[thumb]http://uploading.com[/thumb]
http://uploading.com
আমরা অনেকেই রেপিড শেয়ারকেই সবচেয়ে বাজে হোস্টিং সার্ভার মনে করে থাকি কিন্তু এর চেয়ে বাজে হোস্টিং সার্ভার আছে যেগুলো থেকে ফাইল ডাউনলোড করার জন্য আপনি বসে বসে টাইম কাউন্ট করবেন কিন্তু ফাইল আর ডাউনলোড হতে দেখবেন না । আর হলেও আপনার সেটা লাক । আমি আপনাদের সতর্ক করার জন্য পোষ্টটি অনেকদিন ধরেই করব করব ভাবছি কিন্তু এটা বলা চলে একটি বিতর্কিত পোষ্ট তাই এতদিন করা হয় নি । আজ তাই এই টিউনের মাধ্যমে আপনাদের জানানো হচ্ছে যে এই সার্ভারের লিংক দেখলেই আপনারা ১০০ হাত দূরে থাকবেন । নাহলে সময়ের আপচয় আপনারই হবে । ডাউনলোড আর করা হবে না । আশা করি এরপর থেকে আপনারা সতর্কিত হবেন ।
আরও একটি আছে যেটা থেকে পাউনলোড করতে আপনাকে কমপক্ষে ৯ মিনিট বা ৫০০ সেকেন্ড অপেক্ষা করতে হবে তারপর আপন যদি ভুলক্রমে পিনকোড ভুল চাপেন তাহলে আপনাকে আবারও ৫০০ সেকেন্ড বা প্রায় ৯ মিনিট অপেক্ষা করতে হবে । যা আপনার সময় এবং পরিশ্রম বাড়াবে ।
[thumb]http://www.easy-share.com[/thumb]
http://www.easy-share.com/
[thumb]http://www.hotfile.com[/thumb]
http://www.hotfile.com/
এই সার্ভার থেকে ফাইল ডাউনলোড খুব সহজেই করা যা তবে কিছু সীমাব্ধতা আছে যেমন আপনিফাইল ডাউনলোড করলে অনেক সময় পিনকোড আসবে যদি ওই টা ভুল কবেন আবার ৩০ সেকেন্ড বাড়তি গুনতে হবে এবং একবার ফাইল ডাউনলৌড করলে ১৫ মিনিটের মধ্যে আর ফাইল ডাউনলোড করতে পারবেন না ।
আশা করি নিচের টা থেকে সেইরকম কোন সমস্যার মুখোমুখি হবেন না তবে উপরের দুইটা সাইট থেকে সম্পূর্ন ভাবে দূরে থাকুন ।
আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...
Thanks for your information.