এখন বাংলালায়ন দিচ্ছে ডেডিকেটেড ইন্টারনেট সংযোগ

বাংলালায়ন তার মার্কেট বাড়াতে এখন করপোরেট Strategy তৈরী করেছ। যেখানে তারা নতুন কিছু সেবা চালু করেছে। Service গুলো হলো

  • ১) Dedicated Internet
  • ২) IP Camera Solution
  • ৩) Data Connectivity
  • ৪) Domain & Hosting Facilities.
  • ৫)  LAN & Wi-Fi Solutions.
  • ৬)  Video Conference Solutions.

Dedicated Internet

বাংলালায়ন এখন ৩২ জেলা আর ৭ টা বিভাগে তার শক্তিশালী ওয়াইম্যাক্স কাভারেজ তৈরী করেছে। যেখানে প্রায় ১১৫০ টার উপরে টাওয়ার রয়েছে আর তা খুব দ্রত বাড়বে বলে জানেয়েছে বাংলালায়ন কর্তৃপক্ষ। প্রাথমিক ভাবে বড় এবং মাঝারী করপোরেঠ হাওঝকে এ সুবিধা দিচ্ছে। আর মুল্য রাখা হয়েছে খুবেই সীমিত। এই সার্ভিসের মাধ্যমে ক্রেতাগণ যে সুবিধা পাছেছন তা হলো......

১) dedicate ইন্টারনেট সেবা যেখানে আপনি পাচ্ছেন একই রকম সেবা (24 ঘন্টা 52 সপ্তাহ 365 দিন )। এই সেবার প্রধান বৈশিষ্ট্য হলো, এখানে আপনার ইন্টারনেট গতি ওঠা নামা হবে না. বরং আপনি নির্দিষ্ট একটি গতি পাবেন যেটা আপনী পছন্দ করেছেন। মনে করেন আপনী 512 kbps এর সংযোগ গ্রহণ করেছেন তার মানে হলো আপনার গতি সব সময় 512kbps ই থাকবে। কখনো তার চেয়ে বাড়বেও না আবার কমবেও না। আপনাদের সুবিধার জন্য নেটওয়ার্ক ডায়াগ্রাম নিচে দেওয়া হলো।

যেহেতু,  ওয়াইম্যাক্স একটি wirless প্রযুক্তি তাই মডেম তার টাওয়ারের  ফ্রকুএঞ্চি এর সাথে কোন কেব্‌ল ছডাই কানেক্ট থাকে। আর যখন একটি টাওয়ার ব্যবহারকারী বৃদ্ধি পায়, তখন এটি ব্যবহারকারীকে মোট ব্যান্ডউইডথকে সমানভাবে বিতরণ  করার চেষ্টা করে। আর তাই FAIR USES POLICY রাখা হয়েছে।

তবে ডেডিকেটেড ইন্টারনেট সংযোগ স্বাভাবিক wimax সংযোগ থেকে সম্পূর্ণ ভিন্ন. কারণ ডেডিকেটেড সংযোগে, একটি ফাইবার সরাসরি টাওয়ার একটি পোর্টের সংযুক্ত করা হয়। যেখানে একটি নির্দিষ্ট ব্যান্ডউইথ Banglalion NOC থেকে নিয়োগ করা হয়।

Level 0

আমি rubelbba। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 36 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Asha Kori Apne Ja Likhsen Aerokom E Jeno Hoi. Ame To 2 Din Age BL Modem Anlam Amar Bashai But Kono Kaj Holo Na 🙁

Ar dam koto ?

Level 0

for 512 kbps it will be 7000tk this is the starting price and banglalion can give you upto 5mbps. This is a Special service for corporporate offices.

নতুন বাটপারী, existing service-ই দিতে পারে না , আবার নতুন service !!!

vaijan banglalion e kotodin job kortesen?

agger service er e thik nai…abar new….

Level 0

ভাই আনেক দিন ইউজ করছি কোনোদিন প্রব্লেম পাই নাই …………… সবার চেয়ে ভাল সার্ভিস দিচ্ছে

ডেডীকেটেড লাইন এর পিং কত ?

Level 0

৬ মাস ধরেইউজ করছি কোনোদিন প্রব্লেম পাই নাই …………… সবার চেয়ে ভাল সার্ভিস দিচ্ছে 😀

    @ikhanrahi: koto taka per month?speed?

      Level 0

      @মুকুট: campus lion 6GB ব্যবহার করি এখান, আগে প্রিপেড ছিল আমারটা, গত ২০ তারিখ মাইগ্রেট করে নিছি। ভ্যাট সহ ৬৩৩টাকা পরে… 🙂

Level 0

in Internet traffic through BDIX ping will be 150ms (max) in mango and BTCL gatway it will be 350 (max)

Level 0

এই কানেকশন এ কোন প্রব্লেম হবে না কারন এটা একটা সরাসরি কেব্‌ল কানেকশন। WIRLESS না।

ধন্যবাদ

Level 0

Batpari kortase Qubee. uporer kisu bhai ra asen jara qubee te chakri koren tara kharap comment dia tader maketing polisi dekhassen. Ar jodi ta na hoi tahole tara bishes vabe oggo…..

ভাই আপনি কি বাংলালায়ন এ জব করেন?বাংলালায়ন পুরো মিথ্যাবাদী ।৬ মাস ধরে use করেন আর কোন প্রব্লেম পান নাই!!!!আপনি মনে হয় ১ পেজ টা ওপেন করে বসে থাকেন। মাঝে মাঝে একটু ping টা দেখবেন।আর IDM ছাড়া ডাউনলোড করে দেখেন।

বাংলালায়ন এর কাস্টমার কেয়ারে যত সব Asshole রা জব করে। বাংলালায়ন এর কাস্টমার কেয়ারে ফোন করলে অনেক সময় ডার্টি জোকস শোনা যায় একবার আমি connection পাচ্ছি না দেখে ফোন করি আর একটা ডার্টি জোকার আমাকে বলে যে connection পেতে হলে নাকি Firewall অফ করতে হবে!!!!!!!
আবার আর একটা ডার্টি জোকার বলে anti virus অফ করতে হবে!!!!!!!
সাধারনত আমি CINR 20-25 পাই তবুও যদি ৫১২kbps এ ২ /৩ KBPS বা১০/২০KBPS(512kbps=64KBPS)পাই আর ping এ যদি ২০০০/৩০০০ms এ time out হয় এবং ২৫/৫০/৭৫% packet los হয় তাহলে কি রকম লাগে বলুন তো ।
বাংলালায়ন এর কাস্টমার কেয়ারে ফোন করলে অনেক সময় তারা সমস্যার সমাধান তো দিতে পারেই না
বরং উদ্ভট কথা বলে।
তারা এটা পর্যন্ত চিন্তা করে না যে তাদের বেতন টা কোথা থেকে আসে।

    @Probir Bhowmik: ভাই আমি আপনার সাথে সহমত । আমি কয়েকদিন ব্যাবহার করেছিলাম। লিং ঘনো ঘনো ছেরে দেয় । পরে ফেলে দিয়ে Broadband Internet এ ফিরে এসেছি ।
    আর কাস্টমার কেয়ারে কথা কি বলবো ?
    পৃথিবী সবচাইতে Ignorant মানুষ থাকলে আমার মনে হয় বাংলালায়ন এর কাস্টমার কেয়ারে লোকগুলি । এটা আমার বাস্তব অভিজ্ঞতা । কারন কল দিলে একেক জন একেক রকম কথা বলে ।

Level 0

আমি জিপি use করি এখন speedy কিছু কিনতে চাই ।সৎউপদেশ দিন বাংলায়ন নাকি কিউবি কিনব