এসে গেল নতুন আরেকটি প্রযুক্তি ব্লগ “টেক ওয়ার্ল্ড ফুল ফ্রি”।
এডমিন ভাষ্য
প্রিয় বন্ধু গণ,
“টেক ওয়ার্ল্ড ফুল ফ্রি” তে আপনাকে স্বাগতম। আমাদের দেশে অনেক বাংলা প্রযুক্তি ব্লগ আছে। এদের মধ্যে “টেক টিউনস” ও “প্রিয় টেক” এর কথা না বলেলই নয়। এই সাইটের বদৌলতে আজকে বাংলার ঘরে ঘরে কম্পিউটার পারদর্শি নারী-পুরুষ গড়ে উঠছে। তাদের সাথে একাত্বতা প্রকাশের লক্ষে আমাদের এই প্রযুক্তি ভিত্তিক ব্লগ চালু করা। প্রযুক্তিকে সাধারন মানুষের কাছে পৌছে দেয়ার উদ্দেশ্য নিয়ে আমাদের যাত্রা শুরু। আমাদের দেশে প্রায় সবার হাতের নাগালে ইন্টারনেট রয়েছে। অনেকে আবার এটাকে জীবিকার মাধ্যম হিসেবেও কাজে লাগাচ্ছে। আবার কেউ কেউ যোগাযোগের সহজ মাধ্যম হিসেবে ব্যবহার করছে। এক কথায় সর্বস্তরের জনসাধারণের কথা মাথায় রেখে আমরা এই ব্লগ টি চালু করলাম। আপনাদের সকলের সহযোগীতা আমাদের একান্ত কাম্য।
বিঃদ্রঃ – আমাদের এই নতুন ব্লগের জন্য কিছু স্বেচ্ছাসেবী মডারেটর প্রয়োজন। আগ্রহীরা যোগাযোগ করুনঃ admin@tech.worldfullfree.com
আমার ভাষ্য
এই সাইটটি আমি পেয়েছি গুগলে সার্চ দিয়ে। আমি তো এতো শত বুঝি না। তবে এডমিনের কথা আমার মনে ধরেছে। তাই সবার সাথে শেয়ার করলাম।
আমি অর্থহীন জীবন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 19 টি টিউন ও 175 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনার ব্লগ-টিতে একটু টু মেরে আসলাম .. প্রথম দেখে মনে হয়েছে ভালো হবে কিন্তু একটু ঘুরা-ঘুরি করে দেখি আপনার ব্লগ পুরাটাই ফাও !! copy – paste পোষ্ট, মন্তব্য করার অধিকার বন্ধ করে রাখা হয়, Link গুলো ঠিক মতো কাজ করে না, কোন feedback এর ব্যাবস্থা নেই ..
আপনি ফাউল কিনা জানি না, তবে আপনার ব্লগ টি ১০০% ফাউল !!