সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি । আশা করি সকলেভালো আছেন । আজ আপনাদের সাথে একটি বিশেষ টিপস্ শেয়ার করব ।
কিভাবে ফেসবুকে Blue Colour স্ট্যাটাস ও কমেন্ট পোষ্ট করা যায় ।
এটি অতি সহজ ।
নিচের পদ্ধতি অনুসরন করুনঃ
শুধুমাত্র নিচের অংশটুকু লিখে ফেসবুকে স্ট্যাটাস অথবা কমেন্ট হিসেবে পোষ্ট করুন ।
@@[1:[0:1: এখানে আপনার পোষ্টটি লিখুন]]
এবার লহ্ম্য করুন আপনার পোষ্টটি Blue Colour হয়েছে ।
এটি মোবাইল দিয়েও হবে ।
For More Keep Visiting
http://bdfoorti.com
পোষ্টটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস এ জানাবেন ।
আমি কিবরিয়া রায়হান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 22 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
এটা জানা ছিল। তারপরও ধন্যবাদ। কিন্তু, ভাই একটা জিনিস বলতে পারবেন, ফেসবুকে অনেক সময় দেখি কমেন্ট ট্যাগে অথবা স্ট্যাটাস ট্যাগ করার সময় যাকে ট্যাগ করা হয় তার ফুল নাম না লিখে শর্ট নাম লিখেই তার প্রোফাইলের লিঙ্ক দেয়া থাকে। যেমন, কারও নাম যদি হয় আনিসুর রহমান মিলন তাহলে ট্যাগের সময় ফুল আনিসুর রহমান মিলন এর পরিবর্তে শুধু মিলন নাম লিখেই তার নামটি লিঙ্কেবল করা হয় তার প্রোফাইলের লিঙ্ক দিয়ে। এটা কিভাবে করে?