আউটসোর্সিং বনাম Vertical ইন্টিগ্রেশন! কোনটিকে প্রধান করবেন?

ধরুন আপনি একজন নতুন ফ্রিলাঞ্চার এবং আপনি প্রথম মাসে ৫০ USD আয় করলেন তার পরের মাসে ৭০ তার পরের মাসে ১০০ এভাবে ১ বছর পর ১৫০ থেকে ২০০ usd। তার পরবর্তী সময়ে আপনাকে আরও earning এর জন্য অনেক কষ্ট করতে হবে কেননা তখন এক্সপার্ট ফ্রিলাঞ্চারদের সাথে আপনাকে প্রতিদ্বন্দ্বিতাই নামতে হবে। তাছাড়া অনেকে আছেন যারা পুরান ফ্রিলাঞ্চার এবং যদি আপনি অনেক আগে থেকে এই পেশার সাথে জড়িত থাকেন তাহলে নিশ্চয় এখন অনুধাবন করতে পারছেন যে, buyer ও  provider সংখ্যানুপাতে কেমন পরিবর্তন এসেছে? আর যারা নতুন তারা কেবল bids দিয়েই যায় খুব কম কাজ পায়।


আসলে outsourcing এ অধিকাংশ কাজ থাকে website নির্ভর যেমনঃ data-entry, chaptha, programming, graphics design, multimedia etc.
এখন একটু ভাবেন, আপনি outsourcing এ যার কাজ করে দিচ্ছেন সে আপনাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে এবং আপনাকে যে পরিমানে টাকা দিচ্ছে আপনি সেই টাকাই সন্তুষ্ট হচ্ছেন কিন্তু যে আপনাকে দিয়ে কাজ করিয়ে নিচ্ছে সে নিশ্চয় আপনার চেয়েও বেশি লাভবান হচ্ছে বা হবে। এখন আপনি যদি outsourcing এর মাধ্যমে কাজ না করে নিজেই নিজের ওয়েবসাইট এ কাজ করেন তাহলে দেখা যাবে যে, একটা সময় পর আপনি আপনার website থেকে যে পরিমানে আয় করছেন সেটা একজন ভাল ফ্রিলাঞ্চার এর মোট আয় এর কয়েকগুনেরও বেশি।
তবে আমি আপনাকে outsourcing এ কাজ করতে নিষেধ করছি না। আপনি outsourcing এ কাজ করেন পাশাপাশি নিজের একটা website রান করুন, ওয়েবসাইট অভিজ্ঞ লোকের কাছ থেকে পরামর্শ নেন, আস্তে আস্তে কাজ শুরু করেন। আশা করি একটা সময় পর বেশ লাভবান হবেন। কষ্ট করে পড়ার জন্য ধন্যবাদ।

Level 0

আমি Anisur Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 51 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Web Developer at NetBit LTD. i specialize in: SEO, Blogging, Affiliate Program, Hardware and Software, Front-end development, Video Editing. আমার ফেসবুক আই.ডি.: http://facebook.com/bdcmc স্কাইপি আই.ডি.: gsm_noman


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

onek shundor o totthobohul tune. but too short….

ভাইজান এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিয়ে উল্টোদিকে হাটিহাটি-পা পা করছেন যে !! এত তাড়াতাড়ি হতাশ খাইলেন !!! কেন ভাইজান বেশী খাটনি খাটনি লাগতাছে – ফ্রিল্যান্সিং কইরা ব্রেন কি কাজ করা বন্ধ কইরা দিতাছে !!!

    @তরঙ্গ: এটা লাঙ্গল না যে হাল ছেড়ে দেওয়া যায়। আর হ্যাঁ আমি হতাশ হব কেন? আমি নিজে ২০০৫ সাল থেকে একজন ফ্রিল্যান্সার হিসেবে odesk.com, freelancer.com এ কাজ করেছি। তারপর ২০০৭ সাল থেকে ইন্টারনেট মার্কেটিং এর সাথে জড়িত। আমি অনেক আগেই আউটসোর্সিং থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি। এখন আমি একটা IT ফার্ম এ চাকুরীরত। মাঝে মাঝে নতুন ফ্রিল্যান্সারদের আউটসোর্সিং প্লাটফর্ম থেকে বিভিন্ন কাজ নিয়ে করাই।

Level New

“নিজের একটা website রান করুন ” বলতে কি বুঝাচ্ছেন ? আমি নিজে একটা website বানাইলাম, এর পর আমার কাজ কি ??

খাপছাড়া একটা লেখা। আপনার এই দিক দিয়ে ভাবার কোন মূল্য নেই। আমি প্রথম মাসে যা আয় করেছি তা বাড়তেই আছে এবং আমাকে এখন আর কাজের জন্য বিড করতে হয় না। কিছু বায়ার স্কাইপিতে, মেইলে এমনকি ফোন করে কাজ দেয়। কাজ জানলে কাজের অভাব হয় না। আর প্রতিদিনই গড়ে ৪-৫ টা ইন্টারভিউ পাই বিড ছাড়া। তবে হ্যা, চিটারি, দুই নম্বরি করলে হারিয়ে যাবেন এটা ঠিক।

    @টিউটো বিডি: আসল সত্য কথাটা সবারই জানা প্রয়োজন, আপনার ভাবা আর না ভাবার মাঝে আমি কোন নতুনত্ব পেলাম না। আমি এখন নিজের কিছু ওয়েবসাইট চালাই, আমি নেট থেকে মাস শেষে যে পরিমানে আয় করি সেটা একজন এক্সপার্ট ফ্রিল্যান্সারের পক্ষে ১ বছরে আয় করা সম্ভব কিনা সন্দেহ!!!
    বর্তমানে আমার hourly যে রেট সেটা কারর পক্ষে দেওয়া সম্ভব না। যদিও কথাগুলো আপনাকে না বললেও হত, কারন আপনি আউটসোর্সিং এ অন্ধভাবে সক্রিয়, আরে ভাই আমিও যদি এখনও আউটসোর্সিং এর সাথে জড়িত থাকতাম তাহলে মাসে হইত ৫০০/৮০০ ডলারের বেশি আয় করতে পারতাম না, নিজের সাইট থেকে এখন অনেক বেশি আয় করতে পারি, আর আপনাদের আউটসোর্সিং এ কাজ করতে নিষেধ করছি না। আউটসোর্সিং এ কাজও করেন অন্যান্য ক্ষেত্র থেকেও আয় করুন এটাই ছিল আমার আশা। আমি youtube থেকে যে পরিমানে আয় করি সেটা আপনি শুনলে বিশ্বাস করবেন কিনা জানি না, কিন্তু পরিমানটা আপনার চিন্তাশক্তির বাইরে।

    আপনি কি মনে করেন techtunes শুধুমাত্র টিউন এর জন্য তৈরি? এ থেকে কোন আয় হয় না?
    আপনি জানেন কি, ফেসবুক এর অ্যালগোরিদম, script, server, security সব কিছু টাকা থাকলে বাস্তবায়ন করা সম্ভব কিন্তু ফেসবুক এর অবস্থানে যাওয়া কতটা কঠিন? আর ওই অবস্থানে যাওয়ার জন্য যেটা প্রয়োজন সেটা হল Marketing। যাহোক অনেক কথা বলে ফেললাম, অন্যায় অনেক কিছু বলে ফেলেছি যার কারনে আমার উপর রাগ করতে পারেন, এখানে আর কোনদিন কিছু লিখব না, সত্য কথা বলতে যেয়েই বিপদে পড়লাম! Good bYe.

opottasito tune……..new der asha theke bonchito korben na plzzz

খাপছাড়া টিউন, টিউনার কি বোঝাতে চেয়েছেন টিউনার ছাড়া আর কেউ বুঝতে পারঝে বলে মনে হয় না।

    @Emran: @আরমান: আমি যেটা বুঝাতে চেয়েছি সেটা হয়ত বুজাতে পারি নি, কিন্তু টিউনটি খাপ ছাড়া হল কিভাবে আপনি তো কিছু বুজতেই পারেন নি?

      Level 0

      @আনিসুর রাহমান (নোমান): apnar lekhata tik somoyer age lekha hoye geche, eta apnar ba user karor dos noy. time er dos.

      ekhankar user ra (including me), freelance valo korei suru korte parlo na, ar apni freelance ses kore aro boro howar rasta bolchen, etai user der bujhte kosto hoche.

      apnar mul kothatar daam obossoi ache. thanks 🙂

Vai apnar tune diye ki bojhate chaicen sob e bujhci…..ar jara bujhe nai tara bujhbe na……eta sobar mathai rakha uchit sobar e kaj kam ace….sara din bose tune likhbo to kaj korbo kokhon…jader kono kam nai tarai ekhane 1000 word er tune lekhe…

@Noman Vai
ami bujhci vai….tens niyen na amar moto aro onekei bujhce..
ami nijeo odesk e kaj kori…ekhon vabci tar pasapasi apnar kotha tao mathai rakho
Thanks

Level 0

Website run করতে গেলে কি করব আর আমি ভাইয়া Freelancing এ নতুন। এর আগে Account করেছিলাম কিন্তু সময় ও সুবিধা মত কাজ করা যায় ন। একটু জানলে উপকৃত হব। Email: [email protected]