কাদের জন্য মূলত উপকারী এই VPS টি?
আপনারা সবাই জনেন VPS মানেই হচ্ছে র্ভাচুয়াল প্রাইভেট র্সাভার। অর্থাত এটা এমন একটি পিসি যেটা হাই কনফিগারড। হাই ইন্টারনেট কানেকশান সমৃদ্ধ। ১০০+ মেগাবাইট পার সেকেন্ড স্পিড এর এটি।
তো কাদের উপকারে আসবে এটা তা বলছি--------------
** অনেক সময় বাংলাদেশে অনেক সাইট ব্লক করে দেয়। যা বাংলাদেশের আইপি থেকে ব্রাউজ করা যায়না। তারা এই ভিপিএস এর মাধ্যমে এই সাইট টিতে ঢুকতে পারেন।
** যারা Microworkers অথবা বিভিন্ন পিটিসি সাইটে কাজ করেন তারা এটি দিয়ে একই সাথে ২ টি আইডি ব্যবহার করতে পারেন। একটি বাংলাদেশি আইপি আরেকটি বিদেশি।যদিও বিভিন্ন প্রক্সি দিয়ে এ কাজটি করা যায়। তারপরো কিন্তু অনেক সাইট প্রক্সি ধরে ফেলে। এক্ষেত্রে কিন্তু এটা একটি জেনুইন পিসি হিসেবেই দেখাবে।
** যাদের নেট বান্ডেলড তারা VPS টির মাধ্যমে বিশাল সাইজের ফাইলের এমনটি ১০-২০ জিবি ফাইললো নিমেষে ওই র্সাভারের হার্ডডিস্কে কপি করে রাখতে পারেন। পরে সেখান থেকে ভাল লাগলে আপনার পিসিতে ডাউনলোড করতে পারেন।
** আপনার একটি ১ জিবি ফাইল এই মুহুর্তেই কপি করে রাখা দরকার কিন্তু নেট এ আর মাত্র ২০-৩০ এমবি মাত্র আছে সেক্ষেত্রে ও আপনি এটির মাধ্যমে আপনার পছন্দের দরকারী ফাইলটি ডাউনলোড করে আপনার জন্য বরাদ্ধ ১২০ জিবি হার্ডডিস্কটিতে রাখতে পারেন। পরে আপনার নেট রিচার্জ করার পর এটি নামিয়ে নিতে পারেন।
আমি মিনিটের ভিতরেই ১ জিবি একটি মুভি নামিয়ে ওইখানেই একটু করে দেখে ভাল না লাগায় আর আমার নেট খরচ করে ডাউনলোড করিনি। এতে আমার নেট এর খরচ বাচলো।
এছাড়াও আরো বিভিন্ন সুবিধা রয়েছে এতে। যারা টেকি তারাই VPS এর সুবিধা ভাল বলতে পারবেন। আমি যতটুকু আমার মনে হয়েছে তাই লিখলাম।
এবার আসুন দেখে নিই কিভাবে এটা সেটআপ করবেন।
Step-1
http://www.alwaysonpc.com এই লিংক এ যান।
Step 2:
Step-3
Step-5
Step - 6
Step-7
Step-8
Step-9
Step-10
Step- 11
Step-12
Step-13
পুরো জিনিসটি ইউটিউব থেকেও দেখতে পারেন।
ধন্যবাদ সবাইকে।
আমি sadidigital। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
ভালো লাগলো