হে শিক্ষিত যুবসমাজ, আসুন ডিজিটাল পদ্ধতিতে ভিক্ষা করি


বাংলাদেশে বেকার সমস্যা অনেক বাড়তেছে। কেউ শিক্ষিত বেকার, কেউ অশিক্ষিত বেকার। তারা টাকার জন্য এখন নিজেদের ব্যক্তিত্বকে বিসর্জন দিয়ে ভিক্ষাকে পেশা হিসেবে নিয়েছে। তবে এই ভিক্ষা ছেড়া কাপড় পড়ে করতে হয়না,
রাস্তাতে হেটে করতে হয়না। আরে দিন বদলাইছেনা। এখন ডিজিটাল যুগ। বেকার যুবকরা এখন ভিক্ষা করে ডিজিটাল
পদ্ধতিতে। আপনারা নিশ্চয়ই ভাবতেছেন, আমি কোথায় এই ভিক্ষুক পেলাম। সেই সব ডিজিটাল ভিক্ষুকদের সাথে পরিচয় করে দেয়ার আগে ভিক্ষা পেশাটার ব্যাপারে আপনাদেরকে পরিচয় করে দেই।
আমাদের দেশে ভিক্ষা করা মানে বুঝায়, ছেড়া জামা পড়ে মানুষের বাসাতে গিয়ে অথবা মসজিদের বাইরে নামাজ বাদ দিয়ে বসে থেকে অথবা পার্কে গিয়ে প্রেমিক জুটিকে ডিস্টার্ব করে আর্থিক সাহায্য চাওয়া। কিন্তু অন্যান্য দেশে ভিক্ষা করতে ছিড়া জামা পড়তে হয়না। তারা ভাল কাপড় পড়ে রাস্তাতে দাড়িয়ে গান গায়, পিয়ানো বাজায়। আমার ভাই, বিদেশ যাওয়ার ভাগ্য এখনও হয়নাই। সবই মানুষের কাছ থেকে শোনা, টিভিতে দেখা। আপনারাও আপনাদের কাছের কেউ বিদেশে থাকলে তাদের কাছ থেকে আরও অনেকগুলা পদ্ধতি জেনে নিয়েন। এখানে সেই ব্যাপারে আর বলতে চাইনা।
আমাদের দেশ এখন অনেক এগিয়ে যাচ্ছে। পোষাক, কথাবার্তা সব দিক দিয়েই আমরা এগিয়ে যাচ্ছি। তেমনি ভিক্ষার পদ্ধতিতেও এসেছে বৈপ্লবিক পরিবর্তন। তথাকথিত শিক্ষিত যুবকরা এখন ভিক্ষা করে ডিজিটাল পদ্ধতিতে।
আর এই পদ্ধতিতার একটা ডিজিটাল নাম আছে, সেটা হইল MLM, PTC, PPC. এই ভিক্ষা করতে মানুষের বাসাতে যেতে হয়না। একটা কম্পিউটার আর ইন্টারনেট লাইন থাকলেই হয়। যোগ্যতা? আরে ভাই যোগ্যতা লাগলেতো এটাকে ভিক্ষা বলা হতোনা। যে কাজে কোন যোগ্যতা লাগেনা, কোন পরিশ্রম লাগেনা, কোন মেধা লাগেনা, সেটাকেইতো ভিক্ষা করা বলে। বিশ্বাস করেন, বিদেশের ফকিররা ভিক্ষা করার জন্য যেই পরিমান পরিশ্রম করে, যেই টুকু মেধা লাগে, আরে শুধু বিদেশ বলি কেন। আমাদের দেশের ফকিররাও অনেক পরিশ্রম করে, মেধা খরচ করে। তার চাইতেও কম পরিশ্রম, কোন যোগ্যতাই লাগেনা। এই তথাকথিত শিক্ষিত যুবকরা, পোষাক দিয়ে নিজেদের ব্যক্তিত্ব বাড়ানোতে খুব মনোযোগী। তারা কতটা stupid হলে টাকার জন্য এমন কাজ করতে পারে। তাদের মেধাকে এই ভাবে নষ্ট করতেছে। আমরা চাই, যদি বিছানাতে শুয়ে থেকে টাকা আয় করা যেত, তাহলে সবচাইতে ভাল হত। এইজন্য দেশের মানুষদেরকে এত ঠকতে হয়। আমাদেরকে স্বপ্ন দেখিয়ে ছিল UNIPAY, তারা আমাদেরকে বলেছিল, কষ্ট করে টাকা যোগাড় করে তাদের কাছে জমা রাখলেই হবে, এবার নাকে তেল দিয়ে ঘুমান. তারাই কষ্ট করে আমাদেরকে ধনী বানিয়ে দিবে। মাত্র ৯ মাসে তারা টাকা দিগুন করে দিবে। শুনে সবাই ধার করে, অনেকে জমি বিক্রি করে সেই টাকা জমা দিল। সেই সাথে শুরু হল স্বপ্ন দেখা, ৯মাস পর হাতে টাকা পাওয়ার পর কোথায় কোথায় জমি কিনা যায়। আর অন্যদিকে UNIPAY ৭ মাস পর নিজেদের পরিকল্পনা বাস্তবায়ন করল। সব টাকা নিয়ে চলে গেল। তখন মনে হল এবার একটা ভাল শিক্ষা পেয়েছে বাঙ্গালী। কিন্তু না। কিভাবে শিক্ষা হবে? আমরা যে বাঙ্গালী। আমরাতো অলস, স্বপবাজ, ভিক্ষুক জাতি। এটা জানা থাকার কারনে শুরু হল, আরেক ধরনের প্রতারনা। এবার আসল MLM, PTC, PPC, Add click কোম্পানী। নতুন করে স্বপ্ন দেখা শুরু। মাত্র ১০মিনিট পিসিতে বসলেই মাসের খরচ উঠে যাবে। কি দরকার আর অন্য কাজ করা। যারা ছাত্র তারা ভাবা শুরু করল, এখন আর প্রেম করাতে ঝামেলানাই। ৩জন প্রেমিকা ৩টা আইডি। টাকা এখন তেজপাতা। অশিক্ষিত রিকশাচালক তার রিকশা বিক্রি করে দিয়ে সেই টাকা দিয়ে ১টা কম্পিউটার কিনে সেটা দিয়ে শুরু করেছে, এই কাজ। এত সহজ কাজ, কি দরকার কষ্ট করে উপার্জন করা। সবাই কত খুশি। সেই রকম বিখ্যাত কোম্পানীর নাম DOLANCER, যারা পেমেন্ট দেয়া বন্ধ করে দিয়েছে। তারপরও যদি মানুষের শিক্ষা হয়। এই সব হতাশ মানুষদেরকে সাহায্য করার জন্য এবার এসেছে sheratonbd, skylancer etc. আরও অনেক নাম না জানা কোম্পানী। কিছুদিন আগে এই রকম নতুন একটা কোম্পানী আমার কাছে এসেছিল তাদের জন্য বিনংরঃব করে দেয়ার জন্য। তারা বিনযড়ংঃরহম কি জিনিস সেটাই জানেনা। আজকে তারাও অনেক বড় কোম্পানী হয়ে গেছে। তারাও খুব তাড়াতাড়ি ভাগবে।

আসুন ভিক্ষার মাধ্যমে উপার্জন ত্যাগ করি। অনলাইনে সত্যিকারেরভাবে আয়ের পদ্ধতি জানার চেষ্টা করুন। সত্যিকারের উপায় জানার জন্য goto : http://www.iconicbd.com। কেউ আপনাকে ঠকাতে পারবেনা। আপনি নিজেই হবেন নিজের বস। এই কথা বলার পর অনেকে আমাকে বলে ভাই সময় পাইনা। যেটুকু সময় পাই সেটা দিয়েতো আয় সম্ভব না। যারা সময় পায়না বলে তাদেরকে জিঞ্জাসা করুন কি নিয়ে ব্যস্ত তারা। তখন কেউ বলবে, পড়া নিয়ে ব্যস্ত, কাল আমার বন্ধুর জন্মুদিন ছিল, এর আগের দিন সব বন্ধুরা মিলে ধানমন্ডি লেকে বেড়াইতে গেছিলাম। এটা হচ্ছে ব্যস্ততার রুটিন। বিশ্বের কোন উন্নত দেশে এই ভাবে আড্ডা দিয়ে সময় নষ্ট করে কিনা জানিনা। আর ও আছে, আমাদের বাবা মা রা সন্তানের ভাল চায়। বেশি ভাল চাইতে গিয়ে কতটুকু ভাল করে সেটা এবার বলি। যদি তাদের সন্তান বন্ধুদের নিয়ে আড্ডা দেয়, সিনেমা দেখতে যায়, ব্লু ু ফিল্ম দেখে, সেটার জন্য দিনের ১৫ঘন্টা, মাসের ২০দিন নষ্ট করুক, কোন আপত্তি নাই। যদি সে creative কিছু করে অথবা কোন ইনকাম ( টিউশনি, অনলাইন ইনকাম) করার চেষ্টা করে, তাহলেই তাদের মাথা নষ্ট হয়ে যায়। সন্তানের পড়ালেখা নিয়ে, শরীর স্বাস্থ্য নিয়ে খুব বেশি টেনশনে পড়ে যায়। পরে এই সন্তান যখন জীবনে কিছুই করতে পারেনা, সেটার দায়দায়িত্ব তারা কখনই নিতে চায়না।

পরিশেষে বলতে চাই, এখন দুনিয়া অনেক দ্রুত এগিয়ে যাইতেছে। এই যুগে কেউ নিশ্চিতভাবে বলতে পারবেনা, বিবিএ করলেই তার ব্যাংকে চাকরি নিশ্চিত, যে কোন ব্যাংকের ৪০% স্টাফ এখন বিজ্ঞান বিভাগ থেকে পাশ করা। তারা সারাজীবনে পড়ছে এক জিনিস, চাকরী করতেছে অন্য লাইনে। চাকরির বাজার এখন অনেক গরম। সব জায়গাতে চায় Multiskill ব্যক্তি। আর কম্পিউটার দক্ষতা তো এখন দাড়োয়ানের চাকরির জন্য ও লাগে। সারাবিশ্ব আস্তে আস্তে paper less office করার চেষ্টা করছে। আমাদের দেশ ও খুব দ্রুত সেই দিকেই যাচ্ছে। সবশেষ খবর, ট্রেনের টিকেট এখন অনলাইনে কাটার ব্যবস্থা করা হয়েছে। যেই দিকে বিশ্ব যাচ্ছে, আপনি কম্পিউটারে দক্ষ্য না হলে ভবিষ্যতে কোন চাকরির ইন্টারভিউ দেয়ার যোগ্যতা অর্জন করবেন কিনা কে জানে। আপনি চাইলে কম্পিউটার জেনে ঘরে বসেই মাসে ৫০,০০০ - ১,০০,০০০ টাকা ইনকাম করতে পারবেন। যেটা করলে আপনে ঘর থেকে বাইরে বের হতে হবেনা, যানজট, গরম সহ্য করতে হবেনা, চাকরির টেনশন, বসের নির্যাতনও নাই। তবে সেজন্য সত্যিকারের উপায়গুলো আপনাকে জানতে হবে। সেগুলো নিয়ে পরে কথা বলব, আপনারা নিচের লিংকে গিয়ে এই ব্যাপারে অনেক কিছু জানতে পারবেন।
http://www.iconicbd.com

লেখিকা : শাহনাজ আকতার নিপা
http://www.nicenipa.com

Level 0

আমি shahnazakter। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 15 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

awesome one, thank you for sharing. but you know here someone is trying to living with it..(no fanaticise) here. when i need money within one and half month, what should i do? pay your site to do a course? i know a dialog from saifur(you know saifur!), “if english learning is so much easy why we people take money to teaching you?” the plan is easy, to learn english you have to do several course and spend money(bussines plan, maybe he gets but several lose it). the same thing is here.. why you dont indicate the easy and trusted websites?.can you answer this post plz…
https://www.techtunes.io/help-ask/tune-id/125377
(dui din doira pore ase keu ans dai na)
sry if i am offencive. thank you

😀 😀 😀 😛 😛 😛 😆 😆 😆 😆 😆 টিউনটি নির্বাচিত করা হউক। 😀 😀 😀 😛 😛 😛 😆 😆 😆 😆 😆

Level 0

nice

হেই “”বিপদ”” ইজ বে..ক
অনেক দিন পর একটা ভ্রুং টিউন করা হয়েছে , যে সকল মেরু দন্ড হীন “” মানু”” ডিজিটাল পদ্ধতিতে ভিক্ষা করি আর যারা PTC, PPC, Add click এ সকল সাইট নিয়ে টিউন করে এদের বাংলাদেশে জন্ম হইছে ভিক্ষা করার জন্য
এদের কে যতই বুঝান এরা বুঝবে না, এ সকল “” মানু”” রা যা বুঝছে তাই ফাইনাল আল্লাহ এদের কস্টিং করার খমতা দান করুক
টিউনটি নির্বাচিত করা হউক।

ভাই অতিমাত্রাই ভাল লাগল । টিউনটি A++++++++++++……

অসাম !!! দারুন সাজানো-গুছানো লেখা । আমিও প্রথম প্রথম এরকম টিউন করা শুরু করেছিলাম,একটা করেওছিলাম । কিন্তু অনেক মানুষ সেটাকে সাদরে গ্রহন করলেও কিছু মহানায়ক সেটাকে গ্রহন করতে পারলো না । অনেক ভালো কমেন্ট পেলেও কিছু মহানায়কের কমেন্ট আসলেই আমাকে খুবই ব্যাথিত করে । ভেবেছিলাম,ভালো জিনিস লেখলে যদি এই অবস্থা হয়,তাহলে বেকা কষ্ট করে লেখে লাভ কি? যাহোক আমু অস্ত্র যখন নিয়েছেন চালিয়ে যা,পথ দেখান সেইসব মানুষদের যারা দিন দিন পিটিসি সম্রাটদের চরনামৃত পান করছে । আশা করি আপনি সফল হবেন ।
দারুন টিউন । অসাধারন উপস্থাপনা । তাই কমেন্ট করা ছাড়া আর কোন উপায় রইলো না ।

বেশ ভাল লিখেছেন।
তবে একটা কথা আজকাল কাজ শিখতে কোর্স করা লাগে না। ঘরে বসেই ইন্টারনেট থেকে ভিডিও টিউটোরিয়াল দেখে বা গুগল থেকে সাহায্য নিয়ে অনেক কিছু শিখা যায়। তবে এর জন্য ভাল ইংলিশ বুঝা লাগবে।
ভাল প্রতিষ্ঠান হলে ভিন্ন কথা এছাড়া প্রায় সব জায়গায় ব্যাসিক জিনিসগুলো শিখিয়ে বিদায় করে দেয়। 🙁

“কাল আমার বন্ধুর জন্মুদিন ছিল, এর আগের দিন সব বন্ধুরা মিলে ধানমন্ডি লেকে বেড়াইতে গেছিলাম” – এই টুক ছাড়া পুরো টিউন্টাই জোস।সত্য কথা জীবনে কবিতার সেই তাল গাছের মত সব গাছের মাথা ছাড়িয়ে দাঁড়ানোর এক বিন্দু ইচ্ছা নেই।জীবনে আনন্দকে পাশেই রাখতে চাই,হয়ত ১০০০০০ এর স্থানে মাসে ৬০০০০ পাবো তবে মনে শান্তি থাকবে।আপনার কথাগুলো সত্যি না এমন নয় তবে একটা নির্দিষ্ট পরিমাণে আড্ডা খুব খারাপ কিছু না।

@necterash: khub shigroi ami online income er onk gula upay nie likhar ichsa kortesi…
@মোহাম্মদ খালিদ হোসাইন: Thanks…. apnr comment amk future e aro valo kisu korar jonno uthsahito korbe
@sarker: Thanks
@বিপদ : amder somajer proti 1ta dayboddota ase…. sekhan thekei eta likhlam… manuk r na manuk , seta nieto afsos kore luv nai… nijer bibeker kase to honest holam.. eta sobr kase share kore den
@শোভন ক্রিয়েটিভ: thanks for comments…. eta sobr kase share kore den
@ মোঃ আসেফ হাবীব তিসাদ : manusk socheton kora amder daitto… k socheto holo naki holona seta nie hotash hoye luv nai…. eta vai parle sobr kase share kore dien… tahole apnr oikhan thekeu onke kisuta socheton hobe

@হাসান যোবায়ের (আল-ফাতাহ্) : thanks… jara english kom pare tader jonno allahr rahmate ekhon banglateu valo valo tutorial ase, ami graphics design, animation, webdesign, seo sikhsi sob ghore bosei…… kono training center e jete hoynai

Level New

ভাই আপনার মতই আমিও এসব পিটিসির বিরধিতা করি কিন্তু কাকে বুঝাব যাকেই বুঝাতে যাই না ক্যান সে সালাই কই টাকা উঠে গেছে। আজব ত তাইলে কার টাকা মারা যায় বুঝি না । একটা ছোট গল্প বলি আমাদের এখানে একটি ছেলে হটাত আসে আমাকে বলে যে একটা কোম্পানি এসেছে এখানে যত টাকা জমা রাখবে ৬ মাস পর তার ৮৫% লাভ সমেত ফেরত পাবে ।আমিতো পুরাই অবাক অরে জিগাইলাম ক্যাম্নে দিবে ও অনেক কিছুই বুঝাল তারপর আমি বললাম আমি এসব জিনিস বিশ্বাস করি না তখন ও বাইরে সবাই কে বলে বেরায় যে আমি নাকি সমাজ বাহির ছেলে আমার সামনে দিয়ে ও বাইক নিয়ে ঘুরবে আরও অনেক কিছু । তারপর হটাত একদিন সুনি যে অর কোম্পানি পালাই গেছে আর ও নাকি দেশে নাই । খজ নিয়ে জনাতে পারলাম ও নাকি অর বাবার সেস সম্বল জমি বিক্রি করে ৪০০০০০ টাকা এবং মানুষের কাছ থেকে আরও ৩০০০০০ টাকা নিয়ে রাখসিল । সেতা শুনে অর বাবা মায়ের জন্যে খুব কষ্ট লাগলো । ও কোম্পানি টির নাম REVNEX । আসলে কি জানেন ভাই ঘুমন্ত মানুষকে সহজেই জাগান যায় কিন্তু যে জেগে ঘুমায় তাকে সহজে জাগান যাইয় না ।

@Ochena Balok : thanks ur comment… ami nirdisto poriman adda k kharap bolina. infect ami nijeu onk adda dei… ami bujaite chaisi, dine 5hours, month e 15din amra add dite kono problm mone korina, creative kisu korte jeta amder nijeder career er jonno valo hobe, sei kaje kosto kore 2hours time ber korte amder kosto hoy,

    @shahnazakter: ta thik,otirikto kono kichui khub valo noy ar earning er byaparta aktu derite suru korai mone hoy valo tobe kichu sikhle mondo na !!!

ভাল লিখেছে

ভাই জান সবাই কি করে টা জানিনা আমি এটার থেকে ৯,০০০/- হাজার টাকা তুলছি । আমার কাছে ভাল লাকছে । কালকে আমি ৪৩০০ টাকা আনছি। সবাই ভাল থাকবেন ।

    @Md Mehedi Hasan Nayon: @Md Mehedi Hasan Nayon: tulsen thik ase but eta temporary… tara apnk ditese mlm er maddhome onnoder thk jei taka pay seta… allready dolancer er jhamela suru hoye gese….r keno apni temporari line e douraben…. permanent line e keno dourabenna…. aj thk 5years or 10years por amr obostan kothay thakbe jodi oigula na thake, seta vaben, but apni jodi kisu sikhe kaj koren, seta die sara jibon apnr onk upokar hobe

আসলেই আমরা বাঙ্গালী হিসাবে চরম বোকা ছিলাম !!! ফ্রিল্যান্সার আমাদের অনেক বুদ্ধিমান বানিয়ে দিয়েছে !!! ফ্রিল্যান্সার সতেজ প্রাণের তরতাজা তরুণদের র্দুগম পথে ভোরের আলোর সন্ধান দিয়েছে !!! চমৎকার, অসাধারণ উপস্থাপনা !!! আপনার অসাধারণ বিদ্রোহী কন্ঠী উপস্থাপনায় মিথ্যা স্বপ্নের র্দুগম গিরির শৃংখল ভেঙ্গে লক্ষ টাকার অসীম শৃঙ্গে সত্যের পতাকা র্দুবার গতিতে নিজেকে আর্বিভূত করেছে !!! সত্যিই ফ্রিল্যান্সার হলো নব্য প্রাণের র্দুনিবার এক সফলতার হাতছানি !!!

    @তরঙ্গ: thanks for ur reply… ase paser sobaik vul path thk soraia anar try koren…. eta apnr samajik daitto

বাংলাদেশের সবচেয়ে বড় ধান্দাবাজি হয় কোচিং সেন্টারে যেখানে প্রগ্রামার ওয়েব ডেভেলপার শেখানো হয়। আর শেখার সাথে সাথেই income, এমন প্রলভন DOlancer এর থেকেও কম কি !
এইসব কোচিং সেন্টারের মালিকেরা তো প্রথম প্রথম এমন ডায়লগ দেয় যেন এদের জন্মই হইছে বাঙ্গালীদেরকে DigiTal বানানোর জন্য, নিজের পায়ে খারা/খাড়া করানোর জন্য। পরে যখন দেখে তেমন ব্যবসা হচ্ছে না উলটা পকেট থেকে অফিস ভাড়া দেওয়া লাগতেছে তখনি তারা শুরু করে এসব short-cut income পন্থা।
সেন্টারে যেকটা student থাকে তাদের দ্বারাই শুরু করে মফিজ ধরার কাজ আর এভাবেই হয় শুরু।
এইসব ধান্দাবাজি কোচিং সেন্টার আগে বন্ধ করা উচিৎ।

    @সজীব: yes… google er chaite boro coaching center nai…… but amra google er upor nirvorsil hote parinai… amra vai poro nirvor jati

ভাই কথা গুলু অনেক ভাল লেগেছে

Level 0

আর ভিক্ষা করতে চাই না। কিন্তু freelancing এর কোন বিষয়ের উপরই আমার দক্ষতা নেই। কোথায় গেলে এর উপর দক্ষতা বৃদ্ধি করতে পারব জানালে বিরাট উপকৃত হতাম।

    @rimonbdmd: freelancing e sob chaite besi kaj pawa jay, graphics, seo related kaj… onnanno aro onk kaj o ase… amr 1 cousin http://www.iconicbd.com/ eder kas thk sikhse… amr tader sikhanor style ta khub valo lagse… ekhane je sikhay se nije onk kisu jane… onno coaching center gula nijerai kisu janena, sei jonno valo kisui sikhaite parena

Level 0

খুব ভাল লাগল।আমি বর্ত্মানে পিটিসি থেকে ১০০ হাত দূরে থাকি এবং ফ্রিল্যান্সিং করার জন্য ওয়ার্ডপ্রেস শিখতেছি ও একটি সাইটও তৈরী করতে পেরেছি।দোয়া করবেন আমার জন্য যেন ভালভাবে ফ্রিল্যান্সিং সাথে সংযুক্ত হতে পারি।ধন্যবাদ……।

    @Azad.RPI: good, try kore jan… 1 year por apnr obsthan onk upore uthe jabe…. insallah

@Md Mehedi Hasan Nayon: tulsen thik ase but eta temporary… tara apnk ditese mlm er maddhome onnoder thk jei taka pay seta… allready dolancer er jhamela suru hoye gese….r keno apni temporari line e douraben…. permanent line e keno dourabenna…. aj thk 5years or 10years por amr obostan kothay thakbe jodi oigula na thake, seta vaben, but apni jodi kisu sikhe kaj koren, seta die sara jibon apnr onk upokar hobe

apnar tune ti sottie sara jaganor moto.poth hara loker rasta pawar jonno ei ekti tune ei jothesto. freelancer howar onek shokh dua korben jeno sofol hote pari.

    @jahidulislamsohag: try koren… chesta sara kisu hoyna… duniyate computer sikhatai sob chaite easy jinis… amio age onk voy petam… ekhonto onk kisu pari, ai obostate assi only 1year e… ekhon ami graphics, animation, webdesign, seo pari

ভাই জান আপনার কথা ঠিক আচে। তবে পড়া শুনার পাসা পাসি যা আসয়ে তাই লাভ কি বলেন?

আপা কি MLM, PTC, PPC, Add click, DOLANCER এর উপর রাইগা আছেন 🙂 অনেক অনেক ভাল লিখছেন

    @orjon: vai donnobad. apnake.apar kotha gulo somaj theke ondokar dur korar jonno o amader ondho bisshas dur korar jonno sohauk hobe.aaj amar moto onek jubok e ei dhukabajir berajale aboddo.er onek interest story o ase amar kase.

Level 0

valo laglo.thanks.

আপুজান এটা তো কোচিং সেন্টারের বিজ্ঞাপন !!!!
আপনি যদি আমাদের কিছু শিখাতে চান তা হলে ভনিতা না করে শুরু(SEO,Graphics…..) করে দিন।
আপনি যে কাজ টা এখন অনলাইনে করছেন সেটার সম্পর্কেও বলুন।

    @বার্ণসিল: ভাল জিনিসের বিজ্ঞাপন তো সহ্য করতে পারবেন না। আসলেই আমাদের সেই রকম মানসিকতা এখনও তৈরি হয়নি।

    @বার্ণসিল: ami coaching center er advertise korte asinai, ami nijei sikhsi, ostad google thk…. ami just link ta dilam, sekhane onk kisu pelam, so, dekhte paren… sob kisu sikhar jonno ekhon khub valo valo banglate tutorial pawa jay, onk blog e segula paben…. you tube e apni vedio tutorial o khuje paben

Level 0

নিপা আপা, PPC নিয়ে একটু রিসার্চ করা দরকার ছিল আপনার। PPC = Pay Per Click, এখানে যে Advertise করে, সে Pay করে, কিন্তু যে click করে, সে কোনো টাকা পায় না। PPC তে কখনই টাকা কামানো যায় না, উল্টা টাকা দিতে হয়। কারন, এটা একটা Advertising Strategy। টাকা ইনকামের strategy না। Google AdWords বা Ads by Google এর নাম হয়তো শুনেছেন, ওগুলাই PPC.

PTC, MLM, Ad Click, P2RE/PTRE (Paid to read emails) বলেন ঠিক আছে, কিন্তু PPC এর ব্যাপারটা অনেকে জানেনা বলেই, এই ভুলটা হয়।

Level 0

জটিল

বেশ সুন্দর । গুছানো লেখা । সত্যিই জটিল নয় সরল ।:)

Level 0

ভাই বলার কিছু নাই,এক কোথায় অসাধারন…।।

ajk 1jon amr 1 friend boltesilo se dollancer die income kortese, so, what’s problm? ami jei ans disi, seta ekhane share korte chai, ami take bolsi, je hijeker seu income kore, je prostitute tar tau income, je vikkha kore setau income. oi income k amra grhina kori ken… dolancer or addclick hoitese oi type incomer digitar format…. kemon ans disi???

ভাই জান আপনাদের জন্য একটা দুংখের সংবাদ দেব। Skylancer আবার কাজ শুরু করছে। আমি জানি এটা আপনাদের জন্য বিশাল দুংখের সংবাদ । ভাল থাকবেন। আশা করি আপনাদের উত্তর পাব ।

    @Md Mehedi Hasan Nayon: keu keu vikkha kore income kore tatei santi pay, keu keu tar bon or bou k deho bebsa koraia seta nie gorbo feel kortei pare. je jei vabe income kore santi pay, setate karoi kisu bolar nai…. PTC sei type income er digital format. 1jon sikkhito sele jodi churi kore , vikkha kore, bon k die bebsa koraia income kore setate santi pay, tate amder badha dewar kono odhikar nai