আসুন জেনে নেয় এয়ারটেল Internet package সম্পর্কে……

আসসালামু আলাইকুম। টেকটিউনসের সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। কেমন আছেন সবাই? অনেক দিন পর লিখলাম।

ডাটা সার্ভিস
এয়ারটেল ইন্টারনেট মডেম | ডিভাইস ব্যবস্থাপনা

প্রিপেইড প্ল্যান:

সম্মানিত প্রিপেইড গ্রাহক, আপনার জন্য ২ ধরনের ইন্টারনেট প্ল্যান নিচে দেওয়া হলঃ

* পে এজ ইউ গো
* প্রিপেইড ভলিউম প্যাক

প্ল্যানঃ এ- পে এজ ইউ গো

বিষয়বস্তু

ডাটা লিমিট এবং মেয়াদ

চার্জ

পে এজ ইউ গো

২ পয়সা/কেবি

* রেজিস্টেশন

যেহেতু সার্ভিসটি প্রাক-সক্রিয়, আপনি সিম চালু করার সাথে সাথেই P1 ব্যাবহার করতে পারবেন।

* অ্যাক্টিভেশন সময়

যেহেতু সার্ভিসটি প্রাক-সক্রিয়, আপনি সিম চালু করার সাথে সাথেই P1 ব্যাবহার করতে পারবেন।
* সার্ভিসের মেয়াদ

আপনার ইচ্ছে মত যখন খুশি P1 সার্ভিস ব্যাবহার করতে পারবেন। আপনি যত কেবি খরচ করবেন তত পরিশোধ করতে হবে। কোন প্রকার মাসিক ফি নেই। ব্যবহারের কোন সীমা নেই।

প্ল্যানঃ বি - প্রিপেইড ভলিউম প্যাক

প্রিপেইড ভলিউম প্যাক

প্যাক স্থিতিকাল

ভলিউম এর ধরন

ডাটা ভলিউম

চার্জ

এসএমএস কি ওয়ার্ড

মেয়াদ

এসএমএস শর্ট কোড

মাসিক প্যাক

Heavy

৫ জিবি

৬৫০ টাকা+ ভ্যাট

P5

৩০ + অনুরোধে অতিরিক্ত দিন

5000

Moderate

৩ জিবি

৪৫০টাকা+ ভ্যাট

P7

৩০ + অতিরিক্ত দিন (অনুরোধে)

Light

১ জিবি

২৭৫ টাকা + ভ্যাট

P6

৩০ + অতিরিক্ত দিন (অনুরোধে)

পাক্ষিক প্যাক

Moderate

১২০এমবি

৯৯ টাকা + ভ্যাট

FPM

১৪+ অতিরিক্ত দিন (অনুরোধে)

Light

২০ এমবি

৩০ টাকা + ভ্যাট

FPL

১৪ + অতিরিক্ত দিন (অনুরোধে)

সাপ্তাহিক প্যাক

Moderate

৫৫ এমবি

৫০ টাকা +ভ্যাট

WPM

৬ + অতিরিক্ত দিন (অনুরোধে)

Light

২০ এমবি

২০ টাকা + ভ্যাট

WPL

৬+ অতিরিক্ত দিন (অনুরোধে)

দৈনিক প্যাক

Moderate

১৫০ এমবি

৫০ টাকা + ভ্যাট

P4

১+ অতিরিক্ত দিন (অনুরোধে)

Light

১০ এমবি

১০ টাকা + ভ্যাট

P9

১+ অতিরিক্ত দিন (অনুরোধে)

* রেজিস্টেশন

আপনি যখন একটি নিশ্চিতকরণ এসএমএস পাবেন যে আপনি ভলিউম প্যাক গ্রাহক হয়েছেন ,আপনার ব্যবহারের ধরন ভলিউম প্যাকের অধীনে বিবাচিত হবে।

* গুরুত্বপূর্ণ টীকা
o গ্রাহকরা একইদিনে একাধিক প্যাক কিনতে পারবেন
o আপনি একটি ভলিউম প্যাক কিনে থাকলে আপনার DA4 অ্যাকাউন্টের ব্যলেন্স বাদে আপনি যত খুশি তত ডাটা প্যাক ক্রয় করতে পারবেন। ডাটা ভলিউমযুক্ত হবে কিন্তু মেয়াদ সর্বশেষ ক্রয়ক্রিত প্যাকের মেয়াদ অনুসারে হবে।

উদাহরনঃ

মনে করুন আপনি মাসের ১ম দিন FPM (১২০এমবি@৯৯টাকা/১৫ দিন) কিনলেন। তারপর একই মাসের ১০ম দিনে আপনি একটি P9 প্যাক(১০এমবি@১০টাকা/১ দিন) কিনলেন। এই ক্ষেত্রে আপনার ব্যালেন্স যুক্ত হবে যেখানে আপানার মেয়াদ হবে ১১তম দিন এর রাত ১১:৫৯পর্যন্ত। মেয়াদ ১৫তম দিন পর্যন্ত প্রযোজ্য হবে না।
o ইন্টারনেট ব্যালেন্স এবং মেয়াদ জানতে ডায়াল *৭৭৮*৪# (ফ্রী)
o একবার ডাটা ভলিউম শেষ হওয়া মানে ইন্টারনেট ব্যালেন্স ০ থেকে ১ এমবি এর মধ্যে থাকা, কিন্তু মেয়াদউত্তীর্ণ না হলেও ইন্টারনেট ব্যবহার করা যাবে না।

তারপর, আপনি আরও ব্যবহারের জন্য নিচে উল্লেখিত যেকোনটি বাছাই করতে পারেন

অপশনএ(A): আপনি উপরে বর্ণিত যে কোন প্যাক পুনঃক্রয় করতে পারবেন

অথবা

অপশন বি(B): আপনি এসএমএস করতে পারেন 'PG2 লিখে ৫০০০ নম্বরে(১০কেবি/পয়সা+ভ্যাট)
o আপনি যদি অপশন বি(B) বেছে নেন তাহলে আপনি ১০কেবি/পয়সা রেট+ভ্যাট এ ব্রাউজ করতে পারবেন মেয়াদ থাকা পর্যন্ত।
o যেকোনো প্যাক এর মেয়াদ শেষের সময় ২৩:৫৯ ঘণ্টা( রাত ১১:৫৯)
o যদি আপনার প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার পর আপনি *৭৭৮*৪# ডায়াল করেন তাহলে নিচের বার্তাটি পাবেন, যেখানে ডাটার পরিমান শুন্য দেখা যাবে।

Remaining Internet: 0.00MB. Validity: 11:59pm, 29-Sep-2013.

* প্যাক ক্রয়ের নীতিমালা

প্রদত্ত দিন কোন ইন্টারনেট প্যাক ক্রয় করা যাবে না 0:00 ঘণ্টা (রাত ১২:00 টা) থেকে 0২:00 ঘণ্টা (রাত ২:00 টা), যদিও এই সময়ে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।

সবাইকে ধন্যবাদ...

Level 0

আমি সজিব আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 101 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আগা মাথা তো কিছুই বুঝলাম না

ভাই পেছাইয়া ফালাইসেন………।। একটু পেছ গুলান আলগা করেন দেখি!!!!!!!

vhai;speed koto pay eita kon………………………

    @ASHIK_SAJJAT: যদি পিসি তে ব্যবহার করেন তাহলে 5-7 কেবিপিএস পাবে । মানে মোবায়লে ব্যবহার এর জন্য ধন্যবাদ

আগা মাথা তো কিছুই বুঝলাম না

ব্যাপারটা ক্লিয়ার হইলো না, যাই হোক স্পিড কত পান সেইটা বলেন। একটা ক্রিন শট দেন।

Level 0

Thanks.

যদি পিসি তে ব্যবহার করেন তাহলে 5-7 কেবিপিএস পাবে । মানে মোবায়লে ব্যবহার এর জন্য ধন্যবাদ

vai ami WPL likhe 5000 a send korsi . but bar bar reply msg a bole “invalid keywords”.

    @Fida Al Hasan: আবার Light ২০ এমবি ২০ টাকা + ভ্যাট WPL ৬+ অতিরিক্ত দিন (অনুরোধে) try koron hoiaee jabee

এয়ারটেল ইন্টারনেটের মত বাজে এক্সপেরিয়েন্স আমার ইন্টারনেট ইউসেজ এর ইতিহাসে আর একটাও নাই 🙁

@ নীলআকাশ 100% সহমত ।

Level 0

আমি এয়ারটেলে সুখেই আছি । ডাউনলোড স্পীড ৩০-৩৫ kbs ।

tai le vi apni lucky boy…….