গণলুট শেষে Onlineaddclick.net আত্মগোপন করেছে। হরিরলুটের শিকার স্কুল পড়ুয়া থেকে বয়বৃদ্ধ পর্যন্ত

 

আসসালামু আলাইকুম।

এর আগের আমার দুটি টিউনে অনেক কথা লিখেছিলাম পিটিসি সাইট সম্পর্কে । এছাড়া অনেক টিউন হয়েছে টিটিতে পিটিসি সাইট নিয়ে। হটাত গজে ওঠা কিছু পিটিসি সাইট

বিশাল প্রলভন দেখিয়ে গণলুটপাট করে টাকা হাতিয়ে নিল আমাদের দেশের সাধারণ সাদামাঠা লোকদের কাছথেকে। এর মাছে অল্প কাজে বিশেষ লাভ দেখিয়ে টাকা হরির লুট

সম্পন্ন করেছে  Onlineaddclick.net

এদের অনেক জেলা দালাল সম্পাহে আয় করেছে ১০০০০০- ২০০০০০ টাকা। অনেকে গাড়ি বাড়ি কিনেফেলেছে

গণলুটে অংশ নিয়ে। বরাবরের মত সাধারণ সাদামাঠা লোক জন এতে হারিয়েছে গাটের টাকা। কম্পানীটি শুরু থেকেই বিভিন্ন চমক দেখিয়ে বিশাল অংকের লাভ হবে

বলে প্যাকেজ আকারে টাকা নিয়েছে মেম্বারদের কাছ থেকে ১০০-১০০০ ডলার (ফেক) এর মাধ্যমে দিয়েছে সদস্য পদ যার প্রতি ডলারের মূল্য ৭০০ টাকা । কোন

দেশের ডলার এটি জানা নেই শুরু হয়েছে এর কে না বেচা ৭০ টাকায় বর্তমানে এটি ১০-১২ টাকা দরে বিক্রি হচ্ছে। আমাদের দেশের প্রশাসনের নাকের ডগায় বসে  এভাবে হরির

লুট করে নিয়ে গেল নাম সর্বস্ব কম্পানী Onlineaddclick.net এখনও কিছু প্রতারক  ১০-১২ টাকা হারে এই কম্পানীর ফেক ডলার ক্রয় করে ৭০ টাকা

দরে দেশের প্রত্যান্ত এলাকায় বিক্রির মাধ্যমে প্রতারণার মাধ্যমে লুটে নিচ্ছে টাকা। সাইট টিতে যোগাযোগের কোন ব্যবস্থা নেই, দুর্বল কাঠামো, যোগাযোগ সেগমন্ট এর

জায়গাটিতে কোন মেইল লিখলে সাইট মালিক পক্ষ কোন ধরণেল জবাব দেয়ানা তাদের কোথায় সর্ভার রাখা আছে সে সম্পর্কে জরিপ কারি প্রতিষ্ঠানের জরিপের

ফলাফল এক এক সময় এক এক রকম দেখা যায়। জাল ব্যাংক পেমেন্ট দেখিয়ে বিশ্বাস অর্জন করেছে কম্পানীটির দালাল রা এবং এভাবে তারা বিভিন্ন সময় জানায়

তারা নিয়মিত ব্যাংক পেমেন্ট পায়।

প্রকৃত পক্ষে এটি একটি গোলক ধাদা বলে মনে হয়েছে আমার বিচার বিশ্লেষণ করতে গিয়ে। হায়রে আমাদের দেশের নাগরিক

অধিকার যে কোন লোক আমাদের দেশে প্রশাসনের নাকের ডগায় আমাদের জান মাল, সম্পদ লুট করে নিলেও রাষ্ট্র কোন নিরাপত্তা দেয় না। আসলেই হতভাগা আমরা।

পিটিসি সাইটির আয় তাদের হিসাবে জমা হয় কখনও নেগেটিভ ব্যালান্স যারা মানে হলো তারা কাজ করিয়ে নিয়ে আপনার কাছে টাকা পাবে 

হিসাবে আবার কখনও পডেটিভ ব্যালান্স হিসাবে। সাইটের আয়ের উতস বা মাধ্যম

ইউনিক ভিজিটর। এর ভিজিটর সংখ্যা প্রায় দুই লক্ষ। সাইট টিতে ভিজিট করলে দেখায় বিভিন্ন দেশের লোক এখানে জড়িত রয়েছে। কিন্তু আমাদের দেশের আইপি

থেকে রেজিষ্টেশন করে কান্ট্রি সেগমেন্টে অন্য দেখে দিলে সাইন আপ সেই দেশের হয়। (মজাদার তাইনা)....।

আমরা কিছু কথা শুনুন অনলাইন এ্যাড ক্লিক নামে কোন প্রতিষ্ঠান যদি থাকে এবং তারা যদি ভিসিটরেরর মাধ্যমে টাকা আয় করতে সক্ষম হয় তাহলে

সকলের উচিত হবে সাইট ভিজিট ও ক্লিক বন্দ করে দেয়া কেননা ভিজিটর ক্লিক করলেই তারা টাকা পাবে কিন্তু ইউজারদের দেবে কাচ কলা ছাড়া কিছুই দেবেনা(গত ৪৫

দিন থেকে তারা টাকা দেয়েনি)।  যদিও আমার তাদের আচরণ এবং সাইট ম্যানেজমেন্ট দেখে মনে হয়েছে এ নামে কোন প্রতিষ্ঠান নাই সুধু ডোমেইন ছাড়া এবং

তাদের আয় আশে প্রতারণার মাধ্যমেই সাইট ভিজিট করিয়ে তারা আয় করে বলে মনে হয় না?আর একটি কথা না বলই হয় না যত দিন আমাদের দেশের প্রশাসন

এমন থাকবে ততদিন পর্যন্ত আমাদের নিরাপত্তা, অর্থনৈতিক নিরাপত্তা, সামাজিক নিরাপতত্তা, ফিজিক্যাল টর্চার, দুর্নিতি, প্রতারণা, পরধন লুটপাট, হরির লুট,

ধিরে ধিরে বাড়তে থাকবে। আসুন আমরা শুধু অনুরোধ করি আমাদের দেশের প্রশাসনকে জনগণের টাকায় তারা আরাম আয়েশ করছে বিনিময়ে মানবিক দায়িত্ব

বোধ থেকে যেন অন্তত দেশের জন্য আমাদের আপমর জনগনের জন্য একটু কাজ করে দল মত নির্বিশেষে। কারণ মানুষকে তারা পণ্য ভাবছে মানুষ ভাবনা।

আমরা ধিরে ধিরে কোথায় যাচ্ছি। কোথায় থাকবে আমাদের প্রজন্ম নিরাপত্তায়? ডেসটিনি কোথায় কম ছিল তার সাথে আরও যোগদিল নতুন নতুন প্রতারক গোষ্টি

লুটপাট আর ঠকবাজদের থেকে বাচতে চাই।আমাদের কেউ বাচাও ওহে ক্ষমতাধর !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

আমার এ তথ্য গুলি মাঠপর্যায়ে জরিপ, বন্ধুদের আড্ডা, পাড়ার ছেলেদের হতাশার স্থল ওবং ফেসবুকের একটি ফোরাম থেকে সংগৃহীত

http://www.facebook.com/onlineaddclickbogra

Level 0

আমি মনির শিকদার। Programmer, Rabeya Jute Mills, Chapainawabganj। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 88 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am working as a programmer at Rabeya Jute Mills, Chapainawabganj, Bangladesh. Expert in Visual Basic, HTML, PHP, MySql, Wordpress, SEO, Webdesign, Web development, Basic Computer Troubleshooting, Database maintenance, Photoshop etc. Interested to help others.


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কি আর বলব ভাই ATN Bangla কয়েকদিন আগে এগুলো নিয়ে ধারাবাহিক টক শো-র আয়োজন করেছিল। এখন দেখি তাদের চ্যানেলেই একটি পিটিস সাইটের এ্যাড দেয়। নৈতিকতা বলতে দেশে কিছু নেই। আর আমরা এত লোভী হয়ে গেছি যে, শর্টকার্টে ধনী হবার যত ধরনের রাস্তা আছে তা সবই ট্রাই করি। ফিউচার নিয়ে কখনো ভাবিনা……আমাদের দেশ থেকে পিটিসি বা এমএলএম কখনোই যাবেনা.. আমাদের অতিরিক্ত লোভের কারণে……আর নৈতিকতা কি সেটা তো এখন আমরা জানিইনা…..

    @আরমান: আবির ভাই আমি বরাবর এটার বিরুদ্ধে লিখেছি কিন্তু ওদের টাকা পাওয়া দেখে কিছুটা হত বাব হতাম এখন পর্দা উঠেছে কিভাবে টাকা আসতো। দেখেছেন ব্যাংক ট্রান্সফার জাল করার নমুনা, ডেবিড কার্ড এর জাল নমুনা ওরা এগুলো দিয়ে ফেস বুকে শেয়ার করত পজেটিভ বানিয়ে। ধন্যবাদ মন্তব্যর জন্য

Level 0

thik hoise salara freelancing kore he he erpor dolancer . tao jodi gadhader huss hoi

    @Abir: আপনার কমেন্ট পড়ে আমার ও হাসি পেয়েছে ওদের মুখদেখলে দুখ লাগে আসে পাশের ছোট ভাই বড় ভাই সবাই প্রতারিত হয়েছে>>>>>>>>>>>>>>>>>>>>>..

Level 0

ভাই জনগন কে যতই আঙ্গুল তুলে দেখিয়ে দেন কোন লাভ নেই, আর প্রশাসনের কথা বলছেন, এরা তো প্রশাসনেরই দালাল, সরকার এদের থেকে মোটা অঙ্কের টাকা পেয়ে থাকে,

    @AnjelSky: আমার কাছে প্রমাণ নাই তবে অনুমান করতে পারি তাদের আচরণ দেখে আর সেই করণেই বলছিলাম একটু মানবিক হতে। ধন্যবাদ কমেন্টের জন্য

“দুঃখে বাজায় ঢোল আর লোকে বলে পাগল” ———– এখন আমার এ অবস্থা কারণ এখন সবার কাছে ফ্রিল্যান্সর বলে পরিচয় দিতে খুব লজ্জা করে। ইন্টারনেটে কাজের কথা আসলেই সবাই বলে বাবা কত click কর???????????????? হে হে হে হে

Level New

vai ami ei bapare jara taka hatiye nai tader kono dos dibo na ami dos dibo tader jara hatanor sujog dai.ato protaronar kotha sonar poreo tara kn asob jaigai taka dai?

    @nayonb: কর্মহীনতা, অধিক আয়ের আশা, চাহিদার তুলনায় সরবরাহের কমতি। রাজনীতিবিদদের বেকার সমস্যা তৈরী করার কৌশলগত কারণ (অবশ্য এটা কোনদিন দূর হবার নয়) আমাদের দেশের রাজনীতিবিদরাই বেকারত্ব বাড়াতে চায় কেননা মানুষ কর্মক্ষম হলে তারা জ্বালাতে পোড়াতে, মিটিং মিছিলে লোক পাবেনা, যত দারিদ্রতা, যত অভাব, যত বেকারত্ব তত রাজনীতিবিদদের লাভ…………… তাইনা ???????????????????//

vi fb page e share korlam , sobar sabdanotar jonno

    @Mahbub piyal: অনেক ক্ষতি হয়েছে। আমি টিটিতে এই থেকে বিরত রাখার জন্য অনেক টিউন দেখেছি, নিজেও লিখেছি লাভ হয় নাই , চেষ্টা চালান হয়ত একদিন ক্ষতি বাচানো যাবে? আমাদের চারিদিকে যত প্রতারক ভালমানুষ পাওয়া দায় কাকে বিশ্বাস করব আমরা সাধারণ মানুষ????????????????

Level 0

আমাকে একজন বললো তার কোম্পানি নাকি এই সরকার যত দিন থাকবে ততদিন অবশ্যই থাকবে তাই আমাকে বললো এই সুযোগে ৭০০ টাকা বিনিয়োগ করে কিছু কামিয়ে নে। আরেক জন তো আরেক ধাপ এগিয়ে সে বললো তার কোম্পানি নাকি “জয়” এর সাথে বিজনেস করে ।

Level 0

🙁 পিটিসি করে আর কয় টাকা আয় হয় কিন্তু কেউই বোঝে না। অনলাইনে ফ্রিল্যান্সার হিসেবে কাজ করার বিশাল সুযোগ রয়েছে। কে শোনে কার কথা 🙁 পিটিসি করা চাই চাই

    @swordfish: আমাদেরদেশে কম্পিউটার বিভাগে পাড়া শুনা করা লোকদের পরীক্ষা দিয়ে যোগ্যতার যাচাই হয় টাইপ করার পরীক্ষা দিয়ে, ভাবুনতো একজন প্রগ্রামারের নিয়োগ হচ্ছে টাইপিষ্টের যোগ্যতা জাচাই দিয়ে আর কি আশা করেন নীতি নির্ধারকদের কাছ থেকে. এখনও অনেক সময় লাগবে ফ্রিল্যানসিং শব্দটির সাথে পরিচিত হতে তবে অনেক পরিচিত হয়েছে গ্রাম বাংলার মানুষ ক্লিক করে ফেক ডলার আয় করে।কিছুটা মনে হয় ভাল দিক থাকতে পারে এই ক্ষতির। “ঘরে অনেক আলু, আগুন লেগেছে ঘরে। ঘর পোড়া শেষে আলুর দম খেয়ে উদরপুর্তি আর কি!! এই অবস্থাতেও একটু ফান করলাম।

      Level 0

      @মনির শিকদার: সঠিক কথা ফ্রিল্যান্সিং এর মানে বুঝতে আরো বহুদিন সময় লাগবে। এর আগে হারাতে হবে অনেক কিছুই

Level 0

আসলে আলো দেখলে পোকা সেখানে উরে জাবেই এবং মারা পরবেই

Level 0

ki bolbo bi sarar bangalir kondin hus hoibona ami ai on line notun but ami kaj sikhci .click korle taka ase mathay khele na ajooooooooob …dora khaite den

Level 0

http://www.instalancer.com নামের একটি সাইটে কাজ করছি। দয়া করে জানাবেন কি এটিও ভুয়া কি না?