কিভাবে সহজ ডাউনলোড লিংক দিবেন, [বিশেষ করে মোবাইলের জন্য কার্যকর]

আমরা প্রায়সময় দেশ বিদেশে অনেকের সাথে মোবাইলের জন্যে ফাইল শেয়ার করি, যা কস্ট করে আপলোড দিই, কিন্তু যাদের জন্যে এতো কস্ট করি তারা (বিশেষ করে নতুন ইউজার) যদি বলে ডাউনলোড হচ্ছে না, লিংক ভুল হাবিজাবি, তখনতো ভাই মন খারাপ হয়ে যায় । <!--more--> তাই নতুন এই টেকনিক কাজে লাগান । ধরেন, আপনি মোবাইল থেকে পেপেরনিটির একটা লিংক শেয়ার করবেন । এখন আপনি পেপেরনিটিতে আপনার ফাইলটিতে যান, তারপর একদম ডাউনলোড পর্যন্ত আসুন, [অর্থাথ যেখানে ক্লিক করলে ডাউনলোদ হওয়া শুরু করবে] এখন ডাউনলোড লিংক নতুন টেবে ওপেন করুন, এই নতুন টেবের এড্রেসবার থেকে লিংকটি কপি করে সবার সাথে শেয়ার করুন, এসএমএস কিংবা ফেইসবুকের মাধ্যমে । আর যে কেউ সহজে ডাউনলোড করতে পারবে কোন সাইটে না যেয়ে । বিশ্বাস না হয়, কমেন্ট থেকে আমার দেওয়া লিংকটি ক্লিক করে দেখুন সব বুজে আসবে । আশা করি বুজচ্ছেন..... জিনিসটা খুব সহজ ভাবে দেখুন..... প্রথম প্রকাশ এখানে তেকবার্তা , http://techbarta2012.co.cc ভালো লাগলে বিজিট করতে পারেন । নিচে দুইটি ডাউনলোড লিন্ক দিলাম. কমেন্ট বা মন্তব্য দেখুন.....টেস্ট করুন TEST DOWNLOAD LINK

Level 2

আমি নাছের মিয়াজী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 38 টি টিউন ও 302 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আইনের মানুষ, প্রযুক্তির মানুষ, ইসলাম কে ভালোবাসি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আমার পরের টিউন হবে মোবাইলের জন্য জাবা বা জার বুক বানানো। আপনাদের কমেন্ট পেলে ছালিয়ে যাব।

    জাভা নিয়ে আপনার টিউনের অপেক্ষায় রইলাম।

    Level 0

    @মিয়াজী (IIUC): চালিয়ে যাবেন মানে? শুরু করে দিন তারাতারি আপনার টিউনটি আমার প্রয়োজন। শুধু মোবাইলের জন্য না pc এর জন্যও কিভাবে কার্যকর হবে একটু জানাবেন। java software কিভাবে edit করতে হয় একটু জানাবেন। আমি ও গুলো নিয়ে সমস্যায় ভুগছি। আপনি টিঊনটি করলে এই গাধাটারে একটা মেইল দিয়েন [email protected] thanks!

এভাবে কাজ হবে না , self hosting না হলে হয় না । ড্রপবক্স ব্যবহার করেন ।