প্রস্থর যুগে বন্য জন্তুর আক্রমন থেকে নিজেদের রক্ষা করার উদ্দেশ্যে মানব জাতি আগুন ব্যাবহার করত। লৌহ যুগে এক রাজ্য অন্য রাজ্যকে আক্রমন করত তাই তারা তাদের রক্ষার জন্য দূর্গ তৈরি করত। এবং এই ধারাবাহিকতায় Silicon যুগে হ্যাকাররা সাধারন মানুষদের কম্পিউটার থেকে information চুরি করে তাদের ক্ষতি করছে। এই আক্রমন প্রতিরোধ করতে আমাদের আছে এন্টিভাইরাস সফটও্যায়ার। এখন আমরা হ্যাকারদের প্রতিরোধ করতে পেয়েছি এন্টিভাইরাস সফটও্যায়ার এর মাধ্যমে। এন্টিভাইরাস সফটও্যায়ার আমাদের সকল ধরনের সাইবার আক্রমন থেকে নিরাপধ রাখছে।এন্টিভাইরাস সফটও্যায়ার এর প্রধান কাজ হচ্ছে হার্ড ড্রাইভ , ই - মেইল , ইন্সট্যান্ট মেসেজ(আই,এম) ,নেটওয়ার্ক গেটওয়ে এবং অন্যান অরক্ষিত অবস্থান যে সব জায়গা দিয়ে ম্যালওয়্যার ঢুকে ব্যাবহার কারির ক্ষতি করে তা থেকে রক্ষা করা।যথারীতি একজন কম্পিউটার ব্যাবহারকারীর পক্ষে সব ধরনের সাইবার আক্রমন প্রতিহত করা অসম্ভব। এই কারনে এন্টিভাইরাস সফটওয়্যার খুব প্রয়োজন। আর বুলগার্ড এন্টিভাইরাস এমনি একটি প্রোগ্রাম, তাই বুলগার্ড এন্টিভাইরাস ব্যাবহার করুন এবং আপনাদের ডিজিটাল লাইফ কে সকল কম্পিউটার ভাইরাস থেকে সুরক্ষায় রাখুন।
আমি BullGuard। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 4 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
তৃতীয় শ্রেনীর antivirus