Online বিশ্বের যে কোন খানে FREE Video calling করুন

আজকে আমি দেখাব কি ভাবে skype এর দ্বারা free কথা বলা যায় । যাদের skype account আছে বা যারা এর use জানে তাদের জন্য এই post টি নয় । আমরা সবাই skype সম্পর্কে কম বেশি জানি । এর দ্বারা  বিশ্বের যে কোন খানে এর ব্যবহার কারিদের সাথে Free কথা বলা / video calling ও message দেওয়া যায় । ২০০৩ সালে এর যাত্রা শুরু আর এখন এর ব্যবহার কারিদের সংখ্যা ৬৬৩ মিলিয়ন (2011 ) ।
১।এর দ্বারা ফ্রী কথা বলার জন্য প্রথমে আমাদের skype software টি এখান থেকে download করি ( 23mb).
২।এবার software টি setup দিয়ে নি ।

৩।skype on করে create new account এ ক্লিক করি ।
৪।প্রয়োজনীয় information add করুন । user name টি ভালো মত মনে রাখবেন , যখন passward দিবেন তখন লক্ষ্য রাখবেন যেন passward টি word ও number উভয়ই থাকে । account করার সময় buy credit option দেখতে পাবেন । এটি বাদ দেন । আপনার skype number করতে বললে skip করুন কেননা number করতে ক্রেডিট লাগে ।
৫।সকল information ঠিকমত add করলে আপনি আপনার account পেয়ে যাবেন ।
৬।এবার skype name ও passward দিয়ে sing me in করুন । আপনার account টি এরকম হবে । এখন আপনি skype ব্যবহার করে এমন কারও সাথে free তে কথা বলতে পারবেন ।এজন্য অন্যের skype user name জানতে হবে ।

৭।এবার নিচের দিকে add a contact খুঁজে তাতে click করুন ।

৮। add a contact এর page আসলে skype name এর ঘরে যার সাথে কথা বলতে চান তার skype name একদম ঠিকভাবে বসাবেন  ( বাকি ঘর গুলো পূরন করলেও হবে , না করলেও সমস্যা নেই )। তা হইলে উক্ত ব্যক্তির ছবি সহ profile ঐ page এর নিচে চলে আসবে ।  এরপর add এ click করতে হবে । তা হইলে তার কাছে আপনার নাম সহ একটি request যাবে ।সে accept করলে আপনি তার সাথে calling/video calling করতে পারবেন ।
পরীক্ষা করার জন্য আপনি আমার skype user name দিয়ে দেখতে পারেন ।
এভাবে আপনি বিশ্বের যে কোনখানে ফ্রী calling / video calling / message করতে পারেন । skype তে কথা বলতে মিনিটে প্রায় ৮০০ kb করে যায় । video calling করলে আরও বেশি লাগে । skype দিয়ে আপনি mobile এও call করতে পারবেন কিন্তু এর জন্য credit কিনতে হবে । তবে andriod ও windows এর mobile এ skype mobile version আছে । তাই এর দ্বারা mobile to computer ও কথা বলা যাবে ।

post টি আমার site এ প্রথম প্রকাশিত ।
movie এর জন্য এই সাইট visit করতে পারেন । movie request করলে ৪৮ hour এর মধ্যে reply পাবেন ।

Level New

আমি সৈয়দ ইয়ামিন আরাফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I am notthing but something .


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

symbian s60v3/v5 diye o free call kora jay skype dia;
s60v3/(e63) mobile diye free video call korar kono apps thak le bol ben;

হাহাহাহাহহাহাহাহাহা !!! টিটিতে একি হাল, মনে হয় টিউন করার আর কিছু পাওয়া যাচ্ছেনা, নতুন কিছু নিয়ে আসেন, খালি কষ্ট করেন কেন?
ভাই সামনে একটি yahoo/ google talk/ fring নিয়ে টিউন করেন।
strange tuner!!!!!!
never mind,we waiting ur next rare/valuable tune .
thanks

    @এম শাহেদ: আপনার কথাটি ঠিক না। টিউনারের টিউনটি আপনার কাছে হয়তো জানা বিষয় কিন্তু টিটি প্রতিনিয়তই নতুন ভিসিটর আসেন যারা আসবের কিছুই জানেন না। অন্তত্য তাঁদের এইধরনের ব্যসিক টিউন কাজে দিবে। আশা করি বুঝতে পেরেছেন। 🙂

    আর টিটি তে ইংলিশে টিউমেন্ট করা দূষণীয়। সেখানে আপনি বাংলা+ইংলিশে টিউমেন্ট করছেন। 🙁

    @এম শাহেদ: আপনি নিচের comment গুলো পড়লেই বুঝতে পারবেন পোস্ট টি দরকারি না অদরকারি ।

Level 0

onek dhonnobad vai 🙂 apner jonno ami skype te ses porjonto account khulte pereci 🙂