গুগল ম্যাপের যে দশটি জায়গা আপনি কখনোই দেখতে পারবেন না!

নেদারল্যান্ডে অবস্থিত এই রয়্যাল প্লেস আপনি দেখতে পারবেন না। এখানে ডাচ রয়্যাল ফ্যামিলি সহ অনেক গুরুত্বপূর্ণ রেসিডেন্স রয়েছে।


এই এয়ারপোর্টটি গুগল ম্যাপে সাদা হয়ে আছে আর জুম করলেও কিছুই দেখা যাবে না।

চিলিতে অবস্থিত এই ন্যাশনাল পার্কটি গুগল ম্যাপে একটি মার্কার শুধু শো করবে। এখানে অনেক প্রাইভেট রিজার্ভ রয়েছে প্রাণী জগতের।


মানুষের তৈরি কিউই ড্যাম যা সাউথ ক্যারলিনাতে অবস্থিত আর এটাও গুগল ম্যাপে ঘোলা করে দেয়া হয়েছে।


রাশিয়ার এই স্থানটি কেন ঘোলা করে দেয়া হয়েছে তা জানা যায়নি।


জাপানের এই এয়ারপোর্টটি গুগল ম্যাপে সাদা দেখাবে। এটা জাপানের ম্যারিটাইম সেলফ ডিফেন্স ফোর্স ব্যবহার করে।


 

আমেরিকা এই স্থানটি আর্মিদের বায়োলজিকাল এবং ক্যামিকাল ওয়েপন টেস্ট করার জন্য ব্যবহার করে।


২০১০ এ চালু হওয়া এই পাওয়ার প্লানটি নিয়ইয়র্কে অবস্থিত। প্রাকৃতিক গ্যাস থেকে এখানে বিদ্যুৎ উৎপন্ন করা হয়।


ইরাকের এই ব্যবিলন শহরটিও গুগল ম্যাপে স্পষ্ট করে দেখা যাবে না।


নেদারল্যান্ডের আরেকটি ডাচ রয়্যাল ফ্যামিলির গোপনীয় স্থান এটি। আর্মি এয়ার ফোর্সের কিছু অংশ বুঝা যায়।

পোস্টটি লিখেছেন টিউটোহোস্টের অনলাইন মার্কেটিং বিভাগে কর্তব্যরত ও টেকটিউনসের টপ টিউনার হাসান যোবায়ের। পূর্বে প্রকাশিত টিউটোহোস্ট ব্লগ

 

Level 0

আমি টিউটোহোস্ট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 162 টি টিউন ও 69 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টিউটোহোস্ট বাংলাদেশের একটি জনপ্রিয় ওয়েব হোস্টিং সেবাদানকারী প্রতিষ্ঠান। যুক্তরাস্ট্র এবং যুক্তরাজ্য ভিত্তিক দ্রুতগতির বেশ কিছু ওয়েব সারভারে গুরুত্বপূর্ণ তথ্যগুলো নিরাপদে সংরক্ষণ করা হয়। আমরা এদেশে ২৪ ঘন্টা এবং বছরে ৩৬৫ দিন অনলাইন এবং ফোন সাপোর্টের ব্যবস্থা রেখেছি। বাংলেদশসহ অনেক দেশের জনপ্রিয় ওয়েবসাইট আমাদের সারভার ব্যবহার করছে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

awesome tune !!!! Thanks tuner

Level 0

xotill

ভালো টিউন। মাগার Area 51 নাই কেন? 🙄

Accha ai placegulo ki onnanno map e dekha jay?Like Bing Map?Tune ta joss

খুবই সুন্দর ইনফর্মেশন , ধন্যবাদ শেয়ার করার জন্য

এর সাথে যুক্ত হতে পারে বাংলাদেশের অধিকাংশ স্হান!! এতবেশী নিরাপত্তা বাংলাদেশে?? ব্যাপার সেটা নয়, টেকনোলজিতে পিছিয়ে থাকায় দেশের অনেক স্থানের ইমেজারি আপডেটই করা হয়না। 🙁

মোবাইলে গুগোল এর মেপ দিখি তোখন যেখানে থাকি সেখান চিন্হ দেখায়। কিন্তু কম্পিউটারে দেখায় না কেন। আলাদা লিংক থাকলে দেন?

Level 0

Excellent Information. Thanks for upload tuner.

Buffalo Niagara International Airport তো দেখা যায়।হয়তো আপনার নেটে প্রবলেম ছিল।