বাংলালায়ন তার মার্কেট বাড়াতে এখন করপোরেট Strategy তৈরী করেছ। যেখানে তারা নতুন কিছু সেবা চালু করেছে। Service গুলো হলো
বাংলালায়ন এখন ৩২ জেলা আর ৭ টা বিভাগে তার শক্তিশালী ওয়াইম্যাক্স কাভারেজ তৈরী করেছে। যেখানে প্রায় ১১৫০ টার উপরে টাওয়ার রয়েছে আর তা খুব দ্রত বাড়বে বলে জানেয়েছে বাংলালায়ন কর্তৃপক্ষ। প্রাথমিক ভাবে বড় এবং মাঝারী করপোরেঠ হাওঝকে এ সুবিধা দিচ্ছে। আর মুল্য রাখা হয়েছে খুবেই সীমিত। এই সার্ভিসের মাধ্যমে ক্রেতাগণ যে সুবিধা পাছেছন তা হলো......
১) dedicate ইন্টারনেট সেবা যেখানে আপনি পাচ্ছেন একই রকম সেবা (24 ঘন্টা 52 সপ্তাহ 365 দিন )। এই সেবার প্রধান বৈশিষ্ট্য হলো, এখানে আপনার ইন্টারনেট গতি ওঠা নামা হবে না. বরং আপনি নির্দিষ্ট একটি গতি পাবেন যেটা আপনী পছন্দ করেছেন। মনে করেন আপনী 512 kbps এর সংযোগ গ্রহণ করেছেন তার মানে হলো আপনার গতি সব সময় 512kbps ই থাকবে। কখনো তার চেয়ে বাড়বেও না আবার কমবেও না। আপনাদের সুবিধার জন্য নেটওয়ার্ক ডায়াগ্রাম নিচে দেওয়া হলো।
যেহেতু, ওয়াইম্যাক্স একটি wirless প্রযুক্তি তাই মডেম তার টাওয়ারের ফ্রকুএঞ্চি এর সাথে কোন কেব্ল ছডাই কানেক্ট থাকে। আর যখন একটি টাওয়ার ব্যবহারকারী বৃদ্ধি পায়, তখন এটি ব্যবহারকারীকে মোট ব্যান্ডউইডথকে সমানভাবে বিতরণ করার চেষ্টা করে। আর তাই FAIR USES POLICY রাখা হয়েছে।
তবে ডেডিকেটেড ইন্টারনেট সংযোগ স্বাভাবিক wimax সংযোগ থেকে সম্পূর্ণ ভিন্ন. কারণ ডেডিকেটেড সংযোগে, একটি ফাইবার সরাসরি টাওয়ার একটি পোর্টের সংযুক্ত করা হয়। যেখানে একটি নির্দিষ্ট ব্যান্ডউইথ Banglalion NOC থেকে নিয়োগ করা হয়।
আমি rubelbba। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Asha Kori Apne Ja Likhsen Aerokom E Jeno Hoi. Ame To 2 Din Age BL Modem Anlam Amar Bashai But Kono Kaj Holo Na 🙁