** এই বিষয়ে পুর্বে কোন টিউন হয়ে থাকলে দুঃখিত ! এবং-
** কোন ভুল হয়ে থাকলে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন ।
গুগুল ক্যালেন্ডার-এ কোন গুরুত্বপুর্ন বা ফালতু যে কোন ঘটনা ( যেমনঃ ক্লাস , পরিক্ষা , কারও জন্মদিন ...... ইত্যাদি,ইত্যাদি ) যেমন নিবন্ধন করে রাখতে পারবেন , তেমনি আপনি ইচ্ছে করলেই ইভেন্ট গুলোর "remainder" নির্দিষ্ট সময়ে মোবাইলে কিংবা ই-মেইলে পাঠাতে পারবেন।
সে জন্য আপানাকে-
- গুগুল ক্যালেন্ডার ব্যাবহার করতে হবে যা জি-মেইলে একটা আইডি থাকলেই হয় ।
- এবং মোবাইলে "remainder" পেতে আপনার মোবাইলটি নিবন্ধিত করতে হবে ।
গুগুল ক্যালেন্ডার ক্লাসের মনিটর / ক্লাস ক্যাপ্টেনদের জন্য উপকারী হতে পারে । কোন গুগুল গ্রুপে ক্লাসের সবাই জয়েন থাকলে , গুগুল ক্যালেন্ডারের মাধ্যমে সবাইকে যে কোন তথ্য জানানো সম্ভব । এ ক্ষেত্রে সময় এবং অর্থ দুইয়ের ই সাশ্রয় ।
আসুন এবার দেখি সম্পুর্ন পদ্বতিটি _
- ধাপ-১: জি-মেইলে লগইন করে "calender" বাটনে ক্লিক করুন বা "www.google.com/calender/render" এ প্রবেশ করুন ।
- ধাপ-২: "location এবং timezone" নির্বাচন করে "Continue" তে ক্লিক করুন।
- ধাপ-৩: তীর চিহ্নটিতে ক্লিক করুন ।
- ধাপ-৪: "settings" -এ ক্লিক করুন ।
- ধাপ-৫: তারপর "Mobile Setup" ।
- ধাপ-৬:আপনার মোবাইল নম্বরটি লিখুন ।
- ধাপ-৭: "Send Verification Code" -এ ক্লিক করুন । সাথে সাথে আপনার মোবাইলে একটি কোড পৌঁছে যাবে , কিন্তু মাঝে-মাঝে কিছুটা দেরি হতে পারে।
- ধাপ-৮: আপনার মোবাইলে আসা কোডটি প্রবেশ করুন ।
- ধাপ-৯: "Finish Setup" -এ ক্লিক করুন ।
- ধাপ-১০: তীর চিহ্নটিতে ক্লিক করুন ।
- ধাপ-১১: নিচের তালিকা থেকে "SMS" নির্বাচন করুন
- ধাপ-১২: e-mail এর বক্স গুলো আনচেক করে দিতে পারেন , এ ক্ষেত্রে "remainder" গুলো ই-মেইলে আসবে না ।
- ধাপ-১৩: বক্স গুলো চেক করে দিন , এ ক্ষেত্রে "remainder" গুলো আপনার মোবাইলে SMS আকারে আসবে ।
- ধাপ-১৪: চেহারাটা অনেকটা এ রকমই হবে
- ধাপ-১৫: "save" -এ ক্লিক করুন
- ধাপ-১৬: সবকিছু ঠিক-ঠাক মত হলে এ রকম ব্যানার দেখা যাবে ।
- ধাপ-১৭: এখন ধরুন আপনি ০৫/০৩/১২ তারিখে বিকাল ৫:৩০ থেকে ৬:৩০ এই সময়ে কোন গুরুত্বপূর্ণ ঘটনা,যেমনঃ ক্লাস,পরিক্ষা,জন্মদিন........., "reminder" হিসেবে দিতে চান তাহলে , ঐ দিন (১৭) ,ঐ সময় (১৮) এর উপর ক্লিক করুন ।
- ধাপ-১৯: "edit" এ ক্লিক করুন ।
- ধাপ-২০: আপনার ঐ গুরুত্বপূর্ণ ঘটনার সংক্ষিপ্ত বর্ননা বা শিরোনাম উল্লেখ করতে পারেন ।
- ধাপ-২১: কোথায় অনুষ্ঠিত হবে তা উল্লেখ করতে পারেন ।
- ধাপ-২২: "remainder"আপনার মোবাইলে SMS আকারে কখন আসবে তা নির্ধারন করে দিন ।
- ধাপ-২৩: যদি কোন অথিতিকে নিমন্ত্রন জানাতে চান তাহলে এখানে তার জি-মেইল এর ঠিকানা বসিয়ে "add" করে দিলেই তার মেইল এ আপনার নিমন্ত্রন মেইল চলে যাবে ।** এক্ষেত্রে আপনার নিমন্ত্রতি অতিথির গুগুল ক্যালেন্ডার-এ নিবন্ধিত থাকতে হবে এবং যদি গুগুল ক্যালেন্ডার-এর সাথে মোবাইল ফোনটিও নিবন্ধিত থাকলে অথিতির মোবাইলে নিমন্ত্রন sms চলে যাবে ।
- ধাপ-২৪: "save" করে বেরিয়ে আসুন ।
- ধাপ-:২৫: কোন গুগুল গ্রুপের ই-মেইল add করে দিলে ঐ গ্রুপের সব সদস্যদের কাছে নিমন্ত্রন চলে যাবে ।***এক্ষেত্রেও আপনার নিমন্ত্রতি গ্রুপের যাদের-যাদের গুগুল ক্যালেন্ডার-এ এবং গুগুল ক্যালেন্ডার-এর সাথে মোবাইল ফোনটিও নিবন্ধিত আছে তাদের মোবাইলে নিমন্ত্রন sms চলে যাবে।
- ধাপ-২৬: ঐ গ্রুপের যাকে নিমন্ত্রন পাঠাতে না চান তার ই-মেইলটা করে কেটে দেন।
- গুগুলে গ্রুপ খোলা না থাকলে জলদি "groups.google.com"-এ গিয়ে নতুন গ্রুপ খুলে ফেলুন !!
জটিল টিউন শেয়ার করার জন্য ধন্যবাদ।