নিলসেন সাম্প্রতিকতম ইউটিউব পরিসংখ্যান জরিপে জানিয়েছে যে, আমেরিকানরা গত মাসে (মার্চ ২০১২) এ ভিডিও ভিউ স্ট্রিম এর সংখ্যা হল ২৫ বিলিয়ন। এর মধ্য ৩৭% ছিল কম্পিউটার এ ব্যাবহারকারী এবং ২৯% মোবাইল ব্যাবহারকারী।
এবং প্রতি মিনিটে ৩৮ ঘন্টার ভিডিও Youtube এ এক মিনিটে আপলোড হচ্ছে।
ব্যাবহারকারীরা যে শব্দগুলো সার্চ ইঞ্জিনে লিখে সার্চ করে, সেই শব্দগুলো ভিডিও টাইটেল এ ব্যাবহার করবেন, এবং ভিডিও “Description” এ ওই শব্দগুলো ৩/৪ বার ব্যাবহার করবেন। এবার মেইন টাইটেল এর দিকে খেয়াল রেখে ট্যাগ দিবেন। যেমনঃ
টাইটেলটি হবে এরূপঃ “Lion Protecting Girl”
ডেসক্রিপশন হবে এমনঃ “That lion's story is a really sad one. He and SEVERAL other big cats were owned by a bad backyard breeder. When they didnt want them anymore they put them in horse trailer and left them there. HOT, FILTHY, MISERABLE etc.”
ট্যাগ হবে এরূপঃ “Lions, tigers, attacks, African, wild, animals, tragic, Lion, Tiger, Girl, Zoo, Hunting, Elephant, Safari, Pets, Wildlife, Animal, Cat, Nature, danger”
এক্ষেত্রে আপনি আপনার আপলোড করা ভিডিও টাইপ এর উপর নির্ভর করে আপনার Youtube Channel Customize করুন। যেমনঃ আপনার ওয়েবসাইটটি “Bank Loan Definition” এর উপর করা, আপনি লোন এর সংজ্ঞা দিতে যেয়ে একটা ভিডিও ব্যাবহার করবেন যে ভিডিওটি Youtube এ আপনার Channel এ আপলোড করবেন সেই রকম Channel এর জন্য সাদা Beckground ভাল আবার আপনি Channel এর Beckground এ সুন্দর মানের একটি ছবি Beckground হিসেবে ব্যাবহার করতে পারেন যে ছবিতে সুন্দর কোন “Bank” এর ছবি আছে বা Bank এর ভিতরে তোলা এমন কোন ছবি যেটি খুব সুন্দর।
মনে করি আপনার ভিডিও কোন গ্রাফিক্স টুটরিয়াল নির্ভর, সেক্ষেত্রে ব্যাবহারকারীর বোঝার সুবিধার কথা মাথায় রেখে ভিডিও টিতে Annotations ব্যাবহার করতে পারেন। এক্ষেত্রে Annotations টি এমন যেন না হয় যেটির কারনে ব্যাবহারকারীর সমস্যা হয়। যেমনঃ টুটরিয়াল টি যদি “3D Max Maya” এর “Stage Building” এর উপর তৈরি করেন সেক্ষেত্রে একটি লেয়ার পরিবর্তন করলেন, কেন লেয়ার পরিবর্তন করলেন সেটি Annotations এ ব্যাবহার করতে পারেন।
সোশ্যাল Bookmarking এর ক্ষেত্রে আপনি
এর উপর গুরুত্ব দিবেন। ভাল ও মানসম্মত ভিডিও হলে আপনার ভিডিও twitter, stumbleupon, reddit থেকে অপ্রত্যাশিত হিট পাবেন, যেটা “Visitor Bump” নামে পরিচিত।
আমি লেখা-লেখি করার জন্য যে সময় পাই তা অনেক কম। লেখার মধ্য অনেক ভুল ত্রুটি থাকতে পারে। কেউ কোন বিষয়ে বুজতে সমস্যা হলে জানাবেন। কষ্ট করে আপনার মূল্যবান সময় নষ্ট করে পোস্টটি পড়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি টিউনটি পড়ে উপকৃত হবেন।
আমি Anisur Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 51 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Web Developer at NetBit LTD. i specialize in: SEO, Blogging, Affiliate Program, Hardware and Software, Front-end development, Video Editing. আমার ফেসবুক আই.ডি.: http://facebook.com/bdcmc স্কাইপি আই.ডি.: gsm_noman
darun. Youtube e adsense bosano niye kichu bolle …………..