আসসালামুয়ালাইকুম। কেমন আছেন আপনারা। আশা করি ভালই আছেন। আজ আমি আপনাদেরকে একটা গুরুত্তপুর্ন বিষয় সম্পর্কে কিছু কথা বলব। তবে বলে রাখি, এটা আমার প্রথম টিউন্স। তাই আমার সকল ভুল গুলো মাফ করবেন। যাই হোক, এখন কাজের কথায় আসি। এখন যে দিকেই যাবেন শুধু পিটিসি তথা ক্লিক বাজি চলতেসে। ভুয়া এইসব কম্পানি অনলাইন ইনকাম এর কথা বলে কোটি কোটি টাকা গুছিয়ে নিয়ে উধাও হয়ে যাচ্ছে। আবার কিছু কিছু যেমন Dolencer, Microclicker, Skylancer নামক কিছু কম্পানি আসে এবং টাকা দিতেছে। কিন্তু তাদের আবার Time up লাগে ৩০ সেকেন্ড । আমাদের নেট এর যে অবস্থা তাতে ঐ সাইট গুলো লোড হইতেই অনেক সময় লাগে। এখন আমি এমন একটা সফটওয়্যার এর কথা বলব যেটা দিয়ে আপনি কমিয়ে দিতে পারেন Time up কে।
প্রথমে Software টিকে Dowonload করে ফেলুন। তারপর Unzip করে Install করে নেন। যে সাইট গুলোতে আপনি কাজ করবেন সেগুলো Open করে নিয়ে Software টি চালু করেন। এবার file এর ঠিক নিচেই দেখুন Found নামের একটা বাটন আসে। ঐ টা তে ক্লিক করুন। আপনি যত গুলো Browser চালু করেছেন তার একটা তালিকা ঐখানে পাবেন। যে Browser এ আপনি পিটিসি সাইট নিয়েছেন সেইটা Select করে open বাটন এ ক্লিক করুন এবং ডান পাশে Enable Speedhack এ টিক দিন। Memory Scan Option এর Start Value 30 এবং Stop Value 0 করে দিয়ে নিচের speed bar কে পছন্দ মতো পরিবর্তন করে Apply এ ক্লিক করুন। তার পর দেখুন আপনার Browser এর Speed কেমন হয়।
যেহেতু এইটা আমার প্রথম টিউন্স তাই আপনার ভাল মন্দ কমেন্টস আশা করতেছি।
Facebook আমাকে পাবেন।
সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আমি আব্দুল মালেক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 39 টি টিউন ও 141 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
amn akta cute softwer deyar jonno onk thanks..