আসসালামু আলাইকুম । সবাই কেমন আছেন ? আশা করি ভাল । এটা আমার তৃতীয় টিউন । প্রথমে একটু Off-Topic কথা বলে নেই । কথা টা হচ্ছে আগামী কয়েক দিনের মধ্যে আমার এস.এস.সি পরীক্ষার ফল প্রকাশ হবে তাই আমি সবার কাছে দোয়া প্রার্থী । দোয়া করবেন যাতে একটা ভাল ফল হয় । যাই হোক এবার On-Topic কথা বলব । আজকের টিউন টা করব ২ টা সফট নিয়ে । এই দুইটা সফট অনেক নাদুস-নুদুস টাইপ তবুও অনেক শক্তিশালী । আমরা সবাই নেট ব্যবহার করি কিন্তু নেট এর গতি অনেকের ই গাধার গতির মত । তাই বেশির ভাগ সময় ই একটা পেজ লোড হতে অনেক সময় লাগে । তাছাড়া অনেকেই অনলাইনে Tips-tricks পরেন যে সাইট গুলো তেমন আপডেট করা হয় না কিন্তু পেজ অনেক । তাই শুধু শুধু বিভিন্ন পেজ একদিনে দেখা অনেক ঝামেলার ব্যাপার । তখন হয়ত অনেকেই আমার মত ভাবতে পারেন " আহারে যদি সাইট টা পিসি তে সেভ করে রাখতে পারতাম !!!!" অনেক খুঁজাখুঁজি করার পর অনেক সফট পেলাম যেগুলো একটি সাইট কে সম্পূর্ণ সেভ করে রাখে পিসির হার্ড ড্রাইভ এ । কিন্তু বেশীর ভাগ সফট ই টাকা খরচ করে কিনতে হয় । কিন্ত আজকের দুইটি সফট এর ফুল ভার্সন ডাউনলোড করতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে । এমন কি আপনি সম্পূর্ণ ব্লগ ও সেভ করে রাখতে পারবেন। আসুন দেখি সফট দুটি কি কি ।
১।HTTrack (3.4 mb)
সফট টি ডাউনলোড করে ইনস্টল করার পর Launch করে নিচের মত Interface পাবেন । এটি একটি freeware । এখানে Next এ ক্লিক করুন ।
তারপর নিচের উইন্ডো আসলে আপনার ইচ্ছা মত Project Name আর Project Catagory দিন তারপর Next এ ক্লিক করুন ।
এবারে নিচের উইন্ডো আসলে Add URL... এ ক্লিক করলে Insert URL বক্স এ আপনার কাঙ্ক্ষিত URL দিয়ে ওকে করে দিন ।
ব্যাস আপনার ডাউনলোড শুরু হয়ে যাবে ডিফল্ট ফোল্ডার এ আপনি চাইলে আপনার পছন্দের ফোল্ডার এও সেভ করতে পারবেন ।
২।Teleport Pro 1.62
এটি একটি অফিসিয়াল সফট মানে টাকা খরচ করে কিনতে হয় । কিন্তু আমার ভাগ্য ভাল ফ্রিতে পেয়ে গেছি । ডাউনলোড করার পর ইনস্টল করে ওপেন করলে নিচের মত interface আসবে
এখানে Project এ ক্লিক করে New Starting Address এ ক্লিক করতে হবে।
তারপর Starting Address Propertise এ URL আর Title দিয়ে ওকে করুন।
তারপর কোথায় সেভ করবেন দেখিয়ে দিয়ে Save এ ক্লিক করুন ।
একটা সমস্যা বেশির ভাগ সময় ই আমার বন্ধুরা আমাকে জিজ্ঞেস করে যে বেশির ভাগ সময় ই সাইট রেগুলার আপডেট হয় তখন কি করা যায় কিভাবে সাইট টা আপডেট করবে । এজন্য নিচের পদ্ধতি অবলম্বন করুন ।
১ ।HTTrack -
নেক্সট নেক্সট ক্লিক করার পর যখন নিচের উইন্ডোটি আসবে সেখানে নিচের ছবির মত অংশের ড্রপ ডাউন মেনু থেকে Update existing download সিলেক্ট করে Add-URL এ ক্লিক করে লিঙ্ক দিয়ে দিন ।
২। Teleport
সফট টি ওপেন করার পর বামদিকে সেভ করা সাইট দেখা যাবে সেখানে যেটি Update কবেন তাতে রাইট ক্লিক করে Update now এ ক্লিক করেন । ব্যাস কাজ শেষ ।
আশা করি টিউনটা আপনাদের কাজে আসবে। পড়ার জন্য ধন্যবাদ । আর আমার জন্য দোয়া করবেন । 😀
আমি এস.এম.তাসরিক আনাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 48 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি একজন সাধারন মানুষ।অন্যকে সাহায্য করতে মজা লাগে তাই আসলাম and I'm a freak.........
এটি দিয়ে পুরো টিটি ডালো করতে কতো দিন লাগবে????????? ধন্যবাদ।