আপনি কি আপনার “Youtube Channel” থেকে “Google Adsense” ব্যাবহার করে উপার্জন করতে চান।

Youtube এ ভিডিও আপলোড করে সহজেই আপনি অর্থ উপার্জন করতে পারবেন। এজন্য আপনাকে কিছু নীতিমালা মেনে চলতে হবে। Youtube এ Adsense ব্যাবহার করে কীভাবে উপার্জন করা যাই, সেই বিষয়টি নিয়ে আপনাদের সামনে আজ হাজির হলাম।

আপনার Adsense এর অ্যাকাউন্ট থেকে Youtube এ একটা Channel তৈরি করবেন।

Adsense অ্যাকাউন্ট সম্পর্কিত অনেক ভাল তথ্য “মাহবুব” ভাই এর প্রোফাইল এ পাবেন।

ইউটিউব এ Partnership  বেবস্থা আছে যা পরিদর্শীত (View)এর উপর ভিত্তি করে আপলোড করা ভিডিও থেকে আপনাকে একটা অর্থ দেয়, যেটা আপনি আপনার Adsense account এ প্রতি মাসে পাবেন।আপনি আপনার Adsense account এ কোন নির্দিষ্ট মাসের প্রয়োজনীয় তথ্য দেখতে পাবেন যার ফলে আপনি সহজেই এনালিটিক্স করতে পারবেন। Adsense আপনাকে আপনার ভিডিও এর ads Slot এর উপর পূর্ণ ক্ষমতা দেই যার ফলে আপনি Channel এর ভিডিওগুলোতে ads নিয়ন্ত্রণ করার সুযোগ পাবেন।

এবার আপনার প্রশ্ন থাকতে পারে যেঃ কিন্তু কিভাবে, আমি কি আমার account এ YouTube থেকে earnings করতে পেরেছি? আমি কি YouTube এ Partner হতে পারব?

আপনার জন্য আমার  উত্তরঃ হ্যাঁ, অবশ্যই আপনি পারবেন কিন্তু কতকগুলো বাদ পড়া সিস্টেম কে নিয়েই এগোতে হবে।তবে YouTube এ Partner হওয়া কোন গুপ্তরহস্য না, কিন্তু হাতের মোয়াও না।

অনেকে বলতে পারেন যে, কাজের কথা না বলে শুধু সংজ্ঞা নিয়েই তুলা-ধোনা করচি কেন? কারন বর্তমান বিশ্বে মোট ৬৫০০ এর মত YouTube Partner আছে, যেটার মধ্য প্রায় অর্ধেকই আমেরিকান আর বাকি গুলো অন্যান্য দেশ এ। সুতরাং আপনি কি পারবেন সেই দলের একজন হতে? কিছু লোক বলতে পারে যে, আপনার Channel এ subscribers এর সংখ্যা হাজারের উপরে হওয়া লাগবে কিন্তু একথা সত্য যে, বিশ্বে কয়েক লক্ষ Channel আছে যাদের Channel এ হাজারের subscriber তো সবার কেন YouTube এর Partnership নেই?

Well, এখন আমি নিচে কর্ম পদ্ধতি সম্পর্কে Explain করছিঃ

  1. প্রথমে gmail এ একটা mail অ্যাকাউন্ট খুলুন।
  2. নতুন অ্যাকাউন্ট দিয়ে Blogspot.com (Blogger)এ একটা সাইট করুন।
  3. আপনার সাইট এ ১০ টার মত পোস্ট করুন।
  4. Google Terms Condition এর বাইরে পোস্টগুলো করবেন না, যেমনঃ কপি কনটেন্ট, Copyrighted কোন কনটেন্ট, সব ধরনের মানুষের কাছে গ্রহণযোগ্য নয় এমন কনটেন্ট পোস্ট করবেন না।
  5. পোস্টগুলো Social Bookmarking সাইট এ শেয়ার করুন।
    পোস্টগুলোর Review তৈরি করুন।
  6. অন্যান্য blog এ comment করুন যে ব্লগগুলোতে আপনার সাইট এর এড্রেস দিতে পারবেন।
  7. R.S.S সাবমিসন করুন।
  8. যেহেতু Sub Domain সেক্ষেত্রে Directory Submission করা কষ্টসাধ্য হবে তারপরও যে Directory  সাইট গুলোতে Submission করা সম্ভব সেগুলোতে Submission করুন।
  9. সাইট এ প্রতিদিন ৫০০০ এর মত Page impression হলে Adsense এ apply করুন।
  10. Adsense এ যাবতীয় Information সঠিক দেবেন কারন, সামান্যতম ভুলের কারনে Account টি Disapproved হতে পারে।
  11. Adsense এ অ্যাকাউন্ট Verify করুন।
  12. Active অ্যাডসেন্স Account হবার পর Youtube এ সুন্দর একটা Channel করুন।
  13. Youtube এ সঠিক নিয়মে ভিডিও আপলোড করুন এক্ষেত্রে Youtube নিয়ে আমার আগের টিউনটি দেখতে পারেন। আগের টিউনটি এড্রেসঃ https://www.techtunes.io/internet/tune-id/119117
  14. আপনার Channel এ হাজারেরও বেশি subscriber ও ১০ লক্ষ এর বেশি ভিডিও ভিউ হলে নিচের এড্রেস এ (YouTube Partner Program)এ Join করুনঃ http://www.youtube.com/partners
  15. কিছু দিন পর আপনি আপনার মেইল এ Youtube থেকে মেইল পাবেন যে আপনি Partner হয়েছেন কি বাদ পড়েছেন।

Level 0

আমি Anisur Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 51 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Web Developer at NetBit LTD. i specialize in: SEO, Blogging, Affiliate Program, Hardware and Software, Front-end development, Video Editing. আমার ফেসবুক আই.ডি.: http://facebook.com/bdcmc স্কাইপি আই.ডি.: gsm_noman


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ইউটিউব পার্টনারশীপে বাংলাদেশীরা অংশগ্রহন করতে পারে না।আর ইউটিউবে এডসেন্স ব্যবহারে এক্সপার্টটা সাধারণত মানা করেন কারণ এতে একাউন্ট ব্যান হবার সম্ভাবনা বেশী।

    @নিশাচর নাইম: এখন বাংলাদেশ থেকে খুব কমই Adsense অ্যাকাউন্ট Approved করে যা হাতে গোনা, এর বেশির ভাগিই অন্যান্য দেশ থেকে Adsense অ্যাকাউন্ট Approved করানো হয়। আপনি যদি Youtube এ Partnership হতে আগ্রহী হন তবেই এই টিউনটি আপনার কাজে লাগতে পারে। আর account যদি বাইরের হয় তবে সেখান থেকে Partnership পাওয়া যেতে পারে।

    @নিশাচর নাইম: ভাই
    ইউটিউবের পার্টনারশীপে পলিসি মেনে চললে সমস্যা হবার কথা না।

ধন্যবাদ কাজে লাগবে….

@rock12: আগামীতে Social Bookmarking বিষয়ে লিখব।