিসেবে খোঁজ করা হবে search term এর জায়গায় দেয়া লেখার।তবে লেখাটির প্রথম অক্ষর মেলান হবে url এর সাথে আর বাকি শব্দ খোঁজা হবে পেজ এর মধ্যে।

allintitle:search term

এইটার রেসাল্টে ঐ সাইট গুলো দেখান হবে যাদের টাইটেল search term এর স্থানে দেয়া শব্দের সাথে মিলে যাবে।

spell:search term
এইটা search term এর স্থানে দেয়া শব্দের বানান ঠিক আছে কিনা দেখবে আর নিজে থেকেই গুগল এই শব্দের সঠিক বানানও দেখবে।

stocks:search term
এইটা search term এর স্থানে দেয়া শব্দের সাথে গুগল স্টক ইনডেক্স এর সাথে মিলিয়ে তার রেসাল্ট দেখাবে।

filetype:extension search term
এইটা অনেক জরুরী একটা ট্রিক।এইটার মাধ্যমে গুগল search term এর স্থানে দেয়া নামের ফাইল সার্চ করবে ঐ এক্সটেনশনে যেটা আপনি extension এর স্থানে দিবেন।

phone:number
এখানে number এর স্থানে দেয়া মোবাইল বা ল্যান্ডলাইন নাম্বার এর মালিক এর নাম ও অ্যাড্রেস দেবে (যদি গুগল এর রেকর্ডে থাকে) ।

আশা করি টিউনটা আপনাদের কাছে ভাল লেগেছে।

Level 0

আমি এস.এম.তাসরিক আনাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একজন সাধারন মানুষ।অন্যকে সাহায্য করতে মজা লাগে তাই আসলাম and I'm a freak.........


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Bes valo.

চরম

kisu bujhlam na aro venge bolen

    কোন জায়গা টা বুঝেন নাই??