গুগলের বাইরে পাচঁটি ইমেজ সার্চ।

ছবি শুধু মানুষের স্মৃতি হয়েই থাকে না বরং এই ছবি মানুষের বিভিন্ন কাজেও ব্যবহৃত হয়ে থাকে। নানান ধরণের ছবি নানান ধরণের কাজে ব্যবহৃত হয়। আমাদের যখন কোন প্রয়োজনীয় ছবির প্রয়োজন পড়ে তখন আমরা কোটি কোটি ছবি থেকে তন্ন তন্ন করে প্রয়োজনীয় ছবি খুঁজে বের করি। ইমেজ সার্চ অন্যান্য সাধারণ সার্চের মতই। আমরা ইমেজ বিভিন্ন সার্চ ইঞ্জিনে সার্চ দিয়ে থাকি। সার্চ ইঞ্জিন ইমেজের ধরণ, লাইসেন্স, ট্যাগ, কী-ওয়ার্ড ইত্যাদির মাধ্যমে সার্চ করে। কিছু কিছু রিজার্ভওয়ার আছে যেমন Flickr, Stock.xchng, Photobucket, Morguefile et.al। কিন্তু আপনার প্রয়োজনীয় ইমেজ বা ফটোর জন্য গুগল ইমেজই সবচেয়ে শক্তশালী। আমাদের প্রয়োজনীয় যেকোন ইমেজের জন্যই আমরা গুগল ইমেজে সার্চ দেই। কিন্তু গুগলের বাইরেও কয়েকটি ইমেজ সার্চ সাইট রয়েছে। আজকে আমি এই রকম পাচঁটি কার্যকরি ইমেজ সার্চ সাইটের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। চলুন এক নজরে দেখি গুগলের বাইরে আর কি কি রয়েছে ইমেজ সার্চের জন্য।

Cyclo.ps:

Cyclops

Cyclo.ps স্টক ফটোগ্রাফি সার্চ ইঞ্জিন হিসেবে এটি সব সময় BigStockPhoto, Flickr, Fotolia, Cutcaster, StockVault, Photos.com, ShutterStock and stockx.xchng এই সব সাইটে দৃষ্টিপাত করে। সার্চ ইন্টারফেস টিপিক্যালি সাধারণ এবং আপনি নির্দিষ্ট স্টকে ফটো সাইট অথবা সব গুলোতেই যেতে পারেন একবারে। একটি হরিজেন্টাল মেনু এবং একটি ড্রপডাউন দেখতে পাবেন ভাল সাইটের দ্বারা। Cyclo.ps ইউজারকে একটি লাইট বক্স একাউন্ট দেয় যেখানে ট্যাগ, শেয়ার প্লাস আইকনে ক্লিক করে শেয়ার করতে পারবেন।

Pixsy:

Pixsy

Pixsy-তে আপনার যা প্রয়োজন তা টাইপ করে সার্চ দিলেই কোটি কোটি ইমেজ থেকে আপনার প্রয়োজনীয় ইমেজ বা ভিডিও পেয়ে যাবেন। এই সার্চ প্ল্যাটফর্মে আপনি ইমেজ এবং ভিডিও উবয়ই পাবেন। এখানে থাম্বনেইলে ক্লিক করলে আপনি সরাসরি সোর্চ পেয়ে যাবেন। সার্চ ওয়েব পেজে দুটি ফ্রেম লেআউট ওপেন হয়ে Pixsy ব্রিপ উপরে থাকবে এবং সোর্চ পেজ নিচে থাকবে।

Spffy (Beta):

Spffy

ইমেজ এবং ভিডিও খুঁজে বের করার জন্য Spffy (Beta) মাল্টি সার্চ ব্যবহার করতে পারেন। Spffy চেক করে সার্চের ক্রস-সেকশন যেমন- স্টক ফটো সাইট, ওয়েব সোর্চ যেমন- Flickr, পাবলিক ডোমেইন সাইট এবং ভিডিও ইউটিউব থেকে।

Incogna:

Incogna

Incogna কানাডা ভিত্তিক একটি সার্চ ইঞ্জিন কোম্পানী। এখানে আপনি মজাদার রেজাল্ট পাবেন যা এখানে অন্যান্য প্রফাইলে চিহ্নিত করতে পারবেন। এখানে ইমেজ খুব দ্রুত সার্চ হয়। কিন্তু রেজাল্ট সংখ্যা কম। আপনি কী-ওয়ার্ড দিয়ে ইমেজ সার্চ করতে পারবেন।

PicSearch:

Picsearch

PicSearch ওয়েবে ইমেজের জন্য অনেকটা ইন্ডেক্সের মত। এবং সম্ভবত এটি সবচেয়ে সেরা। এই সাইটটি একটি অনন্য সাইট। এই সার্চ ইঞ্জিনে ৩,০০০,০০০,০০০ এর উপর ইমেজ রয়েছে। আপনি এখানে কিছু প্রিফারেন্স সেট করতে পারেন যেমন ইন্টারফেস ল্যাঙ্গুয়েজ। এই সাইটটি খুব দ্রুত লোড হয় এবং ইমেজের এক বিশাল কালেকশন।
গুগল ইমেজের কথা আর নাই বললাম তবে ইমেজ সার্চের জন্য গুগল ইমেজের পাশাপাশি এই পাচঁ সাইট ও বেশ কার্যকরি।আপনারা কেউ এই ধরণের আরও সাইটের কথা জানলে আমাদের সাথে শেয়ার করুন।

Level 0

আমি ইয়াসিন আরাফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 134 টি টিউন ও 406 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এই তো শুরু পথ চলা.. চলছি আমি একলা.. অনেক কিছু আমার মাঝে.. সুযোগ পেলেই করে খেলা..


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ । খুবই সুন্দর টিউন ।

http://www.KnowForLife.com
নিজে ভিজিট করুন ,অন্যকে ভিজিট করতে বলুন,
———– ধন্যবাদ ———–

Level 0

Google is the best.