আমাজন থেকে কিভাবে শপিং করতে হয়?

টেকটিউনসসের সকল টিউনার এবং সকল সদস্যদের শ্রদ্ধা জানিয়ে তাদের নিকট একটি সাহায্যর আবেদন জানাচ্ছি।

আমাজন গুগলের অনলাইন শপিংমল। এটা কম বেশি সবাই শুনেছেন। যারা এব্যপারে জানেন তাদের সাহায্য কামনা করছি।

অনেক পন্য আছে যে গুলো বাংলাদেশ বাজারে Available না। আবার অনেক পন্য আছে যেটা বাংলাদেশ বাজারে দাম অনেক বেশি যেমনঃ TP link WR841N একটি রাউটার যেটা আমি কিনেছি আইডিভি ভবন থেকে যার মূল্য ৩৮০০ টাকা। এটির অনলাইন মূল্য 30 ডলার। ৮০ টাকার করে 30 ডলারে হয় ২৪০০ টাকা যা আমি কিনেছি ৩৮০০ টাকা দিয়ে। এরক আরো অনেক পণ্য আছে দাম অনেক পার্থ্ক্য। আবার অনেক পণ্য আছে বাংলাদেশে নাই।

আর দিন দিন অনলাইনের প্রতি মানুষ আগ্রহ বেড়েই চলছে। এখন সবার কাছে আমার আকুল আবেদন যারা এব্যপারে জানেন তারা দয়া করে আমাকে সাহায্য করবেন।

নিচে আমার কিছু প্রশ্ন উল্লেখ্য করা হলঃ

1. http://www.amazon.com বাংলাদেশে সাপোর্ট করে কি না?

2. সিটি ব্যাংকের ক্রেডিট কার্ড অথবা ডেবিট কার্ড এবং বিভিন্ন ব্যাংকের ক্রেডিট এবং ডেবিট কার্ড আছে সে গুলোর মাধ্যমে শপিং করা যায় কি না?

3. পেপাল অথবা এলার্ট পে সাপোর্ট করে কি না?

4. বাংলাদেশে শিপিং সাপোর্ট করে কি না?

5. বাংলাদেশে শিপিং চার্জ কেমন?

প্লিজ দয়া করে কেউ আমাকে সাহায্য করুন আমার খুবই দরকার

Level 0

আমি রুহুল আমিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 6 টি টিউন ও 311 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমিও জান্তে cAi

ভাই কিভাবে কেনা যাবে সেটা বিস্তারিত বলেন। আর এমন কেউ আছে যে এনে দিবে?

    Level 0

    @জোবায়ের: আমি এনে দিতে পারব amazon.co.uk ebay.co.uk বা ইংল্যান্ড এর যে কোন ই কমার্স সাইট থেকে। http://www.facebook.com/gadget.plus আমার পেজ। তবে কিছু কিছু জিনিশ বাংলাদেশ থেকে কিনলেই ভাল,কারন শিপমেন্ট ট্যাক্স এ রেট অনেক বেশি পরে যায় 🙂

Level 0

please call me 01912028688 i can help you

Level 0

shere it

henry ভাই এখানে শেয়ার করলে ভাল হত অথবা এ বিষয়ে একটি টিউন করেন অনেকেই উপকৃত হবে।

Level 0

আমাজনে কাস্টমার কেয়ারে যোগাযোগ করলে ওরা বাংলাদেশে পন্য পাঠানোর ব্যবস্থা করে দেবে, সেক্ষেত্রে একটু বেশি শিপিং চার্জ গুনতে হবে। তবে সমস্যা হল টাকা পাঠানো নিয়ে।

    Level 0

    @hridoycufl: আমি এনে দিতে পারব amazon.co.uk ebay.co.uk বা ইংল্যান্ড এর যে কোন ই কমার্স সাইট থেকে। http://www.facebook.com/gadget.plus আমার পেজ। তবে কিছু কিছু জিনিশ বাংলাদেশ থেকে কিনলেই ভাল,কারন শিপমেন্ট ট্যাক্স এ রেট অনেক বেশি পরে যায় 🙂