মোবাইল ও ইন্টারনেটে ২০১২ সালের এস.এস.সি/সমমান পরীক্ষার ফলাফল
- যে কোন মোবাইল থেকে SMS-এর মাধ্যমে ফলাফলঃ Massage অপশনে গিয়ে সাধারণ বোর্ডের জন্য SSC ও মাদ্রাসা বোর্ডের জন্য Dakhil লিখে <Space> বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে <Space> রোল নম্বর <Space> পাশের সন লিখে Send করুন 16222 নম্বরে।
- SSC<Space>Dha<Space>123456<Space>2012 send to 16222
- Dakhil<Space>Mad<Space>123456<Space>2012 send to 16222
- SSC<Space>Tec<Space>123456<Space>2012 send to 16222
ইন্টারনেটের মাধ্যমে তাৎক্ষণিক ফলাফল জানতেঃ
Browse করুন - SSC/SDC – এস.এস.সি এর ফলাফল
ফলাফল পুনঃনিরীক্ষণঃ (৮ মে ২০১২ থেকে ১৭ মে ২০১২ পর্যন্ত)
- শুধুমাত্র টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে ফলাফল পুনঃনিরীক্ষণের আবেদন করা যাবে। আবেদন করতে মোবাইলের Massage অপশনে গিয়ে RSC লিখে <Space> দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে <Space> দিয়ে রোল নম্বর লিখে <Space> দিয়ে Subject Code লিখে send করুন 16222 নম্বরে। এক্ষেত্রে প্রতি বিষয় এবং প্রতিটি পত্রের জন্য ১২৫ টাকা হারে ফী প্রযোজ্য হবে।
- ফিরতি SMS- এ আবেদন ফী বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি PIN Number প্রদান করা হবে। আবেদনে সম্মত থাকলে Massage অপশনে গিয়ে RSC লিখে <Space> দিয়ে YES লিখে <Space> দিয়ে PIN Number লিখে send করুন 16222 নম্বরে।
- যে সকল বিষয়ের ২টি পত্র (বাংলা ও ইংরেজি) রয়েছে সে সকল বিষয়ে একটি Subject Code (বাংলার জন্য 101, ইংরেজির জন্য 107) এর বিপরীতে দুটি পত্রের জন্য আবেদন হিসাবে গণ্য হবে এবং আবেদন ফী হিসাবে ২৫০ টাকা প্রযোজ্য হবে।
- একই SMS-এর মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। এক্ষেত্রে Subject Code পর্যায়ক্রমে কমা (,) দিয়ে লিখতে হবে।
Vai 1-2 Hour Pore SMS Ar Maddhome Result ashe Result Dewar Por!!