গুগল ইমেজে বাংলাদেশ লিখে সার্চ দিলে প্রথম সারিতেই বাংলাদেশের নয়াভিরাম দৃশ্যের বদলে হরতাল,দারিদ্রতা,দুর্ভোগের ছবি। হায় কি অবস্থা !!!

আস্‌সালামু আলাইকুম। আশা করি, সবাই ভালোই আছেন। আমিও ভালোই ছিলাম। কিন্তু হঠাৎ করে কি যেন ভেবে গুগল ইমেজ এ বাংলাদেশ লিখে সার্চ দিলাম। আর রেজাল্টটা দেখেই অনেকটা চিন্তিত হয়ে গেলাম। গুগল হল যেকোনো কিছু জানার দ্বার। কিন্তু ঠিক সেখানেই বাংলাদেশ লিখে সার্চ দিয়ে দেখি বাংলাদেশের সব চলমান অস্থিতিশীল পরিবেশ ও দারিদ্রতার ছবি। যা কিনা গুগল ইমেজের প্রথম সারিতে অবস্থিত। একজন পর্যটক যদি বাংলাদেশে ভ্রমন করতে চায়, তবে সে নিশ্চই গুগলে একটু ঢুঁ মারবেই। আর সেখানে যদি দেখে এসব ছবি দেখে, তাহলে নিশ্চই বাংলাদেশের প্রতি আগ্রহটা একটু হলেও কমবে। অন্যদিকে, বাংলাদেশ ন্যাচারাল ইমেজ লিখে সার্চ দিলে পাচ্ছি চোখ জুড়ানো সব নয়াভিরাম দৃশ্য। কিন্তু আমার প্রশ্ন হল বাংলাদেশ লিখে অনুসন্ধানে কেন আমরা দারিদ্রতা আর হরতালের চিত্র দেখতে পাই? আমরা গুগল ইমেজে বাংলাদেশের সত্যিকার নয়াভিরাম দৃশ্য দেখতে   চাই।

Level 0

আমি Abdullah Al Maruf। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

আসলেই চিন্তার বিষয় প্রিয়… আমাদের পর্যটন কর্পোরেশন এই দিকটা দেখা দরকার… আমি ইন্ডিয়া পাকিস্তান দেখলাম তাদের অবস্থা আনেক ভাল। আপনাকে ধন্যবাদ।

কাকে দোষ দিবেন গুগলকে নাকি পর্যটন কর্পোরেশনকে !?

Valo tune.kintu arektu tothobohul korle valo hoto.

Level 0

Same to – নাজমুল হোসেন নিহাল

Asole Sobari Dukker Bisoy…………But Ami kauke dos dei ni……..sudu ami hotash holam…….akta deshe asob obosta thakte pare..but sei jonno puro bisse aivabe publish hobe……….khub chintar bisoy