সবাইকে দেখি খালি বাইরের দেশের নানা স্থানের বণনা দিয়ে টিউন করতে (যারা অন্য দেশের বণনা দিয়ে টিউন করেছেন আমি তাদেরকে আঘাত করার জন্য কথাটা বলিনি)।কিন্তু কাউকে দেখি না আমাদের এই বাংলাদেশ নিয়ে টিউন করতে। অথচ আমাদের এই দেশে আছে কত কিছু। কাউকে না দেখে আজকে আমিই বাধ্য হই আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের বিভিন্ন স্থানের বণনা নিয়ে টিউন করতে।
বাংলাদেশের সবচেয়ে বড় বন হল সুন্দরবন। বৃহত্তর খুলনা জেলার দক্ষিণাঞ্চল এবং পটুয়াখালি জেলার দক্ষিণ পশ্চিমাংশের মোট ৫১০০ বগ কি. মি. এলাকা নিয়ে সুন্দরবন গঠিত।
ভূতাত্তিকভাবে সেন্টমাটিন দ্বীপ একটি মহাদেশীয় দ্বীপ। তবে এখানে কিছু প্রবাল জন্মে। সেজন্য অনেকেই এটিকে প্রবাল দ্বীপ বলে মনে করে। এটি টেকনাফের মূল ভূ-খন্ড হতে সমুদ্রের প্রায় ১২ কি.মি. ভেতরে অবস্থিত। দ্বীপটি দৈঘ্য প্রায় ৫ কি.মি.।
****আপনাদের ভাল লাগলে সম্পূন টিউনটি করব।
আমি মোহাম্মদ রকিবুল হায়দার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 206 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
www.downloadzone3.tk
ভাই আসলে আমার অনেক ইচ্ছা ছিল যে বাংলাদেশকে নিয়ে টিউন করার কিন্তু যে সমস্যায় পরলাম তাতে টিউন করার আগ্রহ হারিয়ে ফেলেছি । কারন বাংলাদেশকে নিয়ে সম্পূর্ন টিউন করতে কমপক্ষে ১৫ টি টিউন করতে হবে । তাই একটি জিনিস কয়বার মানুষের কাছে ভাল লাগবে । তাই আর টিউনটি করি নাই । আর আপনি কোন টিউন করলে সরসরি টিউন করবেন । অনুমতি চাওয়ার প্রয়োজন নেই কেননা আমি নিজেও এর জন্য অনেক পস্তাইছি । তাই আপনাকে আগে থেকেই সাবধান করলাম ।