ফেসবুক এ আপনার ফ্রেন্ড বা আপনার মেইল এ আসা একটা লিংক আসল, তারপর আপনি সেই লিংক এ ক্লিক করলেন। সেই সাইট টা পরনগ্রাফি, মালওয়ার, মেইল ভাইরাস সহ আরও অনেক বিপদজনক সাইট হতে পারে, যার কারনে আপনি ক্ষতিগ্রস্থ হতে পারেন। এখন সর্বপ্রথম কথা হল অপরিচিত কোন বন্ধু থেকে পাওয়া কোন সাইট এ না ঢোকাই ভাল তারপরও ঢুকতে হলে লিংক টি সঠিক কিনা যাচাই করে ঢুকতে হবে। সাইট টা সঠিক কিনা যাচাই করতে যেটা করবেনঃ
০১) পিসি তে কোন ব্রাউজার, মেসেঞ্জার ওপেন করবেন না। করা থাকলে ক্লোজ করবেন।
০২) Control Panel এ "Internet Option" টি ওপেন করবেন।
০৩) "Internet Properties" আসবে।
০৪) তারপর 'Security' ট্যাব।
০৫)এখন আপনি Allowed Level for this zone: All এর নিচে একটি স্কেল এ দেখবেন যেটি Medium লেবেল এ আছে।
০৬) মাউস এর বাম বাটম দিয়ে স্কেল এর রেখাটি উপরে টান দিন, দেখবেন Medium এর জায়গাই High দেখা যাবে।
০৭) আপনি যদি কোন সাইট আপনার কম্পিউটার এ ওপেন করতে না চান তাহলে 'Trusted Sites' এর আইকন এ ক্লিক করবেন।
০৮) তারপর "Site" এ ক্লিক করবেন যে সাইট টা ব্লক করবেন সেটি "Add this website to the zone:" এর নিচের বক্স এ যে সাইট টা ব্লক করতে চাচ্ছেন সেতি এইভাবে দেবেনঃ https://www.yourblocksite.com ।
০৯) তারপর "add" এ ক্লিক করুন।
১০) এবার ক্লোজ করে বের হয়ে আসুন ২য় ডাইলগ বক্স থেকে।
১১) তারপর "Internet Properties" এ "Apply" এ ক্লিক করে বের হয়ে আসুন।
এখন আপনি অনেকটা নিরাপদ এ ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন।
আমি Anisur Rahman। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 51 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Web Developer at NetBit LTD. i specialize in: SEO, Blogging, Affiliate Program, Hardware and Software, Front-end development, Video Editing. আমার ফেসবুক আই.ডি.: http://facebook.com/bdcmc স্কাইপি আই.ডি.: gsm_noman
ame to sabdhan thakei, apne thaken to…… 😀