জিমেইল আমাদের অনেকেরই অনলাইন জীবনের এটা অংশে। আমাদের অনেকেরই নেট উইজের প্রায় পুরোটা সময় জিমেইল ওপেন থাকে। জিমেইল বেটা থেকে ভার্সন ২ তে উন্নিত হলেও, সেই ২০০৪ এ জিমেইলের যে ইন্টারফেস ছিল তার সামান্যই পরিবর্তন হয়েছে। এতদিন ধরে জিমেইলের পুরোন সেই ইন্টারফেস দেখতে দেখতে আসলেই বেশ বোর হয়ে গেছি ( অন্তত আমি )। তাই আমার মত যারা জিমেইলের সেই একই ইন্টারফেস, একই কালার, একই বেকগ্রাউন্ড দেখতে দেখতে বোর হয়ে উঠেছেন তাদের বোরিংপনা দূর করার জন্য এগিয়ে এসেছে গ্লোবেক্স ডিজাইনস।
গ্লোবেক্স ডিজাইনস এর উদ্দেশ্য অবশ্যই গুগলের জনপ্রিয় সার্ভিস গুলোর ইন্টারফেসগুলো রিডিজাইন করা। তারা এই প্রজেক্টটির নাম দিয়েছে গুগল রিডিজাইনড। গ্লোবেক্স ডিজাইনস জিমেইলকে সম্পূর্ণ নতুন একটি রূপ দেওয়ার জন্য তৈরি করেছে ফায়ারফক্স এক্সটেনশন - জিমেইল রিডিজাইনড। এই এক্সটেনশটা ফায়ারফক্সে ইন্সটল করলেই জিমেইলকে পাবেন একদম নতুন রূপে।
তবে এটি ইন্সটল করলে একই সাথে গুগল ক্যালেন্ডারও রিডিজাইন হয়ে যাবে।
যারা একটু ডার্কথিম পছন্দ করেন তাদের নিঃসন্দেহে পছন্দ হবে। এটি যেহেতু একটি ফায়ারফক্স এক্সটেনশন তাই শুধুমাত্র ফায়ারফক্স ব্যবহারকারিরাই নতুন এই রূপ উপভোগ করতে পারবেন।
আমি অর্পণ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 16 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 100 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো লাগল