ধরুন আপনি একজন নতুন ফ্রিলাঞ্চার এবং আপনি প্রথম মাসে ৫০ USD আয় করলেন তার পরের মাসে ৭০ তার পরের মাসে ১০০ এভাবে ১ বছর পর ১৫০ থেকে ২০০ usd। তার পরবর্তী সময়ে আপনাকে আরও earning এর জন্য অনেক কষ্ট করতে হবে কেননা তখন এক্সপার্ট ফ্রিলাঞ্চারদের সাথে আপনাকে প্রতিদ্বন্দ্বিতাই নামতে হবে। তাছাড়া অনেকে আছেন যারা পুরান ফ্রিলাঞ্চার এবং যদি আপনি অনেক আগে থেকে এই পেশার সাথে জড়িত থাকেন তাহলে নিশ্চয় এখন অনুধাবন করতে পারছেন যে, buyer ও provider সংখ্যানুপাতে কেমন পরিবর্তন এসেছে? আর যারা নতুন তারা কেবল bids দিয়েই যায় খুব কম কাজ পায়।
আসলে outsourcing এ অধিকাংশ কাজ থাকে website নির্ভর যেমনঃ data-entry, chaptha, programming, graphics design, multimedia etc.
এখন একটু ভাবেন, আপনি outsourcing এ যার কাজ করে দিচ্ছেন সে আপনাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে এবং আপনাকে যে পরিমানে টাকা দিচ্ছে আপনি সেই টাকাই সন্তুষ্ট হচ্ছেন কিন্তু যে আপনাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে সে নিশ্চয় আপনার চেয়েও বেশি লাভবান হচ্ছে বা হবে। এখন আপনি যদি outsourcing এর মাধ্যমে কাজ না করে নিজেই নিজের ওয়েবসাইট এ কাজ করেন তাহলে দেখা যাবে যে, একটা সময় পর আপনি আপনার website থেকে যে পরিমানে আয় করছেন সেটা একজন ভাল ফ্রিলাঞ্চার এর মোট আয় এর কয়েকগুনেরও বেশি।
তবে আমি আপনাকে outsourcing এ কাজ করতে নিষেধ করছি না। আপনি outsourcing এ কাজ করেন পাশাপাশি নিজের একটা website রান করুন, ওয়েবসাইট অভিজ্ঞ লোকের কাছ থেকে পরামর্শ নেন, আস্তে আস্তে কাজ শুরু করেন। আশা করি একটা সময় পর বেশ লাভবান হবেন। কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।
আমি Anisur Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 51 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Web Developer at NetBit LTD. i specialize in: SEO, Blogging, Affiliate Program, Hardware and Software, Front-end development, Video Editing. আমার ফেসবুক আই.ডি.: http://facebook.com/bdcmc স্কাইপি আই.ডি.: gsm_noman
onek shundor o totthobohul tune. but too short….