ফ্রি একটি কাজের VPS, একপিসি থেকেই ডাবল আইপি একসাথে ব্যবহার করুন.. ফ্রি…….. 100mbps স্পীডের নেট কানেকশান ফ্রি…

আজকে আমি খুবই দরকারী একটি টিউন করব। এটা মুলত আমি ফরেক্স mt4 terminal এর জন্য VPS খুজতে গিয়ে পেয়েছি। যদিও আমার mt4 terminal  এর জন্য এটা প্রযোজ্য নয় যেহেতু এটা উইন্ডোজ নির্ভর নয়। তারপরো এটা অনেকের উপকারে আসবে।

কাদের জন্য মূলত উপকারী এই VPS টি?

আপনারা সবাই জনেন VPS মানেই হচ্ছে র্ভাচুয়াল প্রাইভেট র্সাভার। অর্থাত এটা এমন একটি পিসি যেটা হাই কনফিগারড। হাই ইন্টারনেট কানেকশান সমৃদ্ধ। ১০০+ মেগাবাইট পার সেকেন্ড স্পিড এর এটি।

তো কাদের উপকারে আসবে এটা তা বলছি--------------

**  অনেক সময় বাংলাদেশে অনেক সাইট ব্লক করে দেয়। যা বাংলাদেশের আইপি থেকে ব্রাউজ করা যায়না। তারা এই ভিপিএস এর মাধ্যমে এই সাইট টিতে ঢুকতে পারেন।

** যারা Microworkers অথবা বিভিন্ন পিটিসি সাইটে কাজ করেন তারা এটি দিয়ে একই সাথে ২ টি আইডি ব্যবহার করতে পারেন। একটি বাংলাদেশি আইপি আরেকটি বিদেশি।যদিও বিভিন্ন প্রক্সি দিয়ে এ কাজটি করা যায়। তারপরো কিন্তু অনেক সাইট প্রক্সি ধরে ফেলে। এক্ষেত্রে কিন্তু এটা একটি জেনুইন পিসি হিসেবেই দেখাবে।

** যাদের নেট বান্ডেলড তারা VPS টির মাধ্যমে বিশাল সাইজের ফাইলের এমনটি ১০-২০ জিবি ফাইললো নিমেষে ওই র্সাভারের হার্ডডিস্কে কপি করে রাখতে পারেন। পরে সেখান থেকে ভাল লাগলে আপনার পিসিতে ডাউনলোড করতে পারেন।

** আপনার একটি ১ জিবি ফাইল এই মুহুর্তেই কপি করে রাখা দরকার কিন্তু নেট এ আর মাত্র ২০-৩০ এমবি মাত্র আছে সেক্ষেত্রে ও আপনি এটির মাধ্যমে আপনার পছন্দের দরকারী ফাইলটি ডাউনলোড করে আপনার জন্য বরাদ্ধ ১২০ জিবি হার্ডডিস্কটিতে রাখতে পারেন। পরে আপনার নেট রিচার্জ করার পর এটি নামিয়ে নিতে পারেন।

আমি মিনিটের ভিতরেই ১ জিবি একটি মুভি নামিয়ে ওইখানেই একটু করে দেখে ভাল না লাগায় আর আমার নেট খরচ করে ডাউনলোড করিনি। এতে আমার নেট এর খরচ বাচলো।

এছাড়াও আরো বিভিন্ন সুবিধা রয়েছে এতে। যারা টেকি তারাই VPS এর সুবিধা ভাল বলতে পারবেন। আমি যতটুকু আমার মনে হয়েছে তাই লিখলাম।

এবার আসুন দেখে নিই কিভাবে এটা সেটআপ করবেন।

Step-1

http://www.alwaysonpc.com   এই লিংক এ যান।

Step-1

Step 2:

Step-2

Step-3

Step-3

Step-4

Step-5 Step-5

Step - 6

Step-6

Step-7

Step-7

Step-8

Step-8

Step-9

Step-9

Step-10

Step-10

Step- 11

Step-11

Step-12

Step-12

Step-13

পুরো জিনিসটি ইউটিউব থেকেও দেখতে পারেন।

ধন্যবাদ সবাইকে।

Level New

আমি sadidigital। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 44 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো লাগলো

    Level 0

    ভাই সবই ঠিক আছে।কিন্তূ আমি যখন AlwaysonPc icon থেকে সফট ওয়ার টি ওপেন করতে চাই তখন user id & Password দিবার পরে connection error & invalid user name & password দেখায়।যত বার ই আমি সঠিক user name & password দিই না কেন, SAME Message দেখাইতেছে।PLEASE SOLVE MY PROBLEM…………………

      Level New

      @fahim078:

      আপনি আপনার একাউন্ট রেজিষ্ট্রেশন করার সময় যে মেইল আইডি এ পাসওয়ার্ড দিয়েছেন তাই এখানে দিতে হবে।

        Level 0

        ভাই সবই ঠিক আছে।কিন্তূ আমি যখন AlwaysonPc icon থেকে সফট ওয়ার টি ওপেন করতে চাই তখন user id & Password দিবার পরে connection error & invalid user name & password দেখায়।যত বার ই আমি সঠিক user name & password দিই না কেন, SAME Message দেখাইতেছে।একাউন্ট রেজিষ্ট্রেশন করার সময় যে মেইল আইডি এ পাসওয়ার্ড ছিলো,আমি সবই ঠিক মতো দিয়েছি,কাজ হইতেছেনা। AOCP AUTHENTICATION IMPOSSIBLE & ERROR CODE 0 দেখায়। PLEASE SOLVE MY PROBLEM…………………

Level New

ধন্যবাদ আমার প্রথম টিউনের প্রথম কমেন্টকারীকে।

চমৎকার! শেয়ার করার জন্য অসংখ্য ধইন্না

Level 0

vhai ami kono file oi 120 gb te rakhle pore ora abar delete kore dibe na to???? jodi dey tobe timelimit koto din? plz aktu janaben..

Level New

এ ব্যাপারে আমার এখনো কোন ধারনা নেই। আমি আজ ১০ দিন যাবত ব্যবহার করছি। ৩ জিবির মত ফাইল রেখেছি মুছেনি।

thanks….

Level 0

ok.. donnobad darun akti jinish share korechen.

Level New

Asolei Bhalo Kaj Kore.

Level 0
    Level New

    @Hari_Bhai:

    ওকে ঘুরে আসলাম। মিনিট ওয়ার্কার মাইক্রো ওয়ার্কার এর জন্য দারুন কাজ করবে। একসাথে দুইটি আইডি চালানোর জন্য।

Level New

দারুন হয়েছে…।চালিয়ে যান

    Level New

    @ЯOBAYETH:
    ধন্যবাদ আমার প্রথম টিউনের মন্ত্যব্যে। ভাই আমি টেকি নই। বাস্তবে একটা জিনিস ভাল লাগায় শেয়ার করলাম।

Level 0

ভাই এতে কি software install kora jabay?…forex meta trader 4…??

    Level New

    @শুভ:

    না। আমিও সেরকম একটা ফ্রি VPS খুজছি।

Level 0

ভাই আমি connect করলেই শুধু connection error & Status:AOP authentication impossible দেখায়। please help me..

Level 2

vai , utorrent install korar oneeeeek chesta korlam. but parlam na. aktu help korben ???
torrent file download kora jay kin ???

Level 0

আমি connect করলেই শুধু connection error & Status:AOP authentication impossible দেখায়। please help me..

    Level New

    @dripto:

    আপনার ইন্টারনাল কোন প্রবলেম থাকতে পারে। আমি তো খুব মজা করেই ব্যবহার করছি।

ভাই অসংখ্য ধন্যবাদ। শেয়ার করার জন্য

    Level New

    @Tanvir Sarkar:

    ধন্যবাদ আপনাকেও আমার প্রথম পোষ্টে আসার জন্য। চেষ্টা করব আরো সুন্দর কিছু শেয়ার করার জন্য।

Level New

ভাইয়া, আপনার PC requiement কি ? আমার টা অনেক slow আসে

    Level New

    @emran.imam:

    আমার পিসি ডুয়েল কোর ৪ জিবি র‌্যাম। তবে এখানে স্লো আসার জন্য ইন্টানেট স্পীড দায়ী।

Level 2

ভাই অসাধারণ পোস্ট

আমি লিনাক্স এর vpn heck5 ব্যাবহার করতে চেয়ে ছিলাম কিন্তু সব ইন্সটল হয় কিন্তু cane ct দিতে পারিনা
যাই হোক আপনি আমার অভাব টা পুরন করে দিলেন
ধন্যবাদ

    Level New

    @babu115:

    ভাই এটা আমার প্রথম পোষ্ট টেকটিউনস এ। এটা সবার জন্য কতটুকু উপকারী জানিনা। তবে আমার পরিচিত কয়েকজন মাইক্রোওর্য়াকাস/মিনিটওয়ার্কাস এ দুটি ল্যাপটপ ব্যবহার করত ভিন্ন কোম্পানীর নেট ব্যবহার কর। ডাবল আইপিতে ডাবল একাউন্ট এর জন্য। তারা এখন একটি ল্যাপটপ এই এর মাধ্যমে ডাবল একাউন্ট চালাচ্ছে।

Level 0

ভালো ভাই আপনার সাথে যোগাযোগের উপাই কি

Level 0

darun hoise vi, eta kaj korche amar computer e

Level 0

Vai Amar Sob Thik Thak Motoi Hoise …
But Prob Hoilo 10 Or 20 Minute Por Connection Eroor Hoe Jae …
Er Kono Somadhan Ache ???

sadidigital ভাই দারুন লাগলো আমার setup করতে কোন ঝামেলাই হইনি আনেক সহজ ভালো লাগলো কিন্তু GJTanVir ভাই এর মত এক দুইবার প্রব্লেম হয়েছে কোন ব্যাপার না কিছু screenshort দিলাম এই https://hotfile.com/dl/155166954/527b910/My_Pictures.rar.html থেকে দেখতে পারেন।। sadidigital ভাই ধন্যবাদ সুন্দর টিউন টির জন্য

    Level New

    @masternoion@live:

    ধন্যবাদ। যারা ফরেক্স এ ফোরাম পোষ্টিং করে আয় করে তাদের জন্যও এটা দারুন উপকারী এক জিনিস।

Level New

Vaia amar computer e ei softwere support korena. ami windows use kori. please help me.

vai bole java instl korte bole..bt java sft instl korte geleo hoi na .ki korbo??????????